মুন্সীগঞ্জের বাবা আদম শহিদ মসজিদমুন্সীগঞ্জের বাবা আদম শহিদ মসজিদ
০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম
বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর একটি হলো মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার দরগাহবাড়ির বাবা আদম শহিদ মসজিদ। বাবা আদম (রহ.) শহিদ হওয়ার ৩০০ বছর পর তার স্মৃতি রক্ষার্থে বাংলার সুলতান জালাল উদ্দিন আবু জাফর শাহের পুত্র বিক্রমপুরের শাসক মালিক কাফুরশাহ ছয় গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন। তার মাজারের পশ্চিম-উত্তর পাশে ১৪৭৯ খ্রিস্টাব্দে এ মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। ১৪৮৩ খ্রিস্টাব্দে সুলতান ফতেশাহের শাসনামলে নির্মাণ কাজ সমাপ্ত হয়। মসজিদটি উত্তর-দক্ষিণে দৈর্ঘ ৪৩ ফুট ও পূর্বে-পশ্চিমে ৩৬ ফুট প্রশস্থ। মসজিদের পশ্চিম দেয়ালে ৩টি মেহরাব রয়েছে। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দেয়ালে ১টি প্রবেশ পথ রয়েছে। মসজিদটি নির্মাণে পোড়া মাটির ১০ ইঞ্চি, ৭ ইঞ্চি, ৬ ইঞ্চি ও ৫ ইঞ্চি মাপের ইট ব্যবহার করা হয়েছে। মসজিদের ভিতরে দুটি পাথরের স্তম্ভ রয়েছে। মসজিদের দেয়াল ৬ ফুট প্রশস্থ। মসজিদের ছাদে পেয়ালা আকৃতির দুই সারিতে ৩টি করে মোট ৬টি গম্বুজ রয়েছে। মসজিদের প্রবেশের মূল দরজার ঠিক উপরে আরবি ভাষায় একটি শিলালিপি রয়েছে। মসজিদটি শুধু মুন্সীগঞ্জেরই নয়, সমগ্র উপমহাদেশের একটি দর্শনীয় স্থান। ১৯৯১-১৯৯৬ সালে বাংলাদেশ ডাক বিভাগ এ মসজিদের ছবি সংবলিত ডাক টিকিট প্রকাশ করে। বাবা আদম মসজিদটি সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছে। মসজিদটি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটি জৌলুস হারিয়েছে। দেয়ালের অনেক ইট বহু বছরের পুরাতন হওয়ায় বিনষ্ট হয়েছে। মসজিদটি সংস্কারের প্রয়োজন বলে স্থানীয় মুসল্লীরা মত পোষণ করেন।
বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, বঙ্গ-ভারতে প্রাচীন যুগে যে ক’জন সুফী-দরবেশ ইসলাম প্রচারে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে বাবা আদম শহিদ (রহ.) অন্যতম। বাবা আদম শহিদ (রহ.) বিক্রমপুর ও মহাস্থানগড়ে হিন্দু যুগে ইসলাম প্রচার করেন। প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে বিক্রমপুর (মুন্সীগঞ্জ জেলা) ও মহাস্থানগর (বগুড়া) অতিগুরুত্বপূর্ণ স্থান ছিল। বিক্রমপুর ছিল প্রাচীন বাংলার রাজধানী আর মহাস্থানগর পুন্ড্রুবর্ধন-গৌড়ের রাজধানী। তাই ইসলাম প্রচারের জন্য আদম শহিদ (রহ.) এ দু’টি স্থানকে বেছে নেন, যাতে ইসলাম অতিদ্রুত বঙ্গ-ভারতে বিস্তার লাভ করতে পারে। বঙ্গে মুসলিম বিজয়ের বহু পূর্বেই সুফি-দরবেশ-আউলিয়াদের সাহায্যে ইসলাম প্রচার শুরু হয়। ‘সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ পরিশিষ্ট’ গ্রন্থে উল্লেখ রয়েছে: হযরত ওমর (রা.)-এর খেলাফতের সময় মামুন ও মোহাইমিনের নেতৃত্বে কয়েকজন ইসলাম প্রচারক বঙ্গে এসেছিলেন। দ্বিতীয় পর্যায়ে হামিদুদ্দিন, মুরতাদা, আব্দুল্লাহ ও আবু তালিব বঙ্গে ধর্ম প্রচারে আগমন করেন। তৃতীয় পর্যায়ে আবু যায়ীত আল বিস্তামী ৮৭৪ খ্রিস্টাব্দে চট্টগ্রামে আসেন। পঞ্চম পর্যায়ে সুলতান মাহমুদ মাহী সওয়ার (রহ.) ১০৪৭ খ্রিস্টাব্দে মহাস্থানগড়ে আগমন করেন। যষ্ঠ পর্যায়ে বাবা আদম শহিদ (রহ.) ১১৪২ খ্রিস্টাব্দে মহাস্থানগড়ে আগমন করেন। সপ্তম পর্যায়ে ১১৭৭ খ্রিস্টাব্দে ফরিদ উদ্দিন গনজেশকর চট্টগ্রামে আগমন করেন। এভাবেই বঙ্গ-ভারতে ইসলাম প্রচার হয় সুফিদের মাধ্যমে।
বাবা আদম বঙ্গ-ভারতে ব্যাপক ইসলাম প্রচারের লক্ষ্যে তার সঙ্গে সফরকারী ১২ জন আউলিয়ার অধীনে ১২টি মিশন গঠন করেন। সেখানে তাদের চিকিৎসা সেবা, শিক্ষা, এলাকার পানির অভাব দূর করাতে পুকুর ও দীঘি খনন করেন। সকলের সাথে চমৎকার ব্যবহার করার অঙ্গীকার নিয়ে ১২ জন ওলি বাবা আদমের নেতৃত্বে ইসলাম প্রচারে ব্রতী থাকেন। বিক্রমপুর, মহাস্থানগড়, চট্টগ্রাম, লাঙ্গলকোট, বঙ্গাল, পুন্ড্রুবর্ধন, দেবকোট, ইন্দ্রপ্রস্ত, প্রয়োগ, পাটুলিপুত্র, নাগপুর, দাক্ষিণাত্য এবং বর্ধমান এলাকায় ইসলাম প্রচার করেন। লেখক: সাংবাদিক, ইতিহাস ও প্রত্ন গবেষক
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন
বোয়ালমারীতে পর্ণোগ্রাফির চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুধবার রাতে সচিব নিবাসেও আগুন লেগেছিল
শৈলকুপায় নিহতের ঘটনায় অর্ধশতাধিক বাড়িঘর গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
মধ্যরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও
গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে : রিজভী
ফুলপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন
সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি
সুন্দরবন সংলগ্ন গাবুরা পল্লীতে ফ্রিজ থেকে উদ্ধার হলো হরিণের মাংস
ফায়ার ফাইটার নয়নের জানাজা সম্পন্ন
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উদ্যাপন
‘সচিবালয়ে আগুনের পেছনে আওয়ামী দোসরদের ষড়যন্ত্র রয়েছে’
সচিবালয়ে অগ্নিকাণ্ড : প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের
আটঘরিয়া-চাঁদভা হাড়লপাড়া সড়কের ব্রিজ ভেঙ্গে দুর্ভোগে পথচারীরা
পুড়ে যাওয়া ২ মন্ত্রণালয় দেখে আসিফ মাহমুদ: ‘আমাদের সব শেষ হয়ে গেছে’
দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী, অংশ নেবেন মাহফিলে
আরেকটি বিধ্বংসী দ্বিশতক হাঁকালেন রিজভি
অবৈধ শিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর
সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন , বন্ধ দাপ্তরিক কাজ