টাঙ্গাইলের আতিয়া মসজিদ
০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম
টাঙ্গাইল জেলায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্যতম আতিয়া জামে মসজিদ। দেলদুয়ার উপজেলায় আতিয়া জামে মসজিদ অবস্থিত। টাঙ্গাইল সদর থেকে ৬ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান।
আতিয়া মসজিদের নামকরণের পেছনে রয়েছে একটি চমকপ্রদ ইতিহাস। আরবি শব্দ ‘আতা’ থেকে ‘আতিয়া’, যার অর্থ হচ্ছে ‘দানকৃত’। সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার হিসেবে নিযুক্ত করেন আলি শাহান শাহ্ বাবা আদম কাশ্মীরি (রহ.)কে। পরে আদম কাশ্মীরি (রহ.) এ অঞ্চলে বসবাস শুরু করেন। শাসক সোলাইমান কররানীর কাছ থেকে ওই এলাকাটি দান হিসেবে পান তিনি। এলাকাটি দানসূত্রে পাওয়ায় অঞ্চলের নাম হয়েছে আতিয়া, আর এলাকার নামানুসারে মসজিদটির নাম হয়েছে ‘আতিয়া জামে মসজিদ’।
শাহ্ বাবা আদম কাশ্মীরি (রহ.) এর বৃদ্ধ বয়সে তাঁর প্রিয় ও বিশ্বস্ত ভক্ত সাঈদ খান পন্নীকে মোগল বাদশাহ জাহাঙ্গীর আতিয়া এলাকার শাসনকর্তা নিযুক্ত করেন। সাঈদ খান পন্নী ১৬০৮ সালে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির স্থপতি মুহাম্মদ খাঁ।
মসজিদটি টেরাকোটার ইটের তৈরি। চুন, সুরকির গাঁথুনি দিয়ে এটি নির্মিত। সুলতানি আমলে প্লাস্টার পদ্ধতি ছিল না। তারা চুন ও সুরকির গাঁথুনি দিয়ে মসজিদ নির্মাণ করতেন। বক্রাকার কার্নিশ, সুচালো খিলান ও গম্বুজ সবই সুলতানি আমলের নিদর্শন। আতিয়া মসজিদের পূর্ব ও উত্তর দিকের বাইরের দেয়ালে টেরাকোটার ওপর চমৎকার বৃত্তের মাঝে ফুলের নকশা করা, যা মোগল আমলের নিদর্শন। মসজিদের পশ্চিম পাশেই প্রবেশের রাস্তায় একটি শানবাঁধা ঘাটসহ রয়েছে পুকুর।
মসজিদটির দৈর্ঘ্য ১৮.২৯ মিটার, প্রস্থ ১২.১৯ মিটার, দেয়ালের পুরুত্ব ২.২৩ মিটার। মসজিদের চারকোণায় অষ্টকোণাকৃতি মিনার রয়েছে। মসজিদটির কিবলাকোটা ও বারান্দাসহ সার্বিক পরিমাণ ১২ মিটার। বারান্দা ৩.৮২ ও ৭.৫ মিটার।
মসজিদের বারান্দার ওপর ছোট তিনটি গম্বুজ রয়েছে। পরে সংস্কারের সময় গম্বুজগুলো পলেস্তারা দিয়ে সমান করে দেওয়া হয়েছে; যদিও মসজিদ নির্মাণের সময় এমনটা ছিল না। আদিতে গম্বুজগুলো পলকাটা বা ঢেউতোলা ছিল। টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদের একটি আরবি, আরেকটি ফারসি শিলালিপি রয়েছে। এসবের মাধ্যমে মসজিদের প্রকৃত নির্মাতা ও সময়কাল সম্পর্কে জানা যায়। বিদায়ি সুলতানি আর নবাগত মোগল উভয় রীতির সংমিশ্রণে অপূর্ব এক মুসলিম স্থাপত্য, যা দৃষ্টিনন্দন এবং এ অঞ্চলে বিরল।
রওশন খাতুন চৌধুরানী ১৮৩৭ সালে ও আবুল আহমেদ খান গজনবি ১৯০৯ সালে মসজিদটি সংস্করণ করেন। বাংলাদেশ সরকার মসজিদটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেছে। কিন্তু মসজিদ সংস্কারে তেমন কোনো বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। বর্তমানে অযত্নে অবহেলায় জৌলুস হারাতে বসেছে ৪১৬ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই আতিয়া মসজিদ।
স্বাধীন বাংলাদেশের পুরোনো দশ টাকার নোটে ছিল আতিয়া জামে মসজিদটির ছবি, যার জন্য সারাদেশে সবার কাছে পরিচিতি পায় আতিয়া জামে মসজিদ। ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক এই মসজিদের রয়েছে সারাদেশে পরিচিতি। দেশের দুর-দুরান্ত থেকে এখনো অনেক মানুষ আসে মসজিদটি দেখার জন্য।
আতিয়া জামে মসজিদ পরিচালনা পরিষদের দপ্তর সম্পাদক আইনজীবী ওবায়দুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এই মসজিদটিতে নানা সমস্যা বিরাজ করছে। মসজিদের সামনের বিশাল পুকুরের চারপাশে পাড় ভেঙে গেছে। মসজিদে প্রবেশের জন্য পুকুর পাড় ভেঙে যাওয়ায় মুসুল্লিদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। পুকুরের পাড় স্থায়ীভাবে বাঁধাই করা প্রয়োজন। মসজিদের পূর্বপাশে যে ফ্লোর রয়েছে, সেই ফ্লোর অসমতার কারণে মুসুল্লিদের সেজদা দেয়ার সময় কপাল ও হাঁটুতে ব্যাথা লাগে। দীর্ঘদিন আগে মসজিদের ছাদে বজ্রপাতের ফলে একটি ফাটল তৈরি হয়েছে। অতিবৃষ্টির সময় সেই ফাটল দিয়ে বৃষ্টির পানি চুয়ে মসজিদের ভেতর প্রবেশ করে। মূল ভবনের দেয়াল থেকে শুরু করে বারান্দার গম্বুজ পর্যন্ত শেওলা পড়ে স্যাতসেতে হয়ে যাচ্ছে। মসজিদের সীমানার ভেতর একটি কূপ রয়েছে। ময়লা আবর্জনা পড়ে কূপটি ব্যবহারের অনোপযোগী হয়ে পড়েছে। কূপটি সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তোলা প্রয়োজন। মসজিদের কারুকাজগুলো লোনা ধরে খসে পড়ছে। মসজিদের উত্তর পাশে নকশা ও কারুকাজ সংস্কারের সময় প্রত্নতত্ত্ব বিভাগ বেশির ভাগ অংশ সিমেন্টের প্রলেপ দিয়ে আটকে দিয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ বড় ধরনের সংস্কারের মাধ্যমে মসজিদের ঐতিহ্য ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।
লেখক: টাঙ্গাইল সংবাদদাতা।
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
কচুয়ার একাধিক মামলার আসামি বাবু দুমকীতে গ্রেফতার
পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম: হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ধামরাইয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা স্বামী আটক
দৌলতদিয়ায় বয়স্ক যৌনকর্মীদের শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ
যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত: বদিউল আলম
নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুসা মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত
কুষ্টিয়ায় দরজা ভেঙে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাজীগঞ্জে ৩৫ একর কৃষি জমিতে পানিবদ্ধতা
টাঙ্গাইলে টুকুর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
ফায়ারফাইটার নিহতের ঘটনায় যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বোয়ালমারীতে পর্ণোগ্রাফির চক্রের ২ সদস্য আটক, প্রায় বারো লাখ টাকা খোয়ালেন প্রবাসীর স্ত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুধবার রাতে সচিব নিবাসেও আগুন লেগেছিল
শৈলকুপায় নিহতের ঘটনায় অর্ধশতাধিক বাড়িঘর গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
মধ্যরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও
গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে : রিজভী
ফুলপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন
সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি