চট্টগ্রাম ডার্বি জিতল কুমিল্লা

ইংলিশ টর্নেডোয় উত্তাল সাগরিকা

Daily Inqilab ইমরান মাহমুদ, চট্টগ্রাম থেকে

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম

শীতের তীব্রতা কমে দেশজুড়ে ফাগুনের আমেজ। তবে বিপিএল যেন শীতের সেই কুয়াশা ভেদ করে বেরুতে পারছিল না এতদিন। ধুন্ধুমার চার-ছক্কার এই সংস্করণকে যেন জেঁকে ধরেছিল ‘মাঘের বাঘে’। অবশেষে সেই ‘ঘরকুনো’ দেয়াল ভেদ করে উঠেছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সূর্য্য, ফুটেছে রানের ফোয়ারা। সেই তালিকায় অনুমিতভাবেই মান রেখেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। মিরপুরের হোম অব ক্রিকেট কিংবা সিলেটের সবুজ উইকেটকে ছাপিয়ে সাগরিকার উইকেটে গড়ানো বিপিএলের প্রথম ম্যাচই দেখেছে ‘বড় ব্যানারে’র। তাতে ব্যাটে-বলের দাপটে স্বগতিকদের গুড়িয়ে ‘চট্টগ্রাম ডার্বি’ জিতে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
গতকাল চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দুই ইংলিশ ব্যাটার উইল জ্যাকসের খুনে সেঞ্চুরি আর মঈন আলীর ফিফটিতে বিপিএলের সর্বোচ্চ রান ছোঁয়া সংগ্রহ পায় কুমিল্লা (২৩৯/৩)। যা বিপিএলে যৌথভাবে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগে ২০১৯ সালের বিপিএলে ২৩৯ রানের পুঁজি গড়েছিল রংপুর রাইডার্সও। একই মাঠে সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল তৎকালীন চট্টগ্রামেরই আরেক ফ্র্যাঞ্চাইজি- ভাইকিংস।

জবাবে ব্যাট করতে নেমে মাঝপথ পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই করা চট্টগ্রাম পথ হারায় সেই মঈন আর রিশাদ হোসেনের ঘূর্ণিতে। ইংলিশ অলরাউন্ডারের হ্যাটট্রিক আর রিশাদের ৪ উইকেটে ১৬.৩ ওভারে মাত্র ১৬৬ রানেই বন্দর নগরীর দলটিকে গুটিয়ে ৭৩ রানে ম্যাচ জিতে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। তাতে সেরা চারে থাকার লড়াইয়ে ধাক্কাই খেল চট্টগ্রাম। তাদের হারিয়ে ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে গেছে কুমিল্লা। ৯ ম্যাচে ৫ জয় আর ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে শুভাগত হোমের দল।

অথচ রানের পাহাড় তাড়া করতে নেমে এদিন শুরুটা ভালোই করেছিল চট্টগ্রাম। দুই ওপেনার জশ ব্রাউন ও তানজিদ হাসান তামিমের ব্যাটে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান তোলে দলটি। ৮০ রানের ওপেনিং জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপর তানজিদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মুাস্তাফিজুর রহমান। ২৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন এই ওপেনার। ওপেনিং জুটি ভাঙলেও আগ্রাসন থামায়নি চট্টগ্রাম। কাটার মাস্টারের সেই ওভারেই একটি করে চার ও ছক্কা হাঁকান তিনে নামা টম ব্রুস। তবে পরের ওভারেই ব্রাউনকে হারায় তারা। রিশাদ হোসেনের বলে লিডিং এজ হয়ে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান এই ওপেনার। ২৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ রান করেন তিনি।

চট্টগ্রাম অবশ্য বড় ধাক্কা খায় রিশাদের পরের ওভারে। সে ওভারে ব্রুস ও শাহাদাত হোসেনকে ফেরান এই লেগস্পিনার। এর পরের ওভারে কার্টিস ক্যাম্ফারকে ফেরান মোস্তাফিজ। ফলে দলীয় ১১৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বন্দর নগরীর দলটি। এরপর উইকেটে নেমে ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন সৈকত আলী। রংপুর রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়ে তুলে নিয়েছিলেন দারুণ এক ফিফটি। এদিন মিডল অর্ডারে ব্যাট করলেও দারুণ খেলছিলেন। ১১ বলে ১টি চার ও ৫টি ছক্কায় খেলেন ৩৬ রানের ইনিংস। যেখানে ৩টি ছক্কা মেরেছেন মুস্তাফিজের বলে। এরপর চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোমকে ফেরান রিশাদ। এরপর মঈনের ঘূর্ণি। সৈকত ফেরানো এই স্পিনার পরে তুলে নেন চলতি আসরের দ্বিতীয় হ্যাটট্রিক। টানা তিন বলে তিনি আউট করেন শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খানকে। তাতে বড় জয়ই পায় কুমিল্লা। মঈন ও রিশাদ দুইজনই পান চারটি করে উইকেট।

এর আগে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। শুরুটাও ভালো হয় তাদের। ইনিংসের প্রথম ওভারে কোনো রানই তুলতে পারেনি কুমিল্লা। দারুণ বোলিংয়ে মেইডেন আদায় করে নেন নিহাদুজ্জামান। তবে পরের ওভারেই আগ্রাসী হন লিটন। তার সঙ্গে খোলস ভেঙে ঝড়ো ব্যাটিং শুরু করেন উইলও। তাতেই এগিয়ে যেতে থাকে কুমিল্লা। পাওয়ার প্লেতে ৬২ রান করে দলটি। ২৬ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন লিটন। তবে এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি। শহিদুল ইসলামের শিকার হলে ভাঙ্গে ৮৬ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে এদিন খালি হাতে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়। চারে নেমে দ্রুত ফিরেছেন ব্রুক গেস্টও।

২৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারালেও নিজের মতো আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান জ্যাক। তাতে হুহু করে বাড়তে থাকে রান। মঈনের সঙ্গে অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটি গড়েন এই তরুণ। শেষ পাঁচ ওভারে ৮২ রান যোগ করেন এ দুই ব্যাটার। তাতেই রেকর্ড পুঁজি মিলে দলটির। দলের পক্ষে সর্বোচ্চ ১০৮ রানের হার না মানা এক ইনিংস খেলেন উইল। মাত্র ৫৩ বলে ইনিংসটি সাজান ৫টি চার ও ১০টি ছক্কায়। ৩১ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৬০ রানের ইনিংস খেলেন অধিনায়ক লিটন। আর মাত্র ২৪ বলে ২টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন মঈন। তবে ম্যাচসেরার পুরস্কারটি ঠিকই ওঠে বিধ্বংসী উইল জ্যাকসের হাতে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাগুরায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মাগুরায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কিশোরীকে ধর্ষণের চেষ্টা, দুই যুবককে পিটিয়ে হত্যা করল জনতা

কিশোরীকে ধর্ষণের চেষ্টা, দুই যুবককে পিটিয়ে হত্যা করল জনতা

ন্যাশনাল ব্যাংকের নতুন বোর্ড, নিয়ন্ত্রণ এস আলমের হাতে

ন্যাশনাল ব্যাংকের নতুন বোর্ড, নিয়ন্ত্রণ এস আলমের হাতে

তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞায় ‘চরম বিপাকে’ ইসরায়েল

তুরস্কের বাণিজ্য নিষেধাজ্ঞায় ‘চরম বিপাকে’ ইসরায়েল

রাউজানে অপহরণের ১৩ ঘণ্টা পর উদ্ধার চুয়েট স্কুল ছাত্র সাজিদ

রাউজানে অপহরণের ১৩ ঘণ্টা পর উদ্ধার চুয়েট স্কুল ছাত্র সাজিদ

পাকিস্তানে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, ১৪৪ জনের প্রাণহানি

পাকিস্তানে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, ১৪৪ জনের প্রাণহানি

সুন্দরবনে আগুন যেখানে ধোঁয়া সেখানেই পানি দেওয়া হচ্ছে

সুন্দরবনে আগুন যেখানে ধোঁয়া সেখানেই পানি দেওয়া হচ্ছে

স্বাভাবিক প্রক্রিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রসূতি

স্বাভাবিক প্রক্রিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রসূতি

বীরাঙ্গনার বাড়ির পানির বিল ১৭ লাখ!

বীরাঙ্গনার বাড়ির পানির বিল ১৭ লাখ!

সন্ধ্যার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

গাজায় ইসরায়েলি আগ্রাসনে পশ্চিমারা স্পষ্ট ভণ্ডামি করছে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি আগ্রাসনে পশ্চিমারা স্পষ্ট ভণ্ডামি করছে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

পোস্ট দেখেই ‘ফলো’ দুষ্কৃতীদের, রেস্তোরাঁয় ঢুকে ইকুয়েডর সুন্দরীকে খুন

পোস্ট দেখেই ‘ফলো’ দুষ্কৃতীদের, রেস্তোরাঁয় ঢুকে ইকুয়েডর সুন্দরীকে খুন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

দেশের সার্বিক কাজে হিজড়া সম্প্রদায়ের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন-সিলেট জেলা প্রশাসক

দেশের সার্বিক কাজে হিজড়া সম্প্রদায়ের সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন-সিলেট জেলা প্রশাসক

জাপানে শিশু সংখ্যায় সর্বনিম্ন রেকর্ড

জাপানে শিশু সংখ্যায় সর্বনিম্ন রেকর্ড

গৌরনদীতে লোডশেডিং ও তীব্র গরমে কদর বেড়েছে হাতপাখার

গৌরনদীতে লোডশেডিং ও তীব্র গরমে কদর বেড়েছে হাতপাখার

নির্বাচনে কঙ্গনার বিরুদ্ধে লড়তে চান রাখি

নির্বাচনে কঙ্গনার বিরুদ্ধে লড়তে চান রাখি

সিসিকে ভৌতিক হারে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ : বিএনপির নিন্দা ও প্রতিবাদ

সিসিকে ভৌতিক হারে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ : বিএনপির নিন্দা ও প্রতিবাদ

‘সারেগামাপা’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

‘সারেগামাপা’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিশ্রামে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান!

বিশ্রামে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান!