ইংল্যান্ডকে নিজেদের ‘ব্র্যান্ড’ চেনালো আফগানিস্তান
১৬ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ০৯:১০ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন এবং ‘বাজ’ ক্রিকেট ব্র্যান্ডের প্রবর্তক ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের ‘ব্র্যান্ড’ চেনালো আফগানরা। টুর্নামেন্টে টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে কাঙ্খিত জয়ের দেখা পেল তারা। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তান ৫৭ বল হাতে রেখেই ৬৯ রানে হারায় ইংল্যান্ডকে। আগে ব্যাট করে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও উইকেটেরক্ষক ব্যাটার ইকরাম আলিখিলের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৪৯.৫ ওভারে ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪০.৩ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ফলে বড় জয় তুলে নেয় হাশমতুল্লাহ শহিদীর দল।
ইংলিশদের বিপক্ষে নিজেদের যোগ্যতা প্রমাণ করলেন আফগান ব্যাটার-বোলাররা। তবে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান ম্যাচের শুরুটা যেভাবে করেছিল, শেষটা সেভাবে হয়নি। মূলত মিডল অর্ডারে যে ধ্বস নেমেছিল, তাতে শেষ পর্যন্ত আড়াইশ’ রানও হবে কি না তা নিয়ে এক সময় সংশয় দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ইকরাম আলিখিল এবং মুজিব-উর রহমানের ঝাড়ো ব্যাটিংয়ে ভর করে তিনশ’র কাছাকাছি যেতে পেরেছে আফগানিস্তান। বোলিংয়েও তাদের স্পিনাররা ছিলেন অপ্রতিরোধ্য। ইংল্যান্ডের ব্যাটারদের স্পিন জাদুতে ধরাশায়ি হন বিশ্বমানের ইংলিশ ব্যাটাররা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে এটাই প্রথম জয় আফগানিস্তানের। এছাড়া বিশ^কাপে টানা ১৪ ম্যাচে হারের বৃত্ত থেকে বেরিয়ে প্রথম জয়ের স্বাদ পেল তারা। সেই সঙ্গে ইংল্যান্ডকে হারিয়ে আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে প্রথম জয় তুলে নিলেন রশিদ, মুজিব, নবীরা। এর আগে ২০১৫ বিশ্বকাপে সহযোগি সদস্য স্কটল্যান্ডকে হারিয়েছিল আফগানরা।
টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার আফগান দলপতি হাশমতুল্লাহ শহিদীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের টর্নেডো ব্যাটিংয়ের ওপর ভর করে অসাধারণ সূচনা করে আফগানিস্তান। কিন্তু ১১৪ থেকে ১২২ রানের মধ্যে ৩ উইকেটের পতন হলে থমকে যায় তাদের ইনিংস। তবে ছয় নম্বরে খেলতে নেমে ইকরাম আলিখিল হাফসেঞ্চুরি করায় লড়াকু পুঁজি পায় আফগানরা।
আফগানিস্তানের প্রথম ১৫টি ওভার যেন স্বপ্নের মত কেটেছিল। এই ওভারগুলোতে তারা বিনা উইকেটে রান তুলেছে ১১৪। ইংল্যান্ডের মত দলের বিপক্ষে এমন স্বপ্নের শুরু করতে পেরে উজ্জীবত ছিলেন আফগান ব্যাটাররা। কিন্তু এই সুখস্মৃতি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। একে একে তিনটি উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়েই পড়ে যায় আফগানিস্তান। প্রথমে ১৬.৪ ওভারে দলীয় ১১৪ রান ইব্রাহিম জাদরান আউট হন আদিল রশিদের বলে। তিনি ৪৮ বল খেলে ৩ চারের মারে করেন ২৮ রান। ১৮.৪ ওভারে দলী ১২২ রানে রহমত শাহ আউটন হন গেন রশিদের বলেই। করেন ৮ বলে মাত্র ৩ রান। পরের বলেই তিন নম্বর ব্যাটার হিসেবে রানআউট হন দুর্দান্ত ব্যাটিং করা রহমানুল্লাহ গুরবাজ। ১৯তম ওভারের পঞ্চম বলে হাশমতউল্লাহ শহিদী ব্যাট করছিলেন। আদিল রশিদের বলঠেলে দিয়েই দ্রুত একটি রান নিতে যান তিনি। মিড উইকেটে ফিল্ডার ছিলেন ডেভিড উইলি। তিনি বল থ্রো করেন ব্যাটিংপ্রান্তে। বল ধরেই উইকেট ভেঙ্গে দেন জস বাটলার। সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় গুরবাজের ৫৭ বলে ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ইনিংসে ৮ চার ও ৪ ছক্কার মার ছিল। পরপর দুই বলে দু’টি উইকেট হারিয়েই ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান। লড়াইয়ে নিজেদেরকে চালকের আসনে নিয়ে আসে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নামার পর আফগানিস্তানের ক্রিকেটারদের ঠিক ‘আফগান যোদ্ধাদের’ মতো মনে হচ্ছিল না। এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা যেভাবে বোলারদের পিটিয়েছিল, ঠিক তেমনটাই ইংলিশ বোলারদের পেটান রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। তাদেরকে বিচ্ছিন্ন করে দলকে ম্যাচে রাখেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। রহমত শাহ আউট হওয়ার পর ফেরেন আজমতুল্লাহ ওমরজাই। তিনি ২৪ বলে একটি করে চার ও ছয়ের মারে ১৯ রান করে আউট হন। তখন আফগানিস্তানের দলীয় সংগ্রহ ছিল ২৬ ওভারে ১৫২ রান। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদীও বেশিক্ষণ খেলতে পারেননি। ৩২.১ ওভারে দলীয় ১৭৪ রানে ৩৬ বল খেলে মাত্র ১৪ রানে আউট হন তিনি। মোহাম্মদ নবী আউট হন ৯ রান করে। ২২ বলে ২৩ রান করে ফেরেন রশিদ খান। ৪৮ ওভারে আফগানদের সংগ্রহ যখন ২৭৭ রান তখনই ড্রেসিংরুমের পথ ধরেন ইকরাম আলিখিল। টপলে’র বলে আউট হওয়ার আগে ৬৬ বলে ৩ চার ও দুই ছক্কায় ৫৮ রান করেন আলিখিল। তবে শেষ মুহূর্তে ঝড় তলেন মুজিব-উর রহমান। ১৬ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ২৮ রান করেন তিনি। নাভিন-উল হক রানআউট হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয় আফগানদের ইনিংস। তখনও একটি বল বাকি ছিল তাদের। ৪২ রানে ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন আদিল রশিদ। ৫০ রানে ২ উইকেট পান মার্ক উড।
লক্ষ্য তাড়ায় নেমে আফগান স্পিনের সামনে যেন খেই হারিয়ে ফেলে ইংলিশ ব্যাটাররা। মুজিব-উর রহমান, রশিদ খান এবং মোহাম্মদ নবীর মায়াবি ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
বেলিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন বাঁ হাতি পেসার ফজল হক ফারুকি। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। বেয়ারস্টো সঙ্গে সঙ্গে রিভিউ নিলেও বাংলাদেশ আম্পায়ার সৈকতের বিচক্ষণ সঠিক সিদ্ধান্তকেই বহাল রাখেন টিভি আম্পায়ার। শুরুতেই উইকেট হারিয়ে যেন বিপদেই পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড মালান ও জো রুট কিছুটা বিপর্যয় সামাল দেন ৩০ রানের জুটি গড়ে। কিন্তু ৭ম ওভারেই সেই জুটি ভাঙেন স্পিনার মুজিব। তার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হন আগের দুই ম্যাচে অর্ধশতক করা রুট।
প্রথম পাওয়ারপ্লেতে ৫২ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। ১৩তম ওভারে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালানকে আউট করে আবারো ইংল্যান্ডকে ব্যাকফুটে ফেলেন অফ স্পিনার মোহাম্মদ নবী। ১৫০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামা এই বোলারের বলে মালান শর্ট এক্সট্রা কাভারে ইব্রাহিম জারদানের হাতে ধরা পড়েন। ৯০ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক জস বাটলারকেও হারায় তারা। নাভিন-উল হকের অসাধারণ এক ইন সুইং ডেলিভারিতে বোল্ড আউট হন বাটলার। মাত্র ১৮ বলে ৯ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। বাটলারের আউটের দুই ওভার পরেই রশিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন লিভিংস্টোন। ১১৭ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ডের এক পাশে যখন ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল চলছিল ঠিক অন্যপাশে আফগান বোলারদের উপর চড়াও হচ্ছিলেন হ্যারি ব্রুক। তুলে নিনে অর্ধশতকও। ইনিংসের ২৮তম ওভারে আবারো ব্রেক থ্রু এনে দেন স্পিনার নবী। এবার তার বলে স্লিপে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন স্যাম কারান। ক্রিস ওকসও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৬ বলে মাত্র ৯ রান করার পর ৩৩তম ওভারে তিনিও শিকার হন মুজিবের। মুজিবের বোলিংয়ের কারিশমা তখনও শেষ হয়নি। এরপরের ওভার করতে এসেই ইংল্যান্ডের এই ম্যাচের সেরা ব্যাটার ৬১ বলে ৬৬ রান করা ব্রুককে আউট করলে কার্যত ইংলিশদের জয়ের আশা সেখানেই শেষ হয়ে যায়। এরপর শেষের দিকে আদিল রশিদ ২০, মার্ক উড ১৮ ও রিস টপলি ১৫ রান করলেও তা ম্যাচ জয়ের মত যথেষ্ট ছিল না। মার্ক উড আউট হওয়ার পরই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস।
আফগানিস্তানের মুজিব ও রশিদ যথাক্রমে ৫১ ও ৩৭ রানে পান ৩টি করে উইকেট। নবী ১৬ রানে নেন ২ উইকেট। ম্যাচসেরা হন মুজিব-উর রহমান। তিনি নিজের ম্যাচসেরার ট্রফি আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের উৎসর্গ করেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন