বাঁচতে হলে জিততেই হবে

Daily Inqilab জাহেদ খোকন

২৮ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম

মাঠের পারফরম্যান্স তো যাচ্ছে তাই, বিশ্বকাপ চলাকালে মাঠের বাইরেও নানা ইস্যুতে সমালোচিত বাংলাদেশ দল। বিশেষ করে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে দলে না রাখা, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে ইংল্যান্ড ম্যাচে সুযোগ না দেয়া, ওপেনার লিটন কুমার দাসের ‘সাংবাদিক খেদাও’ কা-, বিশ্বকাপের প্রতি ম্যাচেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন এবং দলকে ভারতে রেখে অধিনায়ক সাকিবের হঠাৎ করে দেশে ফেরা। এসব ইস্যুতে টিম বাংলাদেশের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে ঠিকই তখনই তাদের সামনে পড়ছে নেদারল্যান্ডস। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে টিকে থাকতে হলে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তাই বলা চলে বাঁচতে হলে ডাচদের বিপক্ষে ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। বাঁচা মরার এ লড়াইয়ে আজই নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে টিম বাংলাদেশ। ভারতের কলকতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ হেরে প্রায় বিধ্বস্ত বাংলাদেশ দল। অথচ বিশ্বকাপ শুরুর আগে দেশের ক্রিকেটপ্রেমীদের আশা ছিল ভারতে এবার কিছু একটা করে দেখাবে টাইগাররা। ‘কিছু একটা’ করা তো দূরের কথা, পাঁচ ম্যাচের চারটিতেই লড়াই করতে পারেনি বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর একে একে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্সআপ নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করেন সাকিব আল হাসানরা। বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে হতাশ সবাই। ডাচ বাধা টপকাতে না পারলে সাকিবদের ভাগ্যে যে কি আছে তা অনুমেয়।

এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে আসর শুরু করলেও পরের টানা চার ম্যাচে হারের লজ্জা পেয়ে পয়েন্ট টেবিলের নীচের দিকে জায়গা পেয়েছে বাংলাদেশ। অভিজ্ঞতা এবং শক্তির বিচারে নেদারল্যান্ডসের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে টাইগাররা। চলতি বিশ^কাপে এখন পর্যন্ত ১টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাচদের ৩৫ রানের জয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অঘটন হিসেবে বিবেচিত হচ্ছে। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের সমান ২ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে তলানিতে রয়েছে ডাচরা। আর দশ দলের টুর্নামেন্টে অষ্টম স্থানে আছে বাংলাদেশ।

ভিন্ন দুই প্রতিপক্ষের কাছে শোচনীয় হারের স্বাদ নিয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। নিজেদের পঞ্চম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৩০৯ রানে হেরে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় বড় হারের স্বাদ পায় নেদারল্যান্ডস। অন্য দিকে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। যদিও সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এবার বিশ^কাপ শুরু করে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচের পর টানা ব্যর্থতায় বাংলাদেশের স্বপ্ন ফিকে হয়ে গেছে। কাগজে-কলমে দু’টি ম্যাচ জয়ের ক্ষেত্রে পরিষ্কারভাবে ফেভারিট টাইগাররা। ইতোমধ্যে আফগানিস্তানকে হারিয়েছে তারা। এবার নেদারল্যান্ডসকে হারালে বাংলাদেশের কোটা পূরণ হবে।

ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক হয়ে বাংলাদেশ ২০১১ বিশ্বকাপে একবার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। ওই ম্যাচে ডাচদের ৪৬.২ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট করে দিয়ে ৬ উইকেটে জয় পেয়েছিল টাইগাররা। এ ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছিলেন বর্তমান দলে থাকা সাকিব, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু ২০১০ সালে ডাচদের সঙ্গে প্রথম দেখাতে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আজকের ম্যাচটি এই ফরম্যাটে দু’দলের তৃতীয় লড়াই। স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া জয় থেকে অনুপ্রেরণা খুঁজবে নেদারল্যান্ডস। যেকারণে আরও একবার অঘটনের জন্ম দিতে চাইবে ডাচরা। অন্যদিকে নিজেদের সম্মান টিকিয়ে রাখতে, সমর্থকদের স্বস্তি দিতে ও সব সমালোচনাকে দূরে ঠেলতে বিশ্বকাপে হারের বৃত্ত ভাঙতে মরিয়া বাংলাদেশ। তাই আজকের ম্যাচে টাইগাররা জ্বলে উঠে জয় পেতে চাইবে। এটা করতে হলে তাদেরকে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।

নেদারল্যান্ডস ম্যাচের আগে নিজের ভুল-ক্রুটিগুলো শুধরাতে শৈশবের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে কাজ করতে ঢাকায় এসেছিলেন বিশ^কাপে খারাপ সময় পাড় করা সাকিব। ইতোমধ্যে কললকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। নিজের পরামর্শদাতার সঙ্গে দীর্ঘ সময় কাজ করার পর, সাকিব এবার ফর্মে ফিরতে পারেন কিনা সেটিই দেখার বিষয়। যদিও গত ২৬ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় ‘ভুয়া, ভুয়া’ বলে সাকিবকে দুয়োধ্বনি দেয় ভক্তরা। চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সে ভক্তরা কতটা হতাশ তারই প্রমাণ মেলে এ ঘটনায়। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো ফল নিশ্চিতভাবেই দেশের ক্রিকেটের জন্য যে অশনি সংকেত তা বলার অপেক্ষা রাখেনা। সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহরা এই অশনি সংকেত কিভাবে কাটাবেন সেটাই দেখার অপেক্ষায় আছেন বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমী।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস