হ্যাটট্রিক হার বরিশালের
২৮ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হ্যাটট্রিক হারের দেখা পেল ফরচুন বরিশাল। ঢাকা পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচ জেতার পর দুই ম্যাচে হেরেছে তারা। আর সিলেট পর্বে এসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরে টানা তৃতীয় হারের স্বাদ পেল বরিশাল। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম ১০ রানে হারায় বরিশালকে। আগে ব্যাট করে আভিষ্কা ফার্নান্দোর হার না মানা হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৩ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলতে নির্ধারিত ওভার শেষ করে ফরচুন বরিশাল। ফলে টুর্নামেন্টে তৃতীয় জয় পায় চট্টগ্রাম। ম্যাচ জিতে চার খেলায় তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেল চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি।
টস জিতে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোমকে। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চট্টগ্রাম। প্রথম ওভারের পঞ্চম বলে দলীয় ১২ রানে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারানোর পর তৃতীয় ওভারের চতুর্থ বলে উইকেটরক্ষক ব্যাটার ইমরান-উজ জামানকে হারিয়ে বিপাকে পড়ে চট্টগ্রাম। দলীয় ২১ রানে দুই উইকেট হারালেও রানের চাকা সচল রাখেন লঙ্কান ব্যাটার আভিষ্কা। তৃতীয় উইকেটে শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে লঙ্কান এই ব্যাটার গড়েন ৫৫ বলে ৭০ রানের জুটি। শাহাদাত ২৯ বলে দুই বাউন্ডারি ও এক ছক্কায় ৩১ রানে আউট হওয়ার পর আভিষ্কা শক্ত জুটি গড়েন নাজিবুল্লাহ জাদরানের সঙ্গে। ৩৮ বলে ৬৮ রানের দারুণ জুটি গড়ে আউট হন জাদরান। আউট হওয়ার আগে তিনি ১৯ বলে ২ চারের মারে করেন ১৮ রান। জারদান আউট হওয়ার সময় আভিষ্কার সংগ্রহ ছিল ৪৭ রান। এরপর পঞ্চম উইকেটে আইরিশ অলরাউন্ডার ক্যাম্ফারকে সঙ্গে নিয়ে আভিষ্কা ১১ বলে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটি গড়েন। ব্যাট হাতে তাণ্ডব চালান ক্যাম্ফার। আর ৯ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন আভিষ্কা। শেষ পর্যন্ত ৫০ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৯১ রানে অপরাজিত থাকেন এই লঙ্কান ব্যাটার। অন্যদিকে মাত্র ৯ বল খেলে ৩ চার ও দুই ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন ক্যাম্ফার। বরিশালের হয়ে ২৬ রানে সর্বোচ্চ ২ উইকেট নেন তাইজুল ইসলাম।
দুইশ’র কাছাকাছি লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালোই করে বরিশাল। ৫.৩ ওভারে ৫৫ রান তুলে ফেলে তাদের উদ্বোধনী জুটি। তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ জুটি বিচ্ছিন্ন হয় দলীয় ৫৫ রানে। শেহজাদ ১৭ বলে ৫ চার ও দুই ছক্কায় ৩৯ রানে আউট হলে বরিশালের রানের গতি কমতে থাকে। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে তামিম গড়েন ৩৬ রানের জুটি। তবে তিনি আউট হন ১০.২ ওভারে দলীয় ৯১ রানে। আউট হওয়ার আগে ৩০ বলে দুই বাউন্ডারি ও এক ছক্কায় ৩৩ রান করে তামিম ইকবাল। এরপর মাহমুদউল্লাহ (৩) ও ইয়ানিক ক্যারিয়া (৪) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে ফরচুন বরিশাল। সেই চাপ কাটাতে চেষ্টা করেন মুশফিকুর রহিম- মেহেদী হাসান মিরাজ জুটি। যদিও রানের গতি বাড়াতে গিয়েই দু’জনই আউট হন পরপর। ১৬ বলে ৩ চার ও ২ ছয়ের মারে ৩৫ রান করে মিরাজের বিদায় নেন। আর মুশফিক ২২ বলে দুই বাউন্ডারি ও এক ছক্কায় ২৩ রান করে আউট হন। এরপরই বরিশালের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ ওভারে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ২৩ রান। ক্রিজে থাকা আব্বাস আফ্রিদি অবশ্য চেষ্টা করেছিলেন। কিন্তু ১১ (৯ বল) রানের বেশি তুলতে পারেননি তিনি। ফলে টানা তৃতীয় হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে বরিশাল।
চট্টগ্রামের বোলারদের মধ্যে সবচেয়ে সফল আয়ারল্যান্ডের পেসার ক্যাম্ফার। ৩ ওভার বল করে ২০ রান খরচায় তিনি শিকার করেন ৪টি উইকেট। এছাড়া বিল্লাল খান ৩৬ রানে ২ ও আল আমিন হোসেন ৪৫ রানে একটি উইকেট পান। ম্যাচসেরার পুরস্কার পান চট্টগ্রামের ক্যাম্ফার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ