চট্টগ্রামকে তামিমের ফাল্গুনি ভালোবাসা
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
ইমরান মাহমুদ, চট্টগ্রাম থেকে
বাতাসে টান, আকাশে হাল্কা সাদা মেঘের ভেলা। গাছে গাছে নতুন কুড়ি আর ফুলের সৌরভ, পাখির কলকাকলিতে মাতোয়ারা চারিদিক। কুয়াশার চাদর ভেদ করে ওঠার ভোরের সূর্যটা জানান দিচ্ছে বিদায় আসন্ন। শীতের আলসেমিকে বিদায় দিয়ে বাঙলা পঞ্জিকায় দিনটি যে পহেলা ফাল্গুন। ফাগুনের সেই রঙকে আরেকটু বাড়িয়ে দিয়েছে দিনটি বিশ^ ভালোবাসা দিবস হওয়াতে। আর চট্টগ্রাম বাসীর জন্য এমন দিনে ফাল্গুনি ভালোবাসার উপহার এনে দিলেন তামিম ইকবাল। এবারের বিপিএলে প্রথম ফিফটিটি রাঙালেন টুর্নামেন্টের শততম ছক্কা দিয়ে। তার দল ফরচুন বরিশালও পেল টানা দ্বিতীয় জয়।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকাকে ২৭ রানে হারিয়েছে বরিশাল। ১৮৬ রান তাড়ায় ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ঢাকা। জয় দিয়ে আসর শুরু করা দলটি এ নিয়ে হারল টানা নয় ম্যাচ। আগের ম্যাচে টানা পরাজয়ের বিব্রতকর রেকর্ড গড়া দলটি এবার প্রথম দল হিসেবে ছিটকে গেল প্লে-অফের দৌড় থেকে। নয় ম্যাচে পঞ্চম জয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠল বরিশাল।
আগের ম্যাচগুলোতে ভালো শুরুর পরও পঞ্চাশ করতে ব্যর্থ হওয়া তামিম আক্ষেপ মেটান নিজ শহরে খেলা প্রথম ম্যাচে। ক্যারিয়ারের ৪৭তম ফিফটি করে তিনি খেলেন ৭১ রানের ইনিংস। ৪৫ বলে ৭ চারের সঙ্গে ৪টি ছক্কা মারেন বরিশাল অধিনায়ক। এই ইনিংসে মারা প্রথম ছক্কায় বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে একশ ছক্কা পূর্ণ করেন তামিম। সব মিলিয়ে তার আগে এই কীর্তি আছে শুধু ক্রিস গেইলের, ১৩৭ ছক্কা। মাইলফলক ছোঁয়ার দিন ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তামিম।
এদিন চোট কাটিয়ে একাদশে ফিরলেও মোসাদ্দেক হোসেনকে অধিনায়কত্ব দেয়নি ঢাকা। ভারপ্রাপ্ত অধিনায়ক তাসকিন আহমেদই নেতৃত্ব দেন দলকে। টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন তামিম ও আহমেদ শেহজাদ। প্রথম তিন ওভারে স্কোরবোর্ড জমা হয় ১৩ রান। চতুর্থ ওভারে শরিফুল ইসলামের বলে দুটি চার মারেন শেহজাদ। পরের ওভারে আরাফাত সানির ওপর ঝড় বইয়ে দেন তামিম। দুই বাউন্ডারি মেরে বাঁহাতি স্পিনারের ওভার শুরুর পর দুটি ছক্কা ওড়ান অভিজ্ঞ ওপেনার। পরে তাসকিনকে জোড়া বাউন্ডারি মারেন শেহজাদ। পাওয়ার প্লেতে পঞ্চাশ পেরিয়ে যায় বরিশাল। আরেক বাঁহাতি স্পিনার শন উইলিয়ামসন আক্রমণে এলে তাকেও ছক্কা-চার মারেন তামিম।
নবম ওভারে ৭৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আলাউদ্দিন বাবু। বড় শটের চেষ্টায় ডিপ মিড উইকেট সীমানার অনেক ভেতরে ধরা পড়েন ২২ বলে ২৪ রান করা শেহজাদ। আলাউদ্দিনের পরের ওভারে চলতি আসরে নিজের প্রথম ফিফটি পূর্ণ করেন তামিম। একই ওভারে দারুণ পুল শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন সৌম্য সরকার। পরের বলে বাউন্ডারি মারেন তিন নম্বরে নামা বাঁহাতি ব্যাটসম্যান।
পঞ্চাশ ছুঁয়ে একই ছন্দে এগোতে থাকেন তামিম। এসএম মেহেরব হোসেনের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে মারেন বিশাল ছক্কা। পরের বলে বোলারের পাশ দিয়ে মারেন বাউন্ডারি। তামিমকেও থামান আলাউদ্দিন। সেøায়ার ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে তুলে মারেন বাঁহাতি ওপেনার। কিন্তু দূরত্ব পাননি। ধরা পড়ে যান লং অফ সীমানায় থাকা সাইফ হাসানের হাতে। টিকতে পারেননি সৌম্য, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমরা। আলাউদ্দিনের তৃতীয় শিকার হয়ে ফেরেন মাহমুদউল্লাহ। সৌম্যকে থামান শরিফুল। পরে একই ওভারে মুশফিক ও মেহেদী হাসান মিরাজের উইকেট নেন তাসকিন। শেষ ওভারে শরিফুলের ওপর ঝড় বইয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। দুটি করে চার-ছক্কায় ওভার থেকে আসে ২৩ রান। বরিশালের স্কোর ছাড়িয়ে যায় ১৮০ রানের ঘর।
রান তাড়ায় ছক্কা-চারে শুরুর পর আরেকটি বড় শটের চেষ্টায় ক্যাচ আউট হন নাঈম। কেশাভ মহারাজের হালকা ঝুলিয়ে দেওয়া বলে ডিপ মিড উইকেটে ধরা পড়েন বাঁহাতি ওপেনার। পাওয়ার প্লেতে আরও তিন উইকেট হারায় ঢাকা। দ্বিতীয় ওভারে অ্যাডাম রসিংটন ও সাইফ হাসানকে ফিরিয়ে ঢাকার টপ-অর্ডার গুঁড়িয়ে দেন সাইফ উদ্দিন। ষষ্ঠ ওভারে আক্রমণে এসে উইলিয়ামসকে ফেরান সৈয়দ খালেদ আহমেদ। খালেদের পরের ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন এসএম মেহেরব হাসান। ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকেই যায় ঢাকা। পরে মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিনও পারেননি টিকতে। একপ্রান্ত আগলে রেখে ৩৬ বলে ফিফটি পূর্ণ করেন রস। ঢাকার টানা ব্যর্থতার মাঝে চলতি তার তৃতীয় ফিফটি এটি। তাসকিনকে নিয়ে অষ্টম উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৪৬ রান যোগ করেন রস। সৌম্যর করা ম্যাচের শেষ ওভারে তিনটি ছক্কা মারেন রস। শেষ পর্যন্ত ৮৯ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ৪৯ বলের ইনিংসটি তিনি সাজান ৫ চার ও ৭ ছক্কায়। তবে তাতে ব্যবধানই করেছে বিদায় রুখতে পারেনি ঢাকার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ