উদ্বোধনী দিনেই নামছে কিংস
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
এক ম্যাচের নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে গত ২২ নভেম্বর মাঠে গাড়িয়েছে ঘরোয়া ফুটবলের এবারের মৌসুম। এরপর গত শুক্রবার শুরু হয়েছে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। লিগ শুরুর চার দিনের মাথায় আজ থেকে মাঠে গড়াচ্ছে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ। উদ্বোধনী দিনেই মাঠে নামছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। আজ একই সময়ে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে এই গ্রুপের অন্য ম্যাচে পুলিশ ফুটবল ক্লাব খেলবে ফর্টিস এফসির বিপক্ষে।
এবারের মৌসুমে লিগের পাশাপাশি দু’টি টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শেষ হয়েছে এক ম্যাচের মৌসুুম সূচক টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ। যেখানে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শক্তিশালী বসুন্ধরা কিংস। যদিও বিতর্ক নিয়ে শেষ হয় মৌসুমসূচক এই টুর্নামেন্ট। চ্যালেঞ্জ কাপের ফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় গ্যালারী থেকে মাঠে স্মোক ফ্লেয়ার ফেলায় ঐ ম্যাচে মনযোগ হারিয়ে শিরোপা জিততে পারেনি বলে দাবি মোহামেডানের। কারণ এ ঘটনার আগে পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল সাদাকালোরাই। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় বসুন্ধরা কিংস। এরই মধ্যে বিপিএলও মাঠে গড়িয়েছে। শেষ হয়েছে লিগের প্রথম রাউন্ডের খেলা। বাকি ছিল ফেডারেশন কাপ। লিগে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ইতোমধ্যে নিজেদের শক্তির জানান দিয়েছে কিংস। তাই আজ ফেডারেশন কাপের ম্যাচেও নিশ্চিতই ফেভারিট দল তারাই। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নও অবশ্য জয়েই শুরু করেছে বিপিএল। প্রথম ম্যাচে তারা পুলিশ ফুটবল ক্লাবকে হারিয়েছে ২-১ গোলে। ময়মনসিংহে পুলিশ ফুটবল ক্লাবের প্রতিপক্ষ ফর্টিসেরও লিগ শুরু হার দিয়ে। তারা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির কাছে হেরেছে ৩-১ ব্যবধানে। তাই ফেডারেশন কাপের প্রথম ম্যাচটা কিছুটা একপেশে হবার সম্ভাবনা থাকলেও দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ প্রায় সমশক্তিরই।
গত মৌসুমের মতোই এবারও ফেডারেশন কাপের খেলা হবে লিগের মাঝে মাঝে প্রতি সপ্তাহের মঙ্গলবার। বিপিএলে অংশ নেয়া দশ ক্লাবই খেলছে ফেডারেশন কাপে। এই দশ ক্লাবকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে বসুন্ধরা কিংস, পুলিশ ফুটবল ক্লাব, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও নবাগত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। গ্রুপ ‘বি’তে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব (বর্তমান রানার্স আপ), এই গ্রুপের অন্য তিন দল হলো-চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। দুই গ্রুপে পাঁচটি করে দল থাকায় প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপরা খেলবে পরবর্তী রাউন্ডে। ফেডারেশন কাপে এবার গতানুগতিক সেমিফাইনালের পরিবর্তে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে কোয়ালিফায়ার ও এলিমেনেটর করা হয়েছে। সেখানে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়নের মধ্যকার ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। ঐ ম্যাচের পরাজিত দল খেলবে দুই রানার্সআপের মধ্যকার জয়ী দলের সঙ্গে। আজ থেকে টুর্নামেন্ট শুরু হলেও ফাইনাল ম্যাচ হবে আগামী বছরের ২ মে। গত আসরের মতো এই আসরেও ফেডারেশন কাপের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। গত বছরের ২২ মে টুর্নামেন্টের সবশেষ আসরের ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন