ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

রিয়ালের হারে শিরোপার সুবাস পাচ্ছে বার্সা

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৩ মে ২০২৩, ১০:১৯ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১২:০০ এএম

স্প্যানিশ লা লিগার শিরোপা সেই কবে নিশ্চিত হয়ে যেত বার্সালোনার! তবে শেষ কয়েক ম্যাচে পয়েন্ট হারিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল চালিয়েছে কাতালান জায়ান্টরা। তাই তো বার্সার জন্য এ মুহূর্তে একটি করে জয় মানে লিগ শিরোপার কাছাকাছি ঘেঁষতে থাকা। পরশু রাতে ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে নেমেছিল জাভি হার্নান্দেজের দল। তারা আগ্রাসী ফুটবল উপহার দিতে না পারলেও জর্দি আলবা ঠিকই এনে দিলেন সোনার হরিণ গোল। তাতেই ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে বার্সালোনা পৌছাল শিরোপা জয়ের অভীষ্ট লক্ষ্যের আরও কাছে।
ন্যু ক্যাম্পে ওসাসুনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে কোন শট রাখতে পারেনি কাতালানার। ২০২১ সালের নভেম্বরে জাভি বার্সার ডাগআউটে আসার পর প্রথমবারের মতো ন্যু ক্যাম্পে ম্যাচের মধ্যবিরতির আগে লক্ষ্যে শট রাখতে পারেনি তারা। যদিও ম্যাচের ২৬ মিনিটে দশজনের দলে পরিণত হয়ে বড় ধাক্কা খায় ওসাসুনা। বল নিয়ে ডি বক্সের দিকে ছুটে যাওয়া পেদ্রি গঞ্জালেসকে হাত ধরে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওসাসুনার ডিফেন্ডার হোর্হে হেরান্দো। কিন্তু দশজনের ওসাসুনাকে পেয়েও সুবিধা করতে পারছিল না স্বাগতিকরা।
বার্সার জন্য বাড়তি সমস্যা হিসেবে যোগ হয়েছিল ওসাসুনা গোলরক্ষক আইতোর ফার্নান্দেজের অতিমানবীয়তা। গোটা ম্যাচে অন্তত ৬টি দুর্দান্ত সেভ করেছেন তিনি। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে ওসাসুনার প্রতিরোধ ভাঙতে সমর্থ হয় জাভির শিষ্যরা। ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে আলবার আড়াআড়ি ভলি খুঁজে নেয় ওসাসুনা জাল। শেষ পর্যন্ত ওই ১-০ ব্যবধানেই জয়ের মাধ্যমে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১৪-তে বাড়িয়ে নিল কাতালানরা। তাই ম্যাচ শেষে স্বস্তির নিশ্বাস ফেলা বার্সা বস জাভি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ জয়, কারণ ডেডলক ভাঙতে আমাদেরকে বেশ ভুগতে হয়েছে। লিগ এখন প্রায় শেষ। আমরা লক্ষ্যের কাছে পৌঁছে গেছি। শিরোপার পথে আরেকটি বড় পদক্ষেপ এই জয়।’
একই রাতে রিয়াল সোসিয়েদাদের মু্খােমুখি হয় রিয়াল মাদ্রিদ। চোটের কারণে প্রায় খর্বশক্তির দল নিয়ে মাঠে নামে লস ব্ল্যাঙ্কোসরা। ঠিক আধা ঘন্টা আগে শেষ হওয়া ম্যাচে কষ্টের জয়ে নিজেদের কাজ সেরে রেখেছিল বার্সেলোনা। তাই ব্যবধান কমিয়ে শিরোপা ধরে রাখার ক্ষীণ সম্ভাবনাটুকু বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না কার্লো আনচেলত্তির দলের। তবে সোসিয়াদের বিপক্ষে ২-০ গোলে হেরে এই মৌসুমের শিরোপা জয়ের শেষ সম্ভাবনাটুকুও নষ্ট করল রিয়াল।
সোসিয়াদের মাঠে রিয়াল খেলতে নেমেছিল করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মডরিচ ও ডেভিড আলাবাদের ছাড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে দুই দলের লড়াই দারুণভাবে শুরু হলেও ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে সোসিয়েদাদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি রিয়াল। বিরতির পর দ্বিতীয় মিনিটেই স্বাগতিকদের বিপক্ষে পিছিয়ে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
রক্ষণভাগের সুযোগ নিয়ে সাবেক রিয়াল ফুটবলার তাকেফুসা কুবো এগিয়ে দেন স্বাগতিকদের। লা লিগার ইতিহাসে জাপানের প্রথম খেলোয়াড় হিসেবে রিয়ালের জালে গোল করলেন কুবো। তাছাড়া এই মৌসুমে ৩০ ম্যাচে ৮ গোল ও ৫ এসিস্ট পাওয়া এই ২১ বছর বয়সী উইঙ্গার লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করা জাপানি খেলোয়াড়।
পিছিয়ে থাকা আনচেলত্তির শিষ্যরা ৬১ মিনিটে আরও বড় ধাক্কা খায়। মাত্র ৭ মিনিটের ব্যবধানে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ রাইটব্যাক দানি কার্ভাহাল। দশজনের দলে পরিণত হয়ে রিয়াল আর ম্যাচে ফিরতে পারেনি। উল্টো ৮৫ মিনিটে অ্যান্ডার বারেনেটিয়ার গোলে সোসিয়েদাদ ব্যবধান দ্বিগুণ করে। শেষ পর্যন্ত লা লিগায় তিন ম্যাচে দ্বিতীয় এবং সব মিলিয়ে সপ্তম হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
রিয়ালের এ হারে বার্সেলোনার লিগ শিরোপা জয় এখন শুধুই সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানে রয়েছে কাতালানরা। সমান সংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৬৮ পয়েন্ট। লস ব্ল্যাঙ্কোসরা আর একটি ম্যাচ হারলেই চার বছর পর আবার লা লিগার শিরোপা ঘরে তুলবে বার্সা। কারণ দুই দলের বর্তমানে আর ৫টি ম্যাচ বাকি থাকায় জাভির দলকে আর ধরতে পারবে না রিয়াল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

গারো পাহাড়ের বালু খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের সতর্কবার্তা

গারো পাহাড়ের বালু খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের সতর্কবার্তা

রেকর্ডের মালা গেঁথে দ. আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

রেকর্ডের মালা গেঁথে দ. আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ