নির্বাচন, কারফিউয়েও রঙ হারায়নি গল টেস্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম
হয়তো টেস্টের ভবিষ্যত নির্ধারিত হয়ে যেত গতকালই। তবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের কারণে মাঝে শনিবারের খেলা মাঠে গড়ায়নি, ছিল বিরতি। এর আগে ২০০৮ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের কারণে ম্যাচের মাঝে এক দিনের বিরতি ছিল। তবে তাতে খুব একটা ছন্দপতন ঘটেনি গল টেস্টের। আরো বেশি রঙ নিয়েই ফিরেছে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার সাদা পোষাকের ম্যাচটি। ১৭ ম্যাচে ৫ জয়, ৭ হার, ৫ ড্র- শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ড টেস্ট রেকর্ডটাকে বাজে বলার উপায় নেই। তবে ভেন্যুর নামটা যখন গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, পরিসংখ্যানটা আমূল বদলে যায়। এই মাঠে খেলা চার টেস্টের চারটিতেই যে হেরেছে নিউজিল্যান্ড। হারের সংখ্যাটা পাঁচে পাঁচ হয়ে যাওয়ার শঙ্কা নিয়েই এবারের গল টেস্টের চতুর্থ দিনটা শেষ করেছে নিউজিল্যান্ড।
গলে সিরিজের প্রথম টেস্ট জিততে ২৭৫ রানের লক্ষ্য পেয়েছে নিউজিল্যান্ড। রান তাড়ায় দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে দিন শেষ করেছে কিউইরা। গলে প্রথমবার টেস্ট জিততে আরও ৬৮ রান করতে হবে নিউজিল্যান্ডকে। দলকে অসম্ভব এক জয়ের স্বপ্ন দেখিয়ে এখনো টিকে আছেন রাচিন রবীন্দ্র। এই বাঁহাতি ব্যাটসম্যান অপরাজিত আছেন ৯১ রানে। অবিচ্ছিন্ন নবম উইকেট তার সঙ্গী এজাজ প্যাটেল ১৫ বল খেলে কোনো রান করতে পারেননি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দেয়া বিরতির আগে তৃতীয় দিনটা ৪ উইকেটে ২৩৭ রান নিয়ে শেষ করেছিল শ্রীলঙ্কা। নির্বাচন শেষে মাঠে ফিরে লঙ্কানরা আজ আর মাত্র ৭২ রান যোগ করে অলআউট ৩০৯ রানে।
শ্রীলঙ্কার শেষ ৬ উইকেটের ৪টিই নিয়েছেন এজাজ প্যাটেল। আগের দিন ২ উইকেট পাওয়া এই বাঁহাতি স্পিনার ৩০ ওভারে ৯০ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ড্যানিয়েল ভেট্টোরির পর নিউজিল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেট পেলেন এজাজ। ১৯৯৮ সালে কলম্বোর এসএসসি গ্রাউন্ডে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৬ উইকেট পেয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার ভেট্টোরি। সেই ম্যাচটি হেরেছিল কিউইরা। পূর্বসূরির মতো প্যাটেলকেও হয়তো ৬ উইকেট নেওয়ার পরও হার সঙ্গী করে মাঠ ছাড়তে হচ্ছে।
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে শেষ ৬ উইকেট হারায় গতকাল দিনের প্রথম সেশনেই। কারফিউ থাকায় প্রথম সেশনে গ্যালারিতে কোনো দর্শক ছিলেন না। কারফিউ উঠে যাওয়ার পর দর্শকেরা স্টেডিয়ামমুখী হতেই ম্যাচটা হেলতে শুরু করে শ্রীলঙ্কার দিকে।
মধ্যাহ্নবিরতির আগেই ওপেনার ডেভন কনওয়েকে (৪) হারিয়ে ফেলা নিউজিল্যান্ড চা-বিরতিতে যায় ৪ উইকেটে ১১৪ রান তুলে। দিনের শেষ সেশনে লড়াইটা রাচিন রবীন্দ্র বনাম শ্রীলঙ্কান স্পিনার হয়ে যায়। ৫৬ রানের পঞ্চম উইকেট জুটিতে রবীন্দ্রর সঙ্গী টম ব্লান্ডেল দলকে ১৫২ রানে রেখে ফেরার পর গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও টিম সাউদিরা চটজলদি ফিরে গেলেও এক প্রান্ত আগলে রাখেন রবীন্দ্র। ১৫৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৯১ রান করা রবীন্দ্র কি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিতে পারবেন?
আরামবাগের সভাপতি তাজওয়ার আউয়াল
স্পোর্টস রিপোর্টার : দেশের ক্রীড়াঙ্গনের প্রাচীন সংগঠন আরামবাগ ক্রীড়া সংঘের নতুন সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী তাজওয়ার মোহাম্মদ আউয়াল। তিনি স্বনামধন্য ব্যবসায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছোট ছেলে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা তাবিথ আউয়ালের ছোট ভাই। শনিবার রাতে আরামবাগ ক্রীড়া সংঘের বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে তাজওয়ার আউয়ালকে সভাপতি ও মো. ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২৫ মেয়াদের জন্য ১০ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষিত হবে। মতিঝিলস্থ সেন্টার ইন রুফটফ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
আংশিক কমিটির সদস্যরা হলেন- সভাপতি তাজওয়ার মোহাম্মদ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি এজাজ মো. জাহাঙ্গির, মিজানুর রহমান সোহেল, মো. ওমর ফারুক ও কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, যুগ্ম-সম্পাদক বিপ্লব হোসেন মিতু ও হানিফ ভুলু এবং কোষাধ্যক্ষ মো. সালাহ উদ্দিন রতন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত হোটেলিয়ার-শাখাওয়াত হোসেন
কালবিলম্ব না করে অবাদ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করুন- এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন
ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ
গাজার 'মানবিক অঞ্চল' নিয়ে উদ্বেগ ,ইসরায়েলি আক্রমণ অব্যাহত
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি