ভারতের মাটিতে ঝিনাইদহের এমপি আনার হত্যা

Daily Inqilab আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ থেকে

০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেই ভারতের মাটিতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা ছিল ২০২৪ সালে দেশব্যাপী আলোচিত ঘটনা। শুধু দেশব্যাপীই নয়, বিশ্বজুড়ে ক্ষমতাসীন দলের একজন এমপি হত্যা সে সময় নজীরবিহীন বলে আলোচনায় উঠে আসে। বাংলাদেশি গণমাধ্যম ছাড়াও বিশ্বের প্রভাবশালী মিডিয়ায় আনার হত্যার নৃশংসতা ও হত্যার নেপথ্য কারণ তুলে ধরা হয়। পত্রিকা ও টিভি চ্যানেলগুলোতে সংসদের একজন আইনপ্রণেতা থেকে দক্ষিণাঞ্চলের শীর্ষ স্বর্ণ চোরাকারবারী ও মাফিয়া ডন হয়ে ওঠার খবর প্রচার হতে থাকে। এ ঘটনায় মনোনয়ন বাছাইয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ডুবন্ত ভাবমর্যাদা আরো তলানীতে ঠেকে। গত ১১ জুন আনার হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হলে আনার হত্যার সঙ্গে দলীয় কোন্দল ও মিন্টুর এমপি হওয়ার খায়েশ নতুন করে দেশবাসীর সামনে আসে। আনার হত্যার পর সাইদুল করিম মিন্টু কালীগঞ্জ শহরে গিয়ে আনারের শোকাহত স্ত্রী-কন্যাকে স্বান্ত¦না দেন। মিন্টু গ্রেফতারের পর আনার কন্যা মমতারিন ফেরদৌস ডরিণ তার পরিবারের সঙ্গে মিন্টুর দেখা করার ঘটনাকে ‘মাছের মায়ের পুত্র শোক’ বলে অভিহিত করেন। আনার হত্যার পর ঝিনাইদহ জেলা আ’লীগ বহুধারায় বিভক্ত হয়ে যায়। ঝিনাইদহ শহরে প্রতিদিন সন্ধ্যায় সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে দলীয় নেতাকর্মীদের মিছিল সমাবেশ চলতে থাকে। অন্যদিকে এমপি আনারের নিজ শহর কালীগঞ্জেও আনার হত্যার প্রতিবাদে তার সমর্থকরা সভা সমাবেশ চালাতে থাকেন। এই দুই সভা-সমাবেশ থেকে দলীয় নেতাকর্মীরা পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে মাঠ উত্তপ্ত করে তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গনমাধ্যমে এসব খবর প্রচার হলে নেতাকর্মীদের মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়। ২০২৪ সালের ৬ জুন কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুনের ঘটনায় গ্রেফতার চরমপন্থি ক্যাডার শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে ‘গ্যাস বাবু’ আটক হয়। বাবুর স্বীকারোক্তি মোতাবেক গ্রেফতার হন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। ঝিনাইদহ জেলা আ’লীগের প্রভাবশালী এ দুই নেতা গ্রেফতারের পর আনার হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারে নতুন করে মাঠে নামে ঢাকা মহানগর গোয়ন্দা পুলিশ। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক গ্যাস বাবুকে নিয়ে মোবাইল উদ্ধারে ঝিনাইদহে আনা হয়। গত ২৬ জুন হেলিকপ্টারে ঝিনাইদহে উড়ে আসেন ডিবি প্রধান হারুন। ঝিনাইদহ শহরে হাজারো মানুষের উপস্থিত ও উৎসুক দৃষ্টির মধ্যে দুইটি পুকুরে ডুবুরি দিয়ে নিষ্ফল অভিযান চালানো হলেও ওইদিন (২৬ জুন) বিকেলে চট্টগ্রামের সীতাকু-ু থেকে আনার হত্যার সন্দেহভাজন আসামি মোস্তাফিজুর ও ফয়সালকে গ্রেফতার করা হয়।

সংসদ সদস্য খুন হওয়ার আগে গত ২ মে কলকাতায় যান তারা। তারা দেশে ফিরে আসেন ১৯ মে। এ দু’নের বাড়ি খুলনার ফুলতলায়। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভূঁইয়ার বাড়িও একই এলাকায়। এ দুই আসামির কাছে এমপি আনার হত্যাকা-ের অনেক তথ্য-উপাত্ত থাকার দাবি সে সময় করা হলেও দেশব্যাপী ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আনার হত্যার তদন্ত ও খবর প্রচারে ভাটা পড়ে। এমপি আনার হত্যার খবরাখবর নিয়ে মাঝেমধ্যে বাংলাদেশ ও ভারতের মিডিয়া সোচ্চার হয়। সর্বশেষ এমপি আনার কন্যা ডরিণের সঙ্গে ডিএনএ টেস্ট মিলে যাওয়ার খবর প্রচারিত হয়। ফলে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে মর্মে প্রমাণিত হয়।

পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উদ্ধার করা মাংস ও হাড়ের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলে যায়। ফলে আনার হত্যার ৭ মাস পর প্রশ্নবিদ্ধ বিষয়টি মীমাংসিত হলেও হত্যাকা-ের নেপথ্যের কুশিলবদের এখনো চিহ্নিত করতে পারেনি পুলিশ। কারণ হিসেবে আনার পরিবার মনে করেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকা-ে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির ভূমিকা থাকতে পারে।

২০১৪ সালে সংসদ সদস্য হওয়ার পর ঝিনাইদহে স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করেছিলেন আনার। এ নিয়ে যশোর ও খুলনার প্রভাবশালী পরিবার নাখোশ ছিলেন আনারের ওপর। শোনা যায়, খুলনার ওই পরিবারের কাছে আনার চোরাচালানের রুট ফি হিসেবে কয়েকশ’ কোটি টাকা দাবি করেন। চোরাচালানের টাকা নিয়ে মতবিরোধ থেকে প্রতিপক্ষের এমপি হওয়ার খায়েশ নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব আনারের ভাগ্যাকাশে কালো মেঘের ছায়া ফেলে।

১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজীম আনার। বাড়ি থেকে বেরোনোর পাঁচদিন পর ১৮ মে বরাহনগর থানায় আনোয়ারুল আজীম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলেনি তিনবারের এ সংসদ সদস্যের। ২২ মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজীম আনার খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি লাশ।

এনডিটিভির খবরে বলা হয়, কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্লাটে এমপি আনারকে টুকরো টুকরো করে খুন করা হয়। কলকাতা পুলিশ অভিযান চালিয়ে সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে প্রায় চার কেজি মাংস উদ্ধার করে। বলা হয় সঞ্জীবা গার্ডেনসের ফ্লাটে এমপি আনারের লাশ টুকরো টুকরো করে টয়লেটে ফ্ল্যাশ করে দেয়। এছাড়া শরীরের হাড় কলকাতার ভাঙ্গরের বাগজোলা খালের বিভিন্ন স্থানে ফেলে দেয় তারা। কলকাতা পুলিশ ডিএনএ পরীক্ষার নমুনা দেওয়ার জন্য আনারের স্ত্রী ইয়াসমিন ফেরদৌস ও ভাই এনামুল হককে ডাকলেও কেবল তার মেয়েই গত নভেম্বরে কলকাতায় গিয়েছিলেন। গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে একটি মামলাটি দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের বাসা থেকে এমপি আনার যাত্রা শুরু করায় ডিবি পুলিশের পরামর্শে শেরেবাংলানগর থানায় মামলাটি দায়ের করেন তিনি। সেই মামলায় ঝিনাইদহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহম্মেদ বাবুসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হত্যার নির্দেশদাতা ও মামলার প্রধান আসামি আক্তারুজ্জামান পলাতক রয়েছেন। কলকাতা পুলিশ এই হত্যাকান্ডের ঘটনায় দু’জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে। এদিকে শেরেবাংলানগর থানায় আনার অপহরণের পর খুনের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে কিনা সে প্রশ্ন উঠে আসছে জোরেসোরে।
আনারের উত্থান যেভাবে-

আনোয়ারুল আজিম আনারের পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায়। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়াামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন। এক সময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থিদের নিয়ন্ত্রণ করতেন আনার। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে দুর্র্ধষ সন্ত্রাসী ও চরমপন্থিদের গডফাদার হিসেবে পরিচিতি পান। আনারের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এবং চরমপন্থিদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৯টির বেশি মামলা ছিল। ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার তাকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের ওপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়েছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে।

চারদলীয় জোট সরকারের আমলে যৌথ বাহিনীর অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আনার। সে সময় তিনি ভারতের রানাঘাট এলাকায় পালিয়ে ছিলেন। ১৯৮৬ সালের দিকে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে আনার মাদক কারবারে জড়িয়ে পড়েন। ভারতের বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘাভাঙ্গা সীমান্ত পথে চোরাচালান করতেন তিনি। ওই সময় কালীগঞ্জ, মহেশপুর, কোটচাঁদপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে ‘টোকেন’ সিøপের মাধ্যমে মাদক ও ভিসিপি চোরাচালান করতেন ভারতে। ওই টোকেন দেখালেই পুলিশের লোকজন বহনকারী গাড়ি ছেড়ে দিত। এ টোকেন বাণিজ্য থেকে আনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিতি লাভ করেন। এখনো তার নিয়োজিত প্রতিনিধিরাই কালীগঞ্জ শহরে ফেনসিডিল ব্যবসা করে যাচ্ছেন। এ মাদক কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক বনে যান আনার। ১৯৯১ সালে আনার ঝিনাইদহের আরেক চোরাকারবারি পরিতোষ ঠাকুরের সঙ্গে মিলে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন। স্বর্ণের বড় বড় চালান রাজধানী থেকে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন।

১৯৯৬ সালে আনার বিএনপি থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন। সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী প্রকাশ ভারতে আত্মগোপন করার পর তার মাধ্যমে অস্ত্র চোরাকারবার চালিয়ে যেতেন আনার। বাগদা এলাকার মাদক সম্রাট জয়ন্ত কুমার, কার্তিক, গৌতম সাহা ও বনগাঁর দেবদাসের সঙ্গে আনারের মাদকের কারবার ছিল। ২০০৭ সালে চুয়াডাঙ্গার লোকনাথপুর এলাকা থেকে ১২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ আটক করে তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর।

চোরাকারবারিরা নিশ্চিত হয় যে, দর্শনা শ্যামপুরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সাইফুল ইসলাম স্বর্ণগুলো ধরিয়ে দিয়েছেন। ওই ঘটনায় টার্গেট কিলিংয়ের শিকার হন শ্যামপুর গ্রামের সাইফুল। তিনি নিজেও স্বর্ণ চোরাকারবারিদের সিন্ডিকেটে যুক্ত ছিলেন। ওই হত্যা মামলায় আনারসহ আসামি করা হয় ২৫ জনকে। কুষ্টিয়ার চরমপন্থি নেতা মুকুল, শাহীন রুমী, ঝিনাইদহের চোরাকারবারি পরিতোষ ঠাকুর, আনারসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০১২ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ ও আনারসহ বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহতি পান। এ মামলায় আনারকে গ্রেফতারে ২০০৯ সালে গণবিজ্ঞপ্তি জারি করেছিলেন চুয়াডাঙ্গার বিশেষ আদালত। ওই বছরের ২১ জানুয়ারি তাকে গ্রেফতারের জন্য কালীগঞ্জ শহরের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে ধীরে ধীরে আনারের বিরুদ্ধে থাকা মামলাগুলো কমতে শুরু করে। ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হলে ক্ষমতার দাপটে সব মামলা থেকে নিজেকে মুক্ত করেন আনার।


বিভাগ : বিশেষ সংখ্যা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জাগ্রত ভয় মনের মাঝে
আর কেউ বেঁচে নেই
সময়
মার্চের পদাবলি
অপসৃয়মাণ রেলগাড়ি
আরও
X

আরও পড়ুন

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করেছে: আবদুল হালিম

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

মুসল্লিদের বাধায় নাটক মঞ্চায়ন বাতিলের সংবাদ বিভ্রান্তিকর

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

প্রয়োজনীয় সংস্কার করে যথাসম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

কারো চোখ রাঙানী আর মেনে নেয়া হবে না-সারজিস আলম

কারো চোখ রাঙানী আর মেনে নেয়া হবে না-সারজিস আলম

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার কানাডার অধিনায়ক

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার কানাডার অধিনায়ক

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে -আমান উল্লাহ আমান

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে -আমান উল্লাহ আমান

ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন, লাইফ সাপোর্টে মা

ফটিকছড়িতে ভাইয়ের হাতে ভাই খুন, লাইফ সাপোর্টে মা

ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডনের হাইকোর্ট

ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডনের হাইকোর্ট

ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফেসবুক পোস্টে যা বললেন মোদি

ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে ফেসবুক পোস্টে যা বললেন মোদি

শেষ হচ্ছে ম্যান সিটিতে ডে ব্রইনে অধ্যায়

শেষ হচ্ছে ম্যান সিটিতে ডে ব্রইনে অধ্যায়

মাগুরায় মাদক ও জুয়া প্রতিরোধে মানববন্ধন

মাগুরায় মাদক ও জুয়া প্রতিরোধে মানববন্ধন

ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডকে আহ্বান ড. ইউনূসের

ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডকে আহ্বান ড. ইউনূসের

যারা ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা আ.লীগের দোসর

যারা ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা আ.লীগের দোসর

বিমসটেকের আগামী সম্মেলন নিয়ে যে প্রস্তাব দিলেন ড. ইউনূস

বিমসটেকের আগামী সম্মেলন নিয়ে যে প্রস্তাব দিলেন ড. ইউনূস

ইংল্যান্ড দলে আরেক ধাক্কা

ইংল্যান্ড দলে আরেক ধাক্কা

ট্রাম্পকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে চান না বেশিরভাগ আমেরিকান

ট্রাম্পকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে চান না বেশিরভাগ আমেরিকান

নাব্যতা হারিয়ে দখলদারদের কবলে পড়ে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক নদী

নাব্যতা হারিয়ে দখলদারদের কবলে পড়ে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক নদী

চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা চাইলো বাংলাদেশ

চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা চাইলো বাংলাদেশ

হাসিনাকে ফেরানো নিয়ে যা জানালো ভারত

হাসিনাকে ফেরানো নিয়ে যা জানালো ভারত

প্রথমে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরাতে রাজি মিয়ানমার

প্রথমে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরাতে রাজি মিয়ানমার