বারোবাজারের ঐতিহাসিক মসজিদ
০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম
পঞ্চদশ শতাব্দির রাজধানী বলে খ্যাত শাহ মোহাম্মদাবাদ, বর্তমানে যা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার। এখানে রয়েছে সুলতানী আমলের বেশকিছু মসজিদের অস্তিত্ব। এখন পর্যন্ত ১১টি মসজিদ মাটি খুঁড়ে বের করা সম্ভব হয়েছে। বারোবাজার কালীগঞ্জ শহর থেকে ১১ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা-খুলনা মহাসড়কের দুই ধারে শত শত পুকুর ও দীঘির স্বচ্ছ পানির ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ আর বুড়ি ভৈরব নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্যঘেরা ঐতিহাসিক মসজিদ পরিবেষ্টিত এই বারোবাজার। যতটুকু জানা যায়, বারোজন আউলিয়ার নামানুসারে এখানকার নামকরণ করা হয়। আউলিয়ারা হলেন, এনায়েত খাঁ, আবদাল খাঁ, দৌলত খাঁ, রহমত খাঁ, শমসের খাঁ, মুরাদ খাঁ, হৈবত খাঁ, নিয়ামত খাঁ, সৈয়দ খাঁ, বেলায়েত খাঁ ও শাহাদত খাঁ।
ইতিহাস থেকে যতটুকু জানা যায়, বঙ্গবিজয়ী বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নদীয়া দখলের পর নদীয়ার দক্ষিণ বা দক্ষিণ পূর্বে বিস্তীর্ণ অঞ্চলের দিকে মনোযোগী না হয়ে উত্তর দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়েন। ফলে তার বিজিত রাজ্য উত্তর দিকে প্রশন্ত হতে থাকে। পরে শামছুদ্দিন ইলিয়াস শাহের পৌত্র নাসির উদ্দিন মাহমুদ শাহের (১৪৪২-১৬৬৮) শাসনামলে যশোর ও খুলনার কিছু কিছু অংশ তার রাজ্যভুক্ত হয়। ওই অঞ্চল বিজয়ের গৌরব অর্জন করেন অন্যতম শ্রেষ্ঠ আউলিয়া হযরত খান জাহান আলী। তিনি ১৪৫৯ সালে (৮৬৩) হিজরী ২৩ অক্টোবর ইহধাম ত্যাগ করেন। তিনি এক সময় নিজের আত্মরক্ষার্থে একটি ক্ষুদ্র সেনাবাহিনীর অধিনায়ক হয়ে কুষ্টিয়া জেলার দৌলতগঞ্জ প্রবেশ করেন। সেখান থেকে বৃহত্তর যশোর জেলার কোটচাঁদপুর উপজেলার হাকিমপুর হয়ে বারবাজার অভিমুখে রওনা দেন। পথিমধ্যে জনসাধারণের পানীয় জলের তীব্র কষ্ট দেখে তিনি এ অঞ্চলে অগনিত দীঘি আর পুকুর খনন করেন। বারোবাজার অঞ্চলে ৮৪ একর পুকুর ও দীঘি এখনও বিদ্যমান।
আউলিয়াদের পুণ্যভূমি বারোবাজারে রয়েছে ইতিহাস প্রসিদ্ধ সুলতানী শাসন আমলের অন্তত ১৯টি মসজিদ, যা দীর্ঘদিন মাটির নিচে ঢাকা ছিল। এখনো মাটির নিচে ঢাকা রয়েছে সাতটি মসজিদ। এছাড়া দীঘি রয়েছে ২০টি। ইতিহাস থেকে পাওয়া যায় ১২৬টি দীঘি ছিল। কালের বিবর্তনে সব হারিয়ে গেছে। অনেক স্থান দখল হয়ে গেছে। প্রায় ১০ বর্গ মাইল এলাকাজুড়ে রয়েছে বহু অজানা প্রত্ন সম্পদ।
এখন পর্যন্ত আবিষ্কৃত মসজিদগুলোর মধ্যে সাতগাছিয়া মৌজায় অবস্থিত আদিনা মসজিদ অন্যতম। এটি ৩৫ গম্বুজ বিশিষ্ট মসজিদ। ১৯৯২ সালের দিকে এর আংশিক সংস্কার করা হয়। সাতগাছিয়া মৌজায় কোটালী মসজিদ অবস্থিত। ঘোপপাড়া মৌজায় ঘোপ ও আড়পাড়া ঢিবি অবস্থিত এটি রওজাশরীফ। সাদিকপুর মৌজায় চেরাগদানি মসজিদ অবস্থিত। বারবাজার মৌজায় জোর বাংলা মসিজদ অবস্থিত। এটির পুনঃসংস্কার করা হয় ১৯৯২ সালের দিকে। এখন এখানে লোকজন নামাজ পড়ে। তবে পাশে একটি দীঘি আছে যা সংস্কার করা প্রয়োজন। সাদিকপুর মৌজায় মনোহর ১৬ গম্বুজ বিশিষ্ট মসজিদ অবস্থিত। বারবাজার মৌজায় ৬ গম্বুজ বিশিষ্ট গলাকাটা মসজিদ অবস্থিত। বেলাট দৌলতপুর মৌজায় নামাজগাজ রওজাশরীফ অবস্থিত। একই মৌজায় ৪ গম্বুজ বিশিষ্ট গোড়ার মসজিদ অবস্থিত। এখানে মানুষ নামাজ পড়ে। অনেক সময় এখানে বিভিন্ন সময় মনের বাসনা পুরনে মানত করে সাধারণ মানুষ। হাসিলবাগ এলাকায় দমদম জাহাজঘাটা ও সেনানিবাস ও নদী বন্দর ছিল। বেলাট দৌলতপুর মৌজায় ১৬ গম্বুজ বিশিষ্ট পীর পুকুর মসজিদ অবস্থিত। মিঠাপুকুর এলাকায় নুনগোলা মসজিদ অবস্থিত। হাসিলবাগ এলাকায় শুকুর আলী মসজিদ অবস্থিত। বেলাট দৌলতপুর এলাকায় সওদাগর মসজিদ। একই এলাকায় রয়েছে শাহী মহল, যা সেকেন্দার বাদশার বসতবাড়ি বলে কথিত। একই এলাকায় পাঠাগার মসজিদ রয়েছে। এছাড়া মুরাদগড় এলাকায় ৩টি ঢিবি রয়েছে। ইতোমধ্যে অনেক প্রত্নসম্পদ অবলুপ্তির পথে, যা বেশির ভাগই খনন বা পুনঃখনন করা প্রয়োজন।
বিলুপ্ত নগরী বারোবাজার গ্রন্থের লেখক ও গবেষক রবিউল ইসলাম জানান, বারোবাজারে প্রতিদিন শত শত লোক আসে পঞ্চদশ শতাব্দির নিদর্শন মসজিদসহ আবিষ্কৃত স্থাপনা দেখতে। এই এলাকা এখন পর্যটন এলাকা। এখানে প্রত্নতাত্তিক জাদুঘর স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের মুসলিম আর্কিটেক্চারের শিক্ষার্থীরা এখানে আসে রিসার্চ করতে। তাদের প্রয়োজনে একটি জাদুঘর প্রতিষ্ঠা জরুরি।
লেখক: কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়াঃ একমাত্র ছেলের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা-মা
কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও একাধিক মামলার আসামি বাবু দুমকীতে আটক
পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম: হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ধামরাইয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা স্বামী আটক
দৌলতদিয়ায় বয়স্ক যৌনকর্মীদের শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ
যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত: বদিউল আলম
নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুসা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত
কুষ্টিয়ায় দরজা ভেঙে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাজীগঞ্জে ৩৫ একর কৃষি জমিতে পানিবদ্ধতা
টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফায়ারফাইটার নিহতের ঘটনায় যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বোয়ালমারীতে পর্ণোগ্রাফির চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুধবার রাতে সচিব নিবাসেও আগুন লেগেছিল
শৈলকুপায় নিহতের ঘটনায় অর্ধশতাধিক বাড়িঘর গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
মধ্যরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও
গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে : রিজভী
ফুলপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন
সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি