১৫ মাস পর সাদা পোষাকে রাহানে
২৫ এপ্রিল ২০২৩, ১১:৪৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৫ পিএম

ভারতীয় ক্রিকেটের দিকবদলের নেতা সৌরভ গাঙ্গুলী সব সময়ই বলতেন- ‘কোনো ব্যাটসম্যানের মান কেমন তা বুঝতে হলে, তাকে স্বাধীনভাবে, যথেষ্ঠ সুযোগ দিতে হবে উপরের দিকে। নিচের দিকে খেললে প্রতিভার বিকাশ হয় না’। এই ব্যক্তবের রেশ ধরেই আজিঙ্কা রাহানের দিকে এবার একটু চোখ দেওয়া যাক। এই ডান হাতির ব্যাটিংয়ের ধরণটা সব সময়ই ছিল অভিজাত। তবে নির্দিষ্ট দায়িত্ব চাপিয়ে তাকে মিডেল অর্ডারে ব্যাটিংয়ে পাঠানো হতো। তাই দুর্দান্ত প্রতিভাকে কখনো সেভাবে পূর্ণতা দেয়া হয়নি রাহানের। মাঝে মাঝে চোখ ধাঁধিয়েছেন, আবার হারিয়ে গেছেন। আইপিএলে এবারের নিলামে চেন্নাই ছাড়া অন্য কোন দলই তার প্রতি সেভাবে আগ্রহ প্রকাশ করেনি। সেই রাহানে চেন্নাই কাপ্তান মহেন্দ্র সিং ধনীর ‘যেমন খুশি তেমন খেলো সার্টিফিকেট’ পেয়ে, চলমান আইপিএলের সবচেয়ে নান্দনিক পারফর্মারে পরিণত হয়েছেন। আর সেই ব্যাটিং ঝলকেই দীর্ঘ ১৫ মাস পরে আবারও ভারতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন এই ৩৪ বছর বয়সী ব্যাটার।
আগামী ৭ জুন থেকে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য গতকাল যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই), সেখানে চমক হয়েই এসেছে রাহানের প্রত্যাবর্তন। যদিও চলমান আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৫ ইনিংসে ১৯৯ স্ট্রাইকরেটে ২০৯ রান করেছেন এই ৩৪ বছর বয়সী ব্যাটার। তাছাড়া এবারের রঞ্জি ট্রফিতেও মুম্বাইয়ের হয়ে ১১ ইনিংসে ৫৭.৬৩ গড়ে ৬৩৪ রান করেছেন রাহানে। রাহানের চলমান ফর্ম এতটাই জ্বলজ্বলে যে, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এউইন মরগান তার ব্যাটিংয়ের এই ধরণকে তুলনা করেছেন ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে!
উল্লেখ্য গত বছরের জানুয়ারিতে কেপটাউন টেস্টের পর আর ভারতের টেস্ট দলে খেলা হয়নি রাহানের। ওয়ানডে তো সেই ২০১৮ সালের ফেব্রæয়ারির পর থেকেই খেলা হয়নি, আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্মৃতি আরও পুরোনো - ২০১৬ সালের আগস্টে খেলেছেন সর্বশেষ ম্যাচ। কেবল ফর্মের জন্যই যে রাহানের দলে প্রত্যাবর্তন ব্যাপারটা ঠিক তা নয়। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ারদের চোটের কারণে দলের বাহিরে থাকাটাও একটা কারণ বটে। তা ছাড়া টেস্টটা ইংল্যান্ডের মাটিতে, সেখানে অভিজ্ঞ কাউকেই চাইছে ভারত।
ফাইনালের জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর প‚জারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শ্রীকার ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইউক্রেন সঙ্কটের রাজনৈতিক সমাধানে রিয়াদের সমর্থন পুনর্ব্যক্ত

ট্রুডোর বিদায়, কানাডার ক্ষমতায় কার্নি

এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায় :তারেক রহমান

মানুষ জামায়াতকে নেতৃত্বে দেখতে চায় -মাওলানা রফিকুল ইসলাম খান

আ’লীগ ১৭ বছরে বিএনপিকে একটি ইফতার মাহফিলও করতে দেয়নি- ফখরুল ইসলাম

পারিবারিক বন্ধন জোরদার করুন

খাল কেটে কুমির আনার পরিণতি

জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে ঃ মিয়া গোলাম পরওয়ার

নারীর উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে হবে

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

পঞ্চগড় থেকে একজন প্রধানমন্ত্রী হবেন, আশা সারজিসের

প্রশ্ন : আমার মা গত ২০১৭ সালে দীর্ঘ দিন কিডনি, ক্যান্সারসহ নানা জঠিল রোগে ভুগে আমার উপর বেশ রাগ, অভিমান নিয়ে মারা গেছেন। মা খুব অসহায় অবস্থায় মারা যান। বড় সন্তান হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করিনি। অনেক অবহেলা করেছি, রাগারাগি করেছি, তার চিকিৎসাও ঠিকমতো করিনি। আমি এখন খুব মর্মাহত, ক্ষমা পাওয়ার উপায় আছে কি?

কুরআনের মাস রমজান

মাহে রমজানে তাহাজ্জুদ নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম

তাকওয়া অর্জন ও গুনাহ থেকে পরিত্রাণের মাস রমজান

কুরআনের মাসে হোক কুরআনপ্রীতি

ফেসবুকে পড়শীর রান্নার রেসিপি

নতুন শিল্পীর সাথে গাইলেন আসিফ আকবর

বরখাস্ত কর্মীদের পুনর্বহাল করতে নির্দেশ মার্কিন আদালতের

পাকিস্তানের হানিয়া আমিরের বালিউড যাত্রা