ইনকিলাব তার অঙ্গীকার রক্ষায় দৃঢ়

Daily Inqilab খালেদ সাইফুল্লাহ সিদ্দিকী

০৩ জুন ২০২৩, ০৭:২৭ পিএম | আপডেট: ০৪ জুন ২০২৩, ০১:০৩ এএম

ইনকিলাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ সংখ্যায় ‘সম্পাদকের কথা’র এক স্থানে বলা হয়েছিল: ‘ইনকিলাব একটি শপথ। ইনকিলাব একটি অঙ্গীকার। এ অঙ্গীকার ন্যায়ের পক্ষে, নৈতিক অবক্ষয়ের সয়লাব, অপসংস্কৃতির প্রাদুর্ভাব রোধের। জাতীয় সংস্কৃতি উজ্জীবনে ইতিবাচক ও সংস্কারধর্মী ভূমিকা পালনের, সুন্দর ও কল্যাণমুখী এক নবীনতর ¯্রােতধারা সৃষ্টির, দেশ ও দেশের মানুষের আবেগ ও অনুভূতিকে ভাষা দেয়ার, জাতীয় স্বার্থ সমুন্নত রাখার সংগ্রামের অঙ্গীকার। সকল অকল্যাণকে চিহ্নিত করে শুভশক্তি ও কল্যাণের উদ্বোধনের এই দৃঢ় অঙ্গীকার আর বলিষ্ঠ শপথ নিয়েই ইনকিলাবের যাত্রা শুরু। এই লক্ষ্য ও অদর্শকে ধ্রুব করেই এক বছরের পথ পরিক্রমা।’

এতে সম্পাদকের যে অঙ্গীকার ব্যক্ত হয়েছিল, তা বাস্তবায়নের পথে বারে বারে প্রতিবন্ধকতার প্রাচীর খাড়া করা হলেও পত্রিকার সম্পাদক-মালিক, কর্তৃপক্ষ সে প্রাচীর ভেঙ্গে পত্রিকার অগ্রাভিযান অক্ষুণœ রাখতে সক্ষম হন। এভাবে ইনকিলাব তার তিন যুগের বেশি সময় পার করল।

ইনকিলাব তার চলার পথে এযাবত সৃষ্ট সকল প্রতিবন্ধকতার মুখেও তার ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। জাতীয় সকল স্তরেই ইনকিলাবের ইতিবাচক ভূমিকা জনগণের সমর্থন লাভ করেছে। এসব ক্ষেত্রে তার কল্যাণকর ও সংস্কারমূলক ভূমিকার তালিকা সুদীর্ঘ, যার বিবরণ এখানে দেয়া সম্ভব নয়। তবে উল্লেখযোগ্য যে, সমাজে প্রচলিত দুষ্টক্ষতগুলো অর্থাৎ বহুমাতৃক অপরাধ প্রবণতার বহিঃপ্রকাশ, পাপাচার, অনাচারের সয়লাব ও অপসংস্কৃতির বিরুদ্ধে ইনকিলাবের অবস্থান, তার নীতি-আদশের্রই প্রতিফলন। সমাজের বঞ্চিত-অবহেলিত, দুখী-অভাবী-অসহায়, উদ্বাস্তু, মজলুম, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে ইনকিলাব তাদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় প্রচারধারা অব্যাহত রেখেছে। প্রাকৃতিক দুর্যোগকবলিতদের সাহায্য, গৃহহীন-উদ্বাস্তুদের পুনর্বাসন প্রভৃতি ক্ষেত্রে ইনকিলাবের মানবতাবাদী ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

অসংখ্য বিষয় আছে, যেগুলো প্রকাশ্যে সামনে আসতে পরে না, ইনকিলাব সেগুলোর ভালো-মন্দ তুলে ধরছে। ধর্মীয় ক্ষেত্রেও ইনকিলাব বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। শিক্ষা-সংকট দূর করে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন-সংস্কার, শিক্ষকদের বেতন-ভাতা ও মান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রেই ইনকিলাবের প্রচারধর্মী ভূমিকা প্রশংসনীয় ও উৎসাহ ব্যাঞ্জক। এসব ছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে মুসলিম উম্মাহর ন্যায়সঙ্গত অধিকার ও দাবি-দাওয়ার প্রতি ইনকিলাব পূর্ণ সমর্থন জ্ঞাপন করে আসছে। ইনকিলাবের মুসলিম উম্মাহর প্রতি সমর্থন, মুসলিম ভ্রাতৃত্ববোধের পরিচায়ক।

চলার পথে ইনকিলাবের নানামুখী প্রতিকূলতা এসেছে; তথাপি তার আদর্শ ও লক্ষ্য থেকে বিন্দুমাত্রও সে পিছপা হয়নি। তার পদচারণার ক্ষেত্রগুলো পর্যালোচনা করলে দেখা যায়, বিশেষভাবে ধর্মীয় ক্ষেত্রে ইনকিলাব যে আলোড়ন সৃষ্টিকারী ভূমিকা পালন করে যাচ্ছে, তার দৃষ্টান্ত বিশ্বে বিরল। একটি দৈনিক পত্রিকা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাল মিলিয়ে, ধর্মীয় তথা ইসলামিক বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করে, তার মূল অদর্শ ও লক্ষ্যকে সমুন্নত রাখতে সক্ষম হয়েছে। সে তার মূল আদর্শকে পাশ কাটিয়ে চলার মানসিকতা কখনো প্রদর্শন করেনি এবং ভবিষ্যতেও করবে না- এ বিশ্বাস সকলের।

ইনকিলাবের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা আলহাজ হজরত মাওলানা এম. এ মান্নান (রহ.) এর অবর্তমানে তাঁর সুযোগ্য উত্তরসুরী আলহাজ এ. এম. এম বাহউদ্দিন প্রতিষ্ঠালগ্ন হতে ইনকিলাবের সম্পাদক হিসেবে তাঁর মহান পিতার লালিত স্বপ্নগুলোকে যে দূরদর্শিতা ও দক্ষতার সাথে বাস্তবায়িত করে চলেছেন, তাতে মরহুম মাওলানার বিদেহী আত্মা নিশ্চয় সন্তুষ্ট হবে।

মানবতার সেবায় ইনকিলাব বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। ইসলামের দৃষ্টিতে মানবসেবার গুরুত্ব তাৎপর্য তুলে ধরছে এবং অবহেলিত বঞ্চিতদের দুঃখ-দুর্দশা ও তাদের সমস্যাবলির প্রতি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। সুতরাং বলা যায়, ইনকিলাব কেবল মুসলমানদের ধর্মীয় মুখপত্র নয়, এটি দেশের সকল শ্রেণি-পেশার মানুষেরই মুখপত্র হিসেবে ভূমিকা রাখছে। ইনকিলাব তার প্রচারণার ক্ষেত্রে পক্ষপাতিত্ব এড়িয়ে নিরপেক্ষ ভূূমিকা সততা ও ন্যায় নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। তাই সর্বস্তরের জনগণের ‘তর্জমান’ রূপে তার এ ভূমিকা অব্যাহত রয়েছে।

সংক্ষেপে বলা যায়, ইনকিলাব তার পথ পরিক্রমায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তার প্রচারধর্মী ভূমিকাকে প্রাধান্য দিয়েই তার সকল তৎপরতা কার্যক্রম পরিচালিত করছে। এছাড়া সামাজিক কল্যাণ-সংস্কারে, জাতীয় উন্নয়ন, মানবতার সেবা, মানবিক ও নৈতিক গুণাবলী অর্জন, নৈতিক অবক্ষয়রোধ, পাপাচার-অনাচারের অবসান, সন্ত্রাস দমন, মদ-জুয়া, প্রতারণা-দুর্নীতি, অন্যায়-জুলুম, নিপীড়ন, ভেজাল-জালিয়াত, মিথ্যাচার-অপচয় প্রতিরোধ প্রভৃতি হাজারো অনিয়ম ও গর্হিত কার্যাকলাপের বিরুদ্ধে ইনকিলাব শুধু সোচ্চারই নয়, কোরআন-সুন্নার আলোকে বিচার বিশ্লেষণ করে সকল বিষয় উপস্থাপন করছে, যেগুলো করার দায়িত্ব ধর্মীয় প্রতিষ্ঠান, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের।

দেশের বৃহত্তর জনগোষ্ঠির ধর্ম-কর্মে কোনো প্রকার বাধা এলে ইনকিলাবের প্রতিবাদী কণ্ঠ সোচ্চার হয়ে ওঠে এবং তার ক্ষুরধার লেখনি চলতেই থাকে। পাশাপাশি দেশের মাশায়েখ, উলামার ক্ষোভ, নিন্দা, প্রতিবাদের বিবরণ ইনকিলাব অবিরাম প্রচার করতে থাকে। তাছাড়া ইসলাম বিরোধী তৎপরতার বিরুদ্ধে ইনকিলাব কখনো নীরব দর্শকের ভূমিকা পালন করে না। বিতর্কিত তথাকথিত ‘গণমিশনের’ বিরুদ্ধে উলামা সমাজের ব্যাপক ও তীব্র প্রতিবাদ বিক্ষোভের ঘটনা বেশিদিন আগের নয়, তাতে প্রচারণার ক্ষেত্রে ইনকিলাবের ভূমিকা ছিল অতুলনীয়।

ইনকিলাবের মৌলিক আদর্শ হচ্ছে কোরআন ও হাদীস তথা ইসলাম। সুতরাং কোরআনের বাহক মহানবী (সা.) এর প্রতি এবং কোরআনের প্রতি কোনো কুলাঙ্গার কোনো অশুভ ও অশালীন আচরণ বা অমর্যাদা প্রদর্শন করলে ইনকিলাব গর্জে ওঠে, তার নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ সমালোচনার চূড়ান্ত রূপ ধারণ করে এবং ক্ষুব্ধ আলেম সমাজ ও ইসলামপ্রিয় জনতার আবেগ অনুভূতি ইনকিলাবের মাধ্যমেই প্রচার ও প্রকাশ পায়।

এদেশে মাদরাসা শিক্ষার বিরোধিতা করা এক শ্রেণির বুদ্ধিজীবীর মাথায় পোকা হয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেলেই মদরাসা শিক্ষার দিকে ঢিল ছুড়তে তাদের তুলনা হয় না। এ ব্যাপারে ইনকিলাব মাদরাসা শিক্ষার বিরোধীদের সকল ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। প্রতিবেশী বন্ধুপ্রতীম দেশটির সংখ্যলঘু মুসলমানদের ওপর (তাদের ভাষায়) ‘গোহত্যার’ অপরাধে অকথ্য নির্যাতন, নিপীড়ন চলছে, ইনকিলাব তার বিবরণ তুলে ধরতে দ্বিধা করে না এবং নিন্দা-প্রতিবাদ জানায়। কাশ্মীর, ফিলিস্তিন, প্রভৃতি ভূখ-ে যে অমানবিক মুসলিম নির্যাতন, বিতাড়ন চলছে, ইনকিলাব সব সময় সেগুলোর বিরুদ্ধে সোচ্চার। আন্তর্জাতিক পর্যায়েও ইনকিলাব সত্য ও ন্যায়ের এবং মানবতার পক্ষ অবলম্বন করে।


বিভাগ : বিশেষ সংখ্যা

বিষয় : year


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বৈশাখের কালো ঘোড়া
কালবৈশাখী
বৈশাখ
আচানক এইসব দৃশ্য
ভারতীয় আধিপত্যবাদের হুমকি
আরও
X

আরও পড়ুন

উখিয়ায় কলেজ শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় থানায় মামলা

উখিয়ায় কলেজ শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় থানায় মামলা

একদিনের ব্যবধানে আজ আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

একদিনের ব্যবধানে আজ আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

ভারতীয় সীমান্তে নির্যাতনের শিকার দুই কৃষক দেশে ফিরলেন

ভারতীয় সীমান্তে নির্যাতনের শিকার দুই কৃষক দেশে ফিরলেন

তুরস্ক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে

তুরস্ক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে

ভিসির অপসারণ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

ভিসির অপসারণ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, চিকিৎসাধীন আহত একজনের মৃত্যু

সুন্দরগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, চিকিৎসাধীন আহত একজনের মৃত্যু

মাগুরায় যৌথ বাহিনীর অভিযান ২টি ওয়ান সুটারগানসহ তিনজন গ্রেফতার

মাগুরায় যৌথ বাহিনীর অভিযান ২টি ওয়ান সুটারগানসহ তিনজন গ্রেফতার

পরিবেশ দূষণ ঠেকাতে পাকিস্তানে প্রথমবার চালু হলো ড্রোন নজরদারি

পরিবেশ দূষণ ঠেকাতে পাকিস্তানে প্রথমবার চালু হলো ড্রোন নজরদারি

ছাত্রদল কর্মী পারভেজ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে সৈয়দপুরে ছাত্রদলের মানববন্ধন

ছাত্রদল কর্মী পারভেজ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে সৈয়দপুরে ছাত্রদলের মানববন্ধন

প্রেমে ব্যর্থ হয়েছিলেন পোপ ফ্রান্সিস

প্রেমে ব্যর্থ হয়েছিলেন পোপ ফ্রান্সিস

কিশোরগঞ্জের ইটনায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

কিশোরগঞ্জের ইটনায় চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন

দুপুরে ঘুমালে রাতে ব্যাঘাত হবে কিনা জেনে নিন

দুপুরে ঘুমালে রাতে ব্যাঘাত হবে কিনা জেনে নিন

আজ বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক

আজ বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক

বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী

বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী

জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছাল

জামায়াত নেতা আজহারের আপিল শুনানি পেছাল

বিদ্যুৎ সাশ্রয়ে আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারে নতুন নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারে নতুন নির্দেশনা

ফ্লাই জিন্নাহ’র পর এবার ঢাকায় ফ্লাইট চালু করতে চায় পাকিস্তানের এয়ার সিয়াল

ফ্লাই জিন্নাহ’র পর এবার ঢাকায় ফ্লাইট চালু করতে চায় পাকিস্তানের এয়ার সিয়াল

উড্ডয়নের আগেই যাত্রীবাহী বিমানে আগুন, নিরাপদে সব আরোহী

উড্ডয়নের আগেই যাত্রীবাহী বিমানে আগুন, নিরাপদে সব আরোহী

বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

ছারছীনার পীর সাহেব ও মাওলানা আহমদ হাসান ফুলতলীর বৈঠক

ছারছীনার পীর সাহেব ও মাওলানা আহমদ হাসান ফুলতলীর বৈঠক