বাজে আম্পায়ারিংয়েই হেরেছে পাকিস্তান!
২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম
বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম টানা চার ম্যাচ হেরেছে পাকিস্তান। সেটাও এসেছে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হৃদয়ভাঙা ১ উইকেটের হারে। এমনিতে ছন্দহীন সময় কাটছে পাকিস্তানের। কিন্তু গতকালের হারের দায় সেভাবে কেউ বাবর আজম-শাদাব খানদের দিচ্ছেন না। অনেকেই মনে করছেন, ইংলিশ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফের একটি সিদ্ধান্তই হারিয়েছে পাকিস্তানকে।
পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা তো ওয়ার্ফের সমালোচনা করছেনই, এবার যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। হরভজন সিং ও ইরফান পাঠান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, চেন্নাইয়ে পাকিস্তান হেরেছে মূলত ওয়ার্ফের সিদ্ধান্তের কারণেই। ইংলিশ আম্পায়ারের ওই সিদ্ধান্তকে ভুল বলার উপায় নেই। রান তাড়ায় নামা প্রোটিয়া ইনিংসের ৪৬তম ওভারে হারিস রউফের শেষ বলটি তাব্রাইজ শামসির প্যাডে লেগেছিল। পাকিস্তান এলবিডব্লিউর আবেদন করলে সাড়া দেননি ওয়ার্ফ। দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট জুটি হওয়ায় মরিয়া পাকিস্তান রিভিউ নেয়। বল ট্র্যাকিং দেখায়, রউফের ইনসুইং লেগ স্টাম্প ছুঁয়ে গেলেও সেটি মাঠের সিদ্ধান্ত বদলানোর জন্য যথেষ্ট নয়। আম্পায়ার্স কলে বেঁচে যান শামসি, শেষ পর্যন্ত থেকে দলকে জিতেই মাঠ ছাড়েন তিনি। এ নিয়ে টুইটারে (বর্তমানে এক্স) ভারতের সাবেক স্পিনার হরভজন লিখেছেন, ‘বাজে আম্পায়ারিং এবং বাজে নিয়মের মূল্য দিয়েছে পাকিস্তান। আইসিসির উচিত এই নিয়ম পরিবর্তন করা। বল যদি স্টাম্পে লাগে, তাহলেই আউট। তা সেটা আম্পায়ার দেন আর না-ই দেন। এটাই হওয়া উচিত, আর না হলে প্রযুক্তি কেন?’ ভারতের সাবেক পেসার ইরফান পাঠান বলেছেন, ‘দুটি সিদ্ধান্ত পাকিস্তানের বিপক্ষে গেছে। ওয়াইড আর এলবিডব্লিউ। এই বিশ্বকাপের নিখুঁত একটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভাগ্যের ছোঁয়া পেয়েছে বলেই মনে হচ্ছে।’
হরভজনকে অবশ্য দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ মনে করিয়ে দিয়েছেন, আম্পায়ার্স কলের জন্যই রেসি ফন ডার ডুসেন কাল আউট হয়েছিলেন, ‘ভাজ্জি, আম্পায়ার্স কল নিয়ে আমি তোমার সঙ্গে একমত। রেসি এবং দক্ষিণ আফ্রিকা দলেরও একই অনুভূতি হতে পারে।’ ম্যাচ শেষে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকেও। পাকিস্তান অধিনায়ক অবশ্য বিতর্কে যেতে চাননি, ‘ডিআরএস খেলারই অংশ। তবে ওটা যদি (আম্পায়ার) আউট দিতেন, সেটা আমাদের পক্ষে যেত। আম্পায়ার্স কল যেটা হয়ে গেছে, সেটা খেলারই অংশ।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার