বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ

Daily Inqilab এস এম সামছুর রহমান

০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম

বিশ্ব ঐতিহ্যের (World heritage) অংশ খান-উল-আযম উলুঘ খান-ই-জাহান (রহ.) এর শ্রেষ্ঠকীর্তি ষাটগম্বুজ মসজিদ উপমহাদেশে মুসলিম স্থাপত্যশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। পিরোজপুর-রূপসা মহাসড়কের পাশে খান জাহান (রহ.) এর মাজার শরীফ থেকে প্রায় দেড় মাইল উত্তর-পশ্চিম দিকে সুন্দরঘোনা গ্রামে মসজিদটি অবস্থিত। মসজিদের উত্তর-দক্ষিণ ও পূর্ব পাশে পাকা সড়ক, পশ্চিম পাশে ঐতিহাসিক ঘোড়াদীঘির অবস্থান। স্থাপত্য কৌশল আর লাল পোড়া মাটির উপর সুনিপুণ লতাপাতার অলংকরণে মসজিদের ভিতর-বাইরে অভাবনীয় সৌন্দর্যের সামাবেশ ঘটেছে।

মসজিদটির দৈর্ঘ ৪৮.৮০ মিটার এবং প্রস্থ ৩২.৯৫ মিটার (বাহ্যিক)। দেয়ালের প্রশস্থতা ২.৭৪ মিটার। এর সামনের দিকে একটি খিলান এবং দু’পাশে ৫টা করে খিলান রয়েছে। পূর্ব-পশ্চিমে ৭টি করে ১১টি সারিতে মোট ৭৭টি গম্বুজ রয়েছে। এর মধ্যে মাঝের এক সারিতে ৭টি গম্বুজের উপরিভাগ চৌকোণা, বাকি ৭০টির উপরিভাগ গোলাকার। মসজিদের ভিতরে পূর্ব-পশ্চিমে ১০টি সারিতে ৬টি করে মোট ৬০টি গুম্বুজ রয়েছে। স্থানীয় লবণাক্ত জলবাযুর প্রভাবে যাতে ভবনটি ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে মসজিদের স্তম্ভের নিচে ৪ ফুট পর্যন্ত চারপাশে পাথরের আস্তরণ দেয়া হয়েছে। এসব পাথর বাইরে থেকে আমদানি করা হয়েছিল। মসজিদের ভিতরে এমন জ্যামিতিক পদ্ধতিতে স্তম্ভগুলো বিন্যাস করা হয়েছে যেন, ইমাম সাহেবের দৃষ্টি মসজিদের যেকোন প্রান্ত পর্যন্ত কোনো বাধা ছাড়াই পৌঁছাতে পারে। দুই পাশে ৭টি করে সম্মুখে ১০টি ও মেহেরাবের পাশে ১টিসহ মোট ২৫টি দরজা রয়েছে। পশ্চিম পাশে আরো ১০টি মেহরাবের মতো রয়েছে। মসজিদের ৪ কোণে রয়েছে ৪টি মিনার, যা ছাদ থেকে ১৩ ফুট উঁচু। মিনারের উপর যাওয়ার জন্য ভিতর থেকে সিঁড়িপথ রয়েছে, যার একটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। অপরটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ মিনার থেকে আযান দেওয়া হতো। আবার কারো কারো মতে এখান থেকে সৈন্যরা পাহারা দিত, বহিঃশত্রুর চলাচল সম্পর্কে দৃষ্টি রাখত। মিনারের নিচের এ ছোট কক্ষ দুটিকে আন্ধার মানিক ও শলক মানিক বলা হয়।
ঐতিহাসিকদের ধারণা, খান জাহান (রহ.) জৌনপুরের দক্ষ নির্মাণ শিল্পী এনে এই সুরম্য মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে কত সময় এবং কত লোক এর নির্মাণ কাজ করেছেন তা জানা যায়নি। এ মসজিদে প্রায় আড়াই হাজার লোক একসঙ্গে নামাজ পড়তে পারে। অষ্টাদশ শতকের শেষের দিকে অযত্নে আবহেলায় মসজিদটি জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। ১৯০৪ সালে পূরাতত্ত্ব বিভাগ কর্তৃক এটি সংরক্ষণ প্রকল্পের আওতায় আনা হয়। এর পর মসজিদটিকে কয়েকবার সংস্কার করা হয়েছে। ৪ কোণে ৪টি গম্বুজসহ ৮১টি গম্বুজ থাকা সত্ত্বেও নাম ষাট গম্বুজ হলো কেন? প্রশ্ন জাগা স্বাভাবিক। ছাদ গম্বুজ দিয়ে তৈরি সে কারণেই ছাদ থেকে ‘ষাটগম্বুজ’। আবার কারো কারো মতে, ৬০টি স্তম্ভের উপর মসজিদটি প্রতিষ্ঠিত, ফলে ষাট খাম্বুজ থেকে ‘ষাটগম্বুজ’ হতে পারে।

পূর্বে মসিজদের চার পাশে বেষ্টক প্রাচীর ছিল। পূর্বদিকে ছিল প্রবেশ তোরণ। তোরণের দু’পাশে দুটি কক্ষ ছিল। কিন্তু এখন তাঁর কোনো অস্তিত্ব নেই। চার পাশে নতুন করে দেয়াল নির্মাণ করা হয়েছে। এটি শুধু মসজিদ ছিল না, খান জাহান (রহ.) এর দরবার হিসেবেও ব্যবহৃত হতো। এখান থেকেই তৎকালীন দক্ষিণাঞ্চলীয় স্বাধীন সার্বভৌম ইসলামী কল্যাণ রাষ্ট্র হাবেলী পরগনা বা খলিফাতাবাদ রাষ্ট্র পরিচালনা করা হতো।

ইউনেস্কোর অধীন বিশ্ব ঐতিহ্যের (World heritage)অংশ হিসেবে স্বীকৃতির পর ৬শ’ বছরের পুরাতন এ মসজিদের গুরুত্ব এখন ছড়িয়ে পড়েছে বিশ্বময়। প্রতিদিন এ মসজিদ দেখার জন্য দেশ-বিদেশের শত শত পর্যটক ভিড় জমায়। বর্তমানে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গনের এক উল্লেখযোগ্য সংযোজন হল যাদুঘর।

১৯৯৩ সালে ইউনেস্কোর অর্থানুকূল্যে এখানে যাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ষাট গম্বুজ মসজিদের দক্ষিণ পাশে খুলনা-বাগেরহাট মহাসড়কের লাগোয়া ৪৪ লক্ষ টাকা ব্যয়ে যাদুঘরসহ স্টাফ কোয়াটার নির্মাণ করা হয়। ২০০১ সালে যাদুঘর আনুষ্ঠানিকভাবে দর্শকদের জন্য উম্মুক্ত করা হয়। যাদুঘরে ২৮টি গ্যালারি রয়েছে। এখানে খান জাহান (রহ.) এর আমলের শতাধিক নিদর্শন সংরক্ষিত আছে। ঐ সময়কার রূপার মুদ্রার একটি বাক্স এখানে সংরক্ষিত রয়েছে। মাত্র ১০ টাকা দর্শনী ফি দিয়ে মাধ্যমিক স্কুল শিক্ষার্থী, ৩০ টাকা দিয়ে সকল বাংলাদেশি, ৫০০ টাকা দিয়ে সার্কভুক্ত দেশের নাগরিক এবং ২০০ টাকা দিয়ে বিদেশিরা এখানে প্রবেশ করে ঐতিহাসিক এই মসজিদ ও যাদুঘরে রক্ষিত নিদর্শনসমূহ দেখতে পারে।

গত কয়েক বছর ধরে ঐতিহাসিক ষাট গুম্বুজ মসজিদে দক্ষিণাঞ্চলের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। বাগেরহাট ছাড়াও দেশ-বিদেশের মুসল্লিরা ঈদ জামাতে অংশ নিয়ে থাকে।

লেখক : বাগেরহাট সংবাদাতা।


বিভাগ : বিশেষ সংখ্যা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আওয়ামী লীগের বেলাগাম পুঁজিলুণ্ঠন
বৈপ্লবিক পরিবর্তনের পটভূমিতে এবারের বিজয় দিবস
ইসলামোফোবিয়া
ছাত্র-জনতার অভ্যুত্থান, যার মর্মমূলে স্বাধীন জাতিসত্তার চেতনা
স্মৃতি রোদ
আরও

আরও পড়ুন

নওগাঁয় ৩ জনকে পিটিয়ে জখম, আহতদের উদ্ধার করলো পুলিশ

নওগাঁয় ৩ জনকে পিটিয়ে জখম, আহতদের উদ্ধার করলো পুলিশ

মাদারীপুরে গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে জনজীবন স্থবির

মাদারীপুরে গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে জনজীবন স্থবির

দুমকীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা

দুমকীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা

দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ

দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ

'বরবাদ' সিনেমা শতকোটির গন্ডি পেরিয়ে যাবে! কি বললেন শাকিব?

'বরবাদ' সিনেমা শতকোটির গন্ডি পেরিয়ে যাবে! কি বললেন শাকিব?

রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মা ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত

রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মা ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত

দোয়ারাবাজারে ভারতেীয় সীমান্তে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স

দোয়ারাবাজারে ভারতেীয় সীমান্তে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স

রাজশাহীতে নেসকোর ভৌতিক বিল বন্ধসহ নানারকম হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহীতে নেসকোর ভৌতিক বিল বন্ধসহ নানারকম হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ

শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

যুবদলের উদ্যোগে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা

যুবদলের উদ্যোগে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা

এমাজউদ্দীন আহমদের গ্রহণযোগ্যতা ছিল সর্বজনীন

এমাজউদ্দীন আহমদের গ্রহণযোগ্যতা ছিল সর্বজনীন

বাংলাদেশে সা'দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

বাংলাদেশে সা'দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ

ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ

দোয়ারাবাজারে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

দোয়ারাবাজারে ভ্যানের ধাক্কায় শিশু নিহত

গারো পাহাড়ের পানি হাতায় ঘুরতে এসে ভোগা নদীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

গারো পাহাড়ের পানি হাতায় ঘুরতে এসে ভোগা নদীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

সিলেট-তামাবিল চার লেন উন্নতিকরণে অনিয়ম-দূর্নীতির অভিযোগ

সিলেট-তামাবিল চার লেন উন্নতিকরণে অনিয়ম-দূর্নীতির অভিযোগ

১০ বছর আগে উধাও মালয়েশিয়া বিমানের নতুন করে খোঁজ শুরু

১০ বছর আগে উধাও মালয়েশিয়া বিমানের নতুন করে খোঁজ শুরু

৯/১১-র ধাঁচে রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের, বন্ধ বিমানবন্দর

৯/১১-র ধাঁচে রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের, বন্ধ বিমানবন্দর

আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী

আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী

দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান

দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান