শেষটা হলো হোয়াইটওয়াশের আনন্দে
২১ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০১ এএম
ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে ওয়ানডেটাই মোটামুটি দাপট দেখিয়ে খেলে বাংলাদেশ। সেই দলটিই এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৫০ ওভারের ক্রিকেটে হয় হোয়াইটওয়াশড। তবে নিজেদের দুর্বলতর ফরম্যাট টি-টোয়েন্টিতে জ্বলে উঠে ঠিকই তার প্রতিশোধ নিয়েছে লিটন কুমার দাসের দল।
গতকাল সেন্ট ভিনসেন্টে শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। শুধু তাই নয়। টি-টোয়েন্টিতে আইসিসি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ। গত বছর মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৭ রানে জিতেছিল বাংলাদেশ। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে সেটাই ছিল সবচেয়ে বড় জয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের দিক থেকে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। মিরপুরে ২০১৮ সালে ৩৬ রানে জিতেছিল বাংলাদেশ, এত দিন সেটাই ছিল সবচেয়ে বড় জয়। ক্যারিবীয়ায় স্বাগতিকদের বিপক্ষে সবচেয়ে বড় জয় ছিল ২৭ রানের। যা এসেছিল চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে। বাংলাদেশ সময় গতকাল ভোরে দলকে ভালো শুরু এনে দেন একাদশে ফেরা পারভেজ হোসেন ইমন। এরপর জাকের আলির বিধ্বংসী ইনিংসে বাংলাদেশ তোলে ২০ ওভারে ১৮৯ রান। এই মাঠের সর্বোচ্চ স্কোর এটি। ক্যারিবিয়ানে বাংলাদেশের সর্বোচ্চ রানও। রান তাড়ায় ক্যারিবিয়ানরা কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি। তাদের ইনিংস শেষ ১০৯ রানেই। ছয় ছক্কায় ৪১ বলে ৭২ রানের অসাধারণ অপরাজিত ইনিংস উপহার দেন জাকের। এই সফরে টেস্ট সিরিজে তিনি দারুণ দুটি ইনিংস উপহার দিয়েছেন, ভালো খেলেছেন দুটি ওয়ানডেতেও। টি-টোয়েন্টির শেষটা করলেন নিজের ব্যাটিংয়ের উজ্জ্বলতম বিজ্ঞাপন মেলে ধরে। স্কিল, পেশির জোর আর ‘গেম সেন্স’ মিলিয়ে ক্যারিবিয়ানদের নিয়ে স্রেফ ছেলেখেলা করলেন যেন।
অথচ তার ইনিংসটি শেষ হতে পারত ১৭ রানে। পঞ্চদশ ওভারে শামীম হোসেনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে দুুজনই চলে যান এক প্রান্তে। রান আউট হয়েছেন ভেবে রাগে ফুঁসতে ফুঁসতে মাঠ ছেড়ে যান জাকের। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, আউট হয়েছেন আদতে শামীম। জাকেরকে আবার ডেকে পাঠান আম্পায়ার। ‘নতুন জীবন’ পেয়ে ক্যারিবিয়ানদের প্রাণ ওষ্ঠাগত করে ছাড়েন তিনি। এরপর বাকি কাজ বোলারদের। এখানেও বছরজুড়ে দুর্দান্ত পারফর্ম করা রিশাদ হোসেন শেষটা করলেন দুর্দান্ত। ২১ রানে এই লেগ স্পিনারের প্রাপ্তি ৩ উইকেট, যেটি তার ক্যারিয়ার সেরা বোলিং। শেখ মেহেদী হাসান ১৩ রানে পান ২ উইকেট, ৩০ রানে ২ শিকার ধরেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট নেন বাকি দুই পেসার। ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ম্যাচের সেরা জাকের। ওভারপ্রতি স্রেফ ৫.৭৫ রান দিয়ে আট উইকেট নিয়ে সিরিজ-সেরা শেখ মেহেদি। এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের রেকর্ড ৩৫ উইকেট নিয়ে বছর শেষ করলেন রিশাদ হোসেন।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের চার নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। বলা হয় এই সংস্করণ তাদের জন্যই। বাংলাদেশ এখানে চরম অধারাবাহিক। র্যাঙ্কিংয়ে অবস্থান ৯ নম্বর। কিন্তু বাইরের সব সমীকরণ বদলে গেল মাঠের ক্রিকেটে। সম্মিলিত পারফরম্যান্সে অভাবনীয় সাফল্যে বছর শেষ করল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এর আগে হোয়াইটওয়াশ করতে পেরেছে গত বছর দেশের মাঠে ইংল্যান্ডকে ও ২০১২ সালে আয়ারল্যান্ডকে তাদের মাঠে। তবে এবার ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর এমন জয়, নিয়মিত অধিনয়ায়ক নাজমুল হোসেন শান্ত, গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও মুস্তাফিজুর রহমানকে ছাড়া এই জয় অনেক দিক থেকেই স্মরণীয়। অনেক হতাশার বছরের শেষটা বাংলাদেশ করল দারুণভাবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গৌরনদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সাদ্ পন্থীদের নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বেক্সিমকোর শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করতে স্কুলগুলিকে নির্দেশ
টাঙ্গাইলে বাসের চাপায় সিএনজির চালকসহ নিহত ২
প্রিমিয়ার ব্যাংকের অর্থায়নে ছাগলনাইয়ায় প্রকাশ্যে কৃষি ও পল্লি ঋণ বিতরণ
শেষ মুহূর্তে বিল পাশ করে 'শাটডাউন' এড়ালো যুক্তরাষ্ট্র
সড়কের নৈরাজ্যে রাজনৈতিক প্রভাব জড়িত : নাহিদ ইসলাম
পাকিস্তানে রাজনৈতিক সংকট নিরূপণে উদ্যোগ
পতনের দ্বারপ্রান্তে ট্রুডো সরকার
রাশিয়া কিয়েভের ছয় বিদেশি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালাল
লঘুচাপ নিম্নচাপে পরিণত : উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
১৫ বাংলাদেশি নারী-শিশুকে ফেরত দিয়েছে ভারত
ভেঙ্গে পড়লো উত্তরা আব্দুল্লাহপুরের অরক্ষিত বেইলি সেতু
হাসান আরিফের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন ফারুকি
দেশের প্রেক্ষাগৃহে একসাথে মুক্তি পেয়েছে হলিউডের দুই সিনেমা
তাইওয়ানকে ৫৭১ মিলিয়ন ডলার প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের, আহত ১৪
ভোট আয়োজনের পর নিজের কাজে ফিরে যাব : প্রধান উপদেষ্টা