সাকিবের দুঃস্বপ্নের বিশ্বকাপ
২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম
ব্যাটিং : ৬ ম্যাচ। ৬১ রান। ১২.২০ গড়। সর্বোচ্চ ৪০। স্ট্রাইক রেট ৬২.৮৮।
বোলিং : ৬ ম্যাচ। ৭ উইকেট। ২৪২ রান। ৭ উইকেট। সেরা ৩/৩০। গড় ৩৪.৫৭।
ইমরান মাহমুদ
২০০৭ সালের ১৭ মার্চ। ক্রিকেট দুনিয়াকে চমকে দেয় বাংলাদেশ দল। পোর্ট অব স্পেনে শিরোপাপ্রত্যাশী ভারতকে অনায়াসে হারায় তারা। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ওই ম্যাচে লক্ষ্য তাড়ায় হাফসেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের তিন তরুণ ব্যাটার। তাদের একজন সাকিব আল হাসান। সেসময় তার বয়স ছিল ২০ ছুঁইছুঁই। ১৬ বছরের ব্যবধানে সেই সাকিবের নেতৃত্বে ভারতের মাটিতে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ। মাঝে আরও একবার তিনি বিশ্বকাপে দলের অধিনায়কত্ব করেছিলেন। ২০১১ সালের ওই আসরের সহ-আয়োজক ছিল বাংলাদেশও। দেশের মাটিতে সেবার অবশ্য ভক্ত-সমর্থকদের ভীষণ হতাশ করেছিল দল। বাদ পড়ে গিয়েছিল প্রথম রাউন্ড থেকেই। এবার যেন হচ্ছে তারই পুনরাবৃত্তি। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর থেকে টানা ৫ ম্যাচে হেরে সবার আগেই কার্যত ‘বিদায়’ হয়ে গেছে বাংলাদেশের।
মাঠের বাইরের নানা ঘটনার কারণে এবার পরিস্থিতি বাংলাদেশের পুরোপুরি অনুকূলে ছিলনা। সেসব দূরে ঠেলে সাকিবের নেতৃত্বে এই দফায় বিশ্বকাপে দল ভালো কিছু উপহার দেবে- এমন প্রত্যাশা ছিল সবার, সাকিবও শুনিয়েছিলেন আশার গল্প। তবে সেসব তো দূরের কথা, উল্টো প্রিয় সংস্করণ ওয়ানডেকে বাংলাদেশ যেন চড়েছে উল্টো রথে! উল্টো রথে যে দলের প্রাণভোমরা সাকিবও!
ইংল্যান্ডে আয়োজিত গত ২০১৯ সালের বিশ্বকাপে সাকিবের যে পারফরম্যান্স ছিল, সেটা অনন্য। তেমন কিছু আগে কখনোই দেখা যায়নি ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ আসরের মঞ্চে। বিশ্বকাপের এক আসরে অন্তত ৬০০ রান করা ও ১০ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার সাকিব। ২০১৯ সালে ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান তোলার পাশাপাশি ৩৬.২৭ গড়ে ১১ উইকেট পান তিনি।
কেবল তা-ই নয়, এবার টানা পঞ্চম বিশ্বকাপ খেলা সাকিব ব্যাটিং ও বোলিং- দুই বিভাগের অর্জনেই গত আসরে ছিলেন বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে শীর্ষে। ব্যাট হাতে ২৯ ম্যাচে ৪৫.৮৪ গড়ে তিনি করেছেন ১১৪৬ রান। তার স্ট্রাইক রেট ৮২.২৬। দুটি সেঞ্চুরির সঙ্গে ১০টি ফিফটি আছে তার। পাশাপাশি বল হাতে ৩৬.২৭ গড়ে ১১ উইকেট পান বিশ্বসেরা অলরাউন্ডার।
এক আসর পরে এবা ভারত বিশ্বকাপটি এখন পর্যন্ত তার জন্য এক দুঃস্বপ্নের মতো! সময়টা ভালো যাচ্ছে না, সেটা নিজেও বুঝতে পেরেছিলেন। তাইতো গতকালের ম্যাচের আগে দেশে ফিরেছিলেন সাকিব। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে কাজ করেছেন শুরুর দিককার কোচ নাজমূল আবেদীনের সঙ্গে। কিন্তু ভারত ফিরে গিয়ে প্রথম ম্যাচে রানের দেখা পেলেন না বাংলাদেশ অধিনায়ক। ফন মিকেরেনের লাফিয়ে ওঠা বলে কাট করার মতো জায়গা ছিল না। বলের ওপর চড়ে সেটিই করতে গিয়েছিলেন তিনি। সেটির মাশুল দিতে হয়েছে। দলকে বিপদে ফেলে মাত্র ৫ রানেই বিদায় নেন অধিনায়ক। এবারের বিশ্বকাপে এখন পর্যণÍ ৬ ম্যাচে রান মাত্র ৬১- যা সাকিবের নামের সাথে একদমই বেমানান।
পরে বল হাতেও ছিলেন নির্বিষ। তুলনামূলক মন্থর উইকেটে মুস্তাফিজ-তাসকিনদে বোলিং বৈচিত্রের দারুণ ব্যবহার করে অধিনায়ক সাকিব দিয়েছেন বৃদ্ধিমত্তার পরিচয়। ফিল্ডিংয়ে কয়েকটি ক্যাচ না ছুটলে আরও আগেই হয়তো গুটিয়ে যেত নেদারল্যান্ডস। তবে শেষমেশ ২২৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। আঁটসাঁট বোলিংয়ে ২টি করে উইকেট নেন তাসকিন, মুস্তাফিজ, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম। ১০ ওভারে এক মেডেনসহ ¯্রফে ৩৭ রানে ১টি শিকার ধরেন অধিনায়ক সাকিব।
শুরুতে ধাক্কা খাওয়া নেদারল্যান্ডসকে কক্ষ পথে ফেরাতে তৃতীয় উইকেটে ৫৯ রান যোগ করেন ওয়েসলি বারেসি ও কলিন আকারম্যান। চতুর্দশ ওভারে মুস্তাফিজের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪১ রান করা বারেসি। পরের ওভারে সাকিবের বলে আকারম্যানের ক্যাচ নেন মুস্তাফিজ। আর তাতে এবারের বিশ্বকাপের এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচে সাকিবের উইকেট দাঁড়ালো মাত্র ৭টি।
বিশ্বকাপে সাকিবের মোট উইকেট হলো ৪১টি। বৈশ্বিক এই টুর্নামেন্টে স্পিনারদের মধ্যে তিনি ছাড়িয়ে গেলেন ইমরান তাহিরকে (৪০)। এই তালিকায় সাকিবের সামনে এখন কেবল মুত্তিয়া মুরালিধারান; ৩৯ ইনিংসে লঙ্কান কিংবদন্তির উইকেট ৬৮টি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার