দুর্দান্ত বোলিংয়ে সেরা পাঁচে সাকিব
০৮ মার্চ ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। যার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসির এই সংস্করণের বোলারদের তালিকায় সেরা পাঁচে ঢুকেছেন তিনি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার। গতকালই র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। তাতে বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে ঠিক পাঁচ নম্বরে আছেন সাকিব। আর ব্যাটসম্যানদের তালিকায় তার অবস্থান ২৭তম, উন্নতি হয়েছে চার ধাপ।
ঘরের মাঠে ইংলিশদের কাছে ২-১ ব্যবধানে হারা সিরিজের প্রথম ম্যাচে ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। ওই ম্যাচে ব্যাট হাতেও তেমন কিছু করতে পারেননি তিনি, করেন কেবল ৮ রান। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে জ্বলে উঠলেও বল হাতে পারেননি নিজের সেরাটা দিতে। ৫৮ রানের ইনিংস খেলার পাশাপাশি ৬৪ রান খরচায় নেন একটি উইকেট। প্রথম দুই ম্যাচে হেরে যখন হোয়াইটওয়াশড হওয়ার শঙ্কায় বাংলাদেশ, নিজেকে মেলে ধরেন সাকিব। দলের ৫০ রানের জয়ের ম্যাচে চট্টগ্রামে ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলার পর ৩৫ রানে নেন চার উইকেট। এই পারফরম্যান্সে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান আরও মজবুত করেন সাকিব।
ওয়ানডে বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৬ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার এখন ৪৪তম স্থানে। দুই ধাপ নিচে নেমে ৪৬ নম্বরে তাসকিন আহমেদ। ইংল্যান্ড বোলারদের মধ্যে দুই ধাপ করে উন্নতি হয়েছে ক্রিস ওকস (১৭তম), জফ্রা আর্চার (২০তম) ও আদিল রশিদের (৩০তম)। আগের মতোই এক নম্বরে ভারতের মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। শেষ ম্যাচে ৭০ রান করা মিডল অর্ডার এই ব্যাটসম্যান এখন আছেন ২২ নম্বরে। মাহমুদউল্লাহ (৩৩তম) ও লিটন দাসের (৩৪তম) উন্নতি এক ধাপ করে। অবনতি হলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থান তামিম ইকবালের। এক ধাপ নিচে নেমে ১৯তম স্থানে ওয়ানডে অধিনায়ক। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা ইংল্যান্ডের ডেভিড মালান ২২ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে। দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান জেসন রয়ের উন্নতি ৫ ধাপ, আছেন এখন দ্বাদশ স্থানে। ইংলিশ অধিনায়ক জস বাটলার ৪ ধাপ এগিয়ে ১৬ নম্বরে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে পাকিস্তানের বাবর আজম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫