রুদ্ধশ্বাস জয়ে সেমির পথে অস্ট্রেলিয়া

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল পাকিস্তান। গত ১০ অক্টোবর শ্রীলঙ্কার দেয়া ৩৪৫ রান টপকে গিয়েছিলেন বাবর আজমরা। এবার বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তার চেয়ে আরও বড় লক্ষ্য পেরোনোর পথেই ছিল নিউজিল্যান্ড। কিন্তু জয়ের দ্বারপ্রান্তে গিয়ে হতাশায় পুড়তে হয়েছে কিউইদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে ভালোভাবেই টিকে রইল অস্ট্রেলিয়া। গতকাল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে আগে ব্যাট করে দুই ওপেনার ট্রাভিস হেডের সেঞ্চুরি ও ডেভিড ওয়ার্নারের হাফসেঞ্চুরিতে ৪৯.২ ওভারে ৩৮৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি এবং ড্যারিল মিচেল ও জিমি নিশামের হাফসেঞ্চুরির উপর ভার করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৮৩ রান তোলে নিউজিল্যান্ড। ফলে ৭৭১ রানের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ হাসি হাসে অস্ট্রেলিয়া।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। দু’জন মিলে ১৭৫ রানের বিশাল জুটি গড়েন ১৯.১ ওভারে। ৬৫ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৮১ রান করে আউট হন ওয়ার্নার। ট্রাভিস হেড মাত্র ২৫ বলে ৬ চার ও ৪ ছয়ের মারে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৫৯ বলে ১০ বাউন্ডারি ও ৬ ছক্কায় করেন সেঞ্চুরি। ২৩.২ ওভারে দলীয় ২০০ রানে গ্লেন ফিলিপসের বলে বোল্ড হন ট্রাভিস হেড। ফেরার আগে ৬৭ বলে ১০ বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মারে করেন ১০৯ রান। ইনজুরির পরও কেন তাকে দলে রাখা হয়েছিল, তা প্রমাণ করে দিলেন ট্রাভিস। হাতের ইনজুরির কারণে অস্ট্রেলিয়া দলের সঙ্গে প্রথমে ভারতেও আসেননি তিনি। নিজের দেশে থেকেই ইনজুরি মুক্ত হওয়ার চেষ্টা করেন। ইনজুরি মুক্ত হয়ে অবশেষে বিশ্বকাপে এসে দলের সঙ্গে যোগ দিয়ে প্রথম সুযোগেই তুলে নিলেন সেঞ্চুরি। দুই অজি ওপেনারের ঝড় দেখে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়াটা ভুল হয়ে গেলো কি না, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম? তবে তাকে স্বস্তি দেন শেষের বোলাররা। বিশেষ করে ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্টের আগুন বোলিংয়ে শেষের দিকে দ্রুত উইকেট হারায় অজিরা। ট্রাভিস হেড এবং ওয়ার্নারের জুটিই অস্ট্রেলিয়াকে বড় ইনিংস গড়তে সাহায্য করে। পরের ব্যাটাররা খুব বড় কোনো স্কোর গড়তে পারেননি। মিচেল মার্শ ৫১ বলে করেন ৩৬ রান। স্টিভ স্মিথ ১৭ বলে ১৮, মার্নাস লাবুশেন ২৬ বলে ১৮, গ্লেন ম্যাক্সওয়েল ২৪ বলে ৪১, জস ইংলিস ২৮ বলে ৩৮ এবং অধিনায়ক প্যাট কামিন্স ১৪ বলে ৩৭ রান করেন। নিউজিল্যন্ডের ৩টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও গ্লেন ফিলিপস যথাক্রমে ৭৭ ও ৩৭ রানে পান ৩টি করে উইকেট। মিচেল সান্তনার ৮০ রানে ২ উইকেট।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৩১ বলেই ৫০ তুলে ফেলেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে এবং উইল ইয়ং। তবে জশ হ্যাজলউড পরপর দুই ওভারে দু’জনকে বিদায় করে দিলে নিউজিল্যান্ডের রানের গতি কিছুটা কমে যায়। এরপর নিউজিল্যান্ডকে মূলত জয়ের পথে ধরে রাখেন রাচিন রবীন্দ্র। তিনে নামা এই বাঁ-হাতি ব্যাটার প্রথমে ড্যারিল মিচেল, এরপর অধিনায়ক টম ল্যাথামকে নিয়ে দু’টি পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন। সতীর্থদের আসা-যাওয়া মিছিলেও ৪১ ওভার পর্যন্ত একপ্রান্তে টিকেছিলেন রবীন্দ্র। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলা এই বাঁ-হাতি এবার থামেন ১১৬ রানে। প্যাট কামিন্সকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে মারনাস লাবুশেনের ক্যাচ হন তিনি। তার আগে ৮৯ বলের ইনিংসে মারেন ৯টি চার ও ৫টি ছয়। বিদায়ের আগে কিউইদের হয়ে বিশ্বকাপে দ্রুততম (৭৭ বল) সেঞ্চুরির রেকর্ড গড়েন রবীন্দ্র। রবীন্দ্র আউট হওয়ার পর নিউজিল্যান্ডকে শেষের রোমাঞ্চে নিয়ে যান নিশাম। রান আউট হওয়ার আগে ৩টি করে চার ও ছয়ের মারে ৩৯ বলে ৫৮ রান করেস এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়া ৫১ বলে ৫৪ রান করেন ড্যারিল মিচেল। অজিদের হয়ে ৭৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যাডাম জাম্পা। হ্যাজলউড ৭০ ও কামিন্স ৬০ রানে পান ২টি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার পান ট্রাভিস হেড।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার