রোনালদোর সউদী অধ্যায় কি ফুরালো!
২৫ এপ্রিল ২০২৩, ১১:৪৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৩ পিএম
সুপার কাপ থেকে আগেই ছিটকে গেছে আল নাসর। সউদী প্রো লিগের শীর্ষস্থানও নেই তাদের দখলে। এবার কিং কাপ থেকেও বিদায় ঘটেছে তাদের। এতে দলটির পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে চোখ রাঙাচ্ছে অনাকাক্সিক্ষত এক অভিজ্ঞতা। ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবারের মতো ক্লাব পর্যায়ে টানা দুটি মৌসুম শিরোপাহীন থাকতে হতে পারে তাকে।
এখন পর্যন্ত মাত্র তিনবার শিরোপাহীন মৌসুম কাটিয়েছেন ৩৮ বছর বয়সী রোনালদো। ২০০৪-০৫ মৌসুমে ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, ২০০৯-১০ মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ও গত ২০২১-২২ মৌসুমে ফের ইউনাইটেডের হয়ে। তবে পরপর দুই মৌসুম শিরোপা ছাড়া কাটাননি তিনি। চলমান ২০২২-২৩ মৌসুমে আল নাসরের এই মুহূর্তের যে পরিস্থিতি, তাতে সেই অচেনা তিক্ত স্বাদ নেওয়া হয়ে যেতে পারে তার।
গতপরশু রাতে কিং কাপের সেমিফাইনালে আল ওয়েহদার কাছে ১-০ গোলে হেরেছে আল নাসর। রিয়াদের আল আওয়াল পার্কে বল দখল আর আক্রমণে এগিয়ে থেকেও একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ম্যাচের ৫৩তম মিনিটে লাল কার্ড দেখে আব্দুল্লাহ আল হাফিথ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আল ওয়েহদা। কিন্তু একজন কম নিয়েও শেষ পর্যন্ত লিড ধরে রেখে আল নাসরকে পরাস্ত করেছে তারা। ম্যাচের ২৩তম মিনিটে জ্যাঁ-ডেভিড বুগেলের গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধ শেষ করে আল নাসর। সেসময় আরও এক দফা মেজাজ হারান রোনালদো। মাঠ ছাড়ার সময় নিজ দলের কোচিং স্টাফদের উদ্দেশ্যে রাগত স্বরে কথা বলতে দেখা যায় তাকে। তখন তার শরীরী ভাষাতেও অসন্তোষ ছিল স্পষ্ট। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় একজন বেশি নিয়ে খেলেও সমতায় ফিরতে পারেনি আল নাসর। ম্যাচের ৮২তম মিনিটে রোনালদো গোল করার খুব কাছে পৌঁছেছিলেন। তবে ডি-বক্সের ভেতর থেকে তার বাঁ পায়ের শট বাধা পায় ক্রসবারে। এর আগে গত জানুয়ারিতে সুপার কাপেও সেমিফাইনালে শেষ হয় আল নাসরের অভিযান। আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। সেই ইত্তিহাদই রয়েছে প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ২৩ ম্যাচে তাদের অর্জন ৫৬ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আল নাসর। লিগে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে তারা। গত ১৯ এপ্রিল স্বাগতিক আল হিলাল তাদের বিপক্ষে জিতেছে ২-০ গোলে।
গত বছরের ডিসেম্বরের শেষদিকে বিপুল অঙ্কের বেতন-ভাতায় আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। সউদী আরবের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। সবগুলো গোলই এসেছে প্রো লিগে। যে আল ওয়েহদার কাছে হেরে কিং কাপ থেকে ছিটকে গেছে আল নাসর, গত ফেব্রæয়ারিতে সেই তাদের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে সবগুলো গোল করেছিলেন রোনালদো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন