বাংলাদেশের বৃহত্তম ভাসমান বাজার পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা বাজার

Daily Inqilab মো. ওয়াহিদ হাসান বাবু, বৈঠাকাটা, পিরোজপুর থেকে

০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম

শুধু থাইল্যান্ড, ভিয়েতনাম বা ভারতের কেরালা নয় বাংলাদেশে রয়েছে ভাসমান বাজার। যা দুই শত বছরের বা তারও বেশি পুরাতন। এ বাজারটি পিরোজপুর জেলা শহর থেকে ৪৩ কিলোমিটার দুরে নাজিরপুর উপজেলার বৈঠকাটা বেলুয়া নদীর মোহনায়। বিস্তৃতি প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে। প্রাচীনকাল থেকে এ অঞ্চলে কোনো রাস্তাঘাট না থাকায় প্রয়োজনে ২শ’ বছর পূর্বে বৈঠাকাটা খালে ভাসমান বাজারটি শুরু। স্বাধীনতার পর বাজারের পরিধি বাড়তে থাকলে মূল বাজারটি এখানে চলে আসে বর্তমান স্থানে। বৃহৎ ও দৃষ্টিনন্দন এ বাজারটি সম্পূর্ণ পানির ওপরে বেলুয়া নদীর বুকে এর অবস্থান। নদী-খালবেষ্টিত নাজিরপুর উপজেলার কৃষিজ পণ্য বিক্রয় এবং এলাকার মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে চলাচলের সুবিধার্থে এ বাজারের উদ্ভব। সকাল ৫টা থেকে বিকাল ১২টা পর্যন্ত চলে এ বাজার। এখানে মূল বাজার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। তবে কখনো কখনো বাজারে চাল ডাল, ধান, সুপারী, গাছের চারা, শাক সবজিরসহ অন্যান্য মালামাল পাইকারী বেচাকেনা বিকাল ৪টা পর্যন্ত গড়ায়। হয় কয়েক কোটি টাকার লেনদেন। দিনের আলো ফোটার আগেই পণ্য নিয়ে নানা ধরনের নৌকা করে চলে আসেন ক্রেতা-বিক্রেতা। কেউ আসেন উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য, আবার কেউ আসেন কেনাকাটার জন্য এ ভাসমান হাটে। সবই চলে নৌকা বা ট্রলারে। বেলুয়া নদী বা বৈঠাকাটার আশ পাশের কলারদোয়ানীয়া, মুগারঝোর, পদ্মডুবি, মনোহরপুর, বিল ডুমুরিয়া, সোনাপুর, গাওখালী, কলাখাল, মধুভাংগ, পাকুরিয়া, দেউলবাড়ী, দোবরা, চাঁদকাঠীসহ ২০ থেকে ২৫টি এলাকার মানুষ তাদের বাজার করতে আসে। প্রতি শনি ও মঙ্গলবার বসে এ বাজার। নৌকা ট্রলার বা ছোট লঞ্চ এ বাজারের প্রধান বাহন। নদীতে অবস্থান এবং খাজনা কম থাকায় পইকাররাও ভিড় করেন এ বাজারে। বড় বড় ট্রলারে করে পণ্য কিনে নিয়ে যান দেশের বিভিন্ন স্থানে। অন্যান্য বাজারের মতো দর কাষাকষি করে চলে কেনাবেচা। যে কোনো বাজার যেখানে পাইকাররা যান বিক্রেতাদের কাছে মাল কিনতে, সেখানে এ ভাসমান হাটের কেনা বেচার ধরন সম্পূর্ণ ভিন্ন। ছোট ছোট নৌকায় করে আসা চাষিরা তাদের পণ্য নিয়ে যান পাইকারদের ট্রলারের কাছে, দরদামে বনলেই হয় পণ্য হাতবদল। পণ্য ওঠে ছোট নৌকা থেকে পাইকারের বড় ট্রলারে। এখানে একটা একটা নৌকা বা ট্রলারই এক একটি দোকান। এ এলাকায় কৃষি পণ্যের মধ্যে শাক সবজির চাষাবাদ বেশি হয়। সেই কৃষিপণ্যই এ ভাসমান হাটের মাধ্যমে হাতবদল হয়ে চলে যায় রাজধানী ঢাকা ও সারা দেশ এবং রফতানি হয় মধ্যপ্রাচ্যসহ দেশের বাইরে। গ্রামের মানুষের উৎপাদিত পণ্য নিয়ে নিজেরাই আসেন এ হাটে বিক্রয় করতে। খেত থেকে তুলে নৌকায় সাজিয়ে সরাসরি এ বাজারে বিক্রয় করতে নিয়ে আসার কারণে পণ্য থাকে তরতাজা। নানা পণ্যে বৈচিত্র্যময় এ বাজার। ভাসমান খাবারের দোকানে চা-পান থেকে শুরু করে ধান, চাল, শাক-সবজি, নারিকেল, সুপারিসহ বিভিন্ন ধরনের চারা, এমনকি নাশতা বা সিঙাড়া-পুরি পেঁয়াজু পাওয়া যাবে এ বাজারে। বিস্ময়ের বিষয় এখানে পানিতে জন্মানো কচুরীপানা ও শেওলা বিক্রি হয়। চারা তৈরিতে ব্যবহৃত এ জলজ আগাছা কৃষকেরা কিনে নেন পাইকারী দামে। কচুরীপানা দিয়ে ভাসমান ধাপ তৈরি করে তার ওপর শেওলার গোল-গোল দৌলা (স্থানী ভাষায়) তৈরি করে তাতে বীজ বপণ করে চারা তৈরি করা হয়। বিভিন্ন ধরনের সবজির চারা, ফুলের চারা, ফলের চারা, ধানের চারা, গাছের চারা, তুলনামূলক কম দামে পাওয়া যায় এবং ভাসমান বাজার হওয়ায় পাইকাররা এখানকার চারা কিনে সরবরাহ করে সারা দেশে। এ বাজারটি সাধরণত পিরোজপুর, ঝালকাঠী, বরিশাল ও গোপালগঞ্জ এই সকল জেলার মানুষ তাদের পণ্য কেনা-বেচা করে। নদীর বা ভাসমান হাটের এক এক জায়গায় ভিন্ন ভিন্ন পণ্য বিক্রয় হয়। শীতকালে বাজারের ব্যাপ্তি থাকে বেশি। তবে তরমুজের সিজনেও বড় বাজার বসে। এক সময় ঢাকা-বৈঠাকাটা রুটে বড় বড় লঞ্চ চলাচল করায় রাজধানীসহ বিভিন্ন স্থানে এ লঞ্চে করে মালামাল পরিবহন করা হত। পদ্মা সেতু হওয়ার পর একদা ব্যস্ত এ রুটটি বন্ধ হয়ে যাওয়ায় পাইকারদের খরচ বেড়ে গেছে। ভাসমান এ বাজারের কাছাকাছি ভাল কোনো সড়ক যোগাযোগ না থাকায় পণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই হয় বেশি। নদীবেষ্টিত এলাকায় বাজার হওয়ায় কোনো প্রকার দুর্ঘটনায় এখানে নেই কোন উদ্ধার করার লোক বা সরঞ্জাম। দক্ষিণবঙ্গের বড় বাজারগুলোর একটি বৈঠাকাটা বাজারটি মূলতঃ এ ভাসমান বাজার থেকেই সৃষ্টি। উপজেলা ও জেলা শহরের সাথে সড়ক পথ তৈরি হওয়ায় বৈঠাকাটা বাজার সংলগ্ন খালের ওপর সেতু এবং বেলুয়া নদীতে একটি ব্রিজ এলাকাবাসীর প্রাণের দাবি। বাজারের ইজারাদার উত্তর কলারদোয়ানীয়ার বাসিন্দা মহিউদ্দিন বাহাদুর জানান, বেলুয়া নদীর কয়েটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় ব্লক ফেলে পাইলিং দেয়া প্রয়োজন। একমাত্র যোগাযোগের মাধ্যম রাস্তাটি দীর্ঘ দিন ধরে চলাচলের অযোগ্য হওয়ায় রাস্তাটি প্রশস্ত করে দ্রুত সংস্কার করা দরকার। কাশ্মীরি উলা বাসিন্দা ফারুক মোল্লা জানান, নদীবেষ্টিত প্রত্যন্ত অঞ্চল এবং নদীতে ভাসমান বৃহৎ বাজার হওয়ায় ছোট খাটো দুর্ঘটনায় কোনো উদ্ধার ব্যবস্থা না থাকায় এখানে একটি ফায়ার সার্ভিসের সাবস্টেশন-এর দাবি এলাকাবাসীর।


বিভাগ : বিশেষ সংখ্যা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ফিরে দেখা রাজশাহী ২০২৪
বিচারবিভাগ ওলটপালটের বছর
গর্জে ওঠে বীর চট্টলা
জান্তা বাহিনী-আরাকান আর্মি একই মুদ্রার এপিঠ-ওপিঠ
মাদারীপুর জেলার নামকরণে ‘শাহমাদার (রা:)-এর কোনো প্রাতিষ্ঠানিক সম্মান ও স্বীকৃতি মেলেনি
আরও

আরও পড়ুন

ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট

ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট

টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির

টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির

রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান

রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান

রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান

রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে

আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে

৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা

৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা

ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ

ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ

পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।

পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।

‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’

‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’

শীতে পশু-পাখিদের যত্ন

শীতে পশু-পাখিদের যত্ন

মানব পাচার রোধ করতে হবে

মানব পাচার রোধ করতে হবে

মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত

মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত

বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে

বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে

১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের

লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের

চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর

মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর

জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল

জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল