দুর্দান্ত বোলিংয়ে সেরা পাঁচে সাকিব
০৮ মার্চ ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। যার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসির এই সংস্করণের বোলারদের তালিকায় সেরা পাঁচে ঢুকেছেন তিনি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার। গতকালই র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। তাতে বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে ঠিক পাঁচ নম্বরে আছেন সাকিব। আর ব্যাটসম্যানদের তালিকায় তার অবস্থান ২৭তম, উন্নতি হয়েছে চার ধাপ।
ঘরের মাঠে ইংলিশদের কাছে ২-১ ব্যবধানে হারা সিরিজের প্রথম ম্যাচে ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। ওই ম্যাচে ব্যাট হাতেও তেমন কিছু করতে পারেননি তিনি, করেন কেবল ৮ রান। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে জ্বলে উঠলেও বল হাতে পারেননি নিজের সেরাটা দিতে। ৫৮ রানের ইনিংস খেলার পাশাপাশি ৬৪ রান খরচায় নেন একটি উইকেট। প্রথম দুই ম্যাচে হেরে যখন হোয়াইটওয়াশড হওয়ার শঙ্কায় বাংলাদেশ, নিজেকে মেলে ধরেন সাকিব। দলের ৫০ রানের জয়ের ম্যাচে চট্টগ্রামে ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলার পর ৩৫ রানে নেন চার উইকেট। এই পারফরম্যান্সে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান আরও মজবুত করেন সাকিব।
ওয়ানডে বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৬ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার এখন ৪৪তম স্থানে। দুই ধাপ নিচে নেমে ৪৬ নম্বরে তাসকিন আহমেদ। ইংল্যান্ড বোলারদের মধ্যে দুই ধাপ করে উন্নতি হয়েছে ক্রিস ওকস (১৭তম), জফ্রা আর্চার (২০তম) ও আদিল রশিদের (৩০তম)। আগের মতোই এক নম্বরে ভারতের মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। শেষ ম্যাচে ৭০ রান করা মিডল অর্ডার এই ব্যাটসম্যান এখন আছেন ২২ নম্বরে। মাহমুদউল্লাহ (৩৩তম) ও লিটন দাসের (৩৪তম) উন্নতি এক ধাপ করে। অবনতি হলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থান তামিম ইকবালের। এক ধাপ নিচে নেমে ১৯তম স্থানে ওয়ানডে অধিনায়ক। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা ইংল্যান্ডের ডেভিড মালান ২২ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে। দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান জেসন রয়ের উন্নতি ৫ ধাপ, আছেন এখন দ্বাদশ স্থানে। ইংলিশ অধিনায়ক জস বাটলার ৪ ধাপ এগিয়ে ১৬ নম্বরে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে পাকিস্তানের বাবর আজম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইউএসএআইডি বন্ধ করে দেয়া ‘সম্ভবত অসাংবিধানিক’

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ চায় সউদী, নিন্দা রাশিয়ার

বিচার প্রক্রিয়ায় ধীরগতি

ঈদের ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি সেবা

নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ: এক জনের দোষ স্বীকার, অপরজন কারাগারে

পরিবেশগত ছাড়পত্র না থাকলেই ইটভাটা অবৈধ

অস্ত্র মামলায় ১৭ বছরের দ- থেকে খালাস লুৎফুজ্জামান বাবর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-ইনুসহ সাত জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে

তারেক রহমানসহ সব আসামির খালাস আদেশের বিরুদ্ধে আপিল

রাজধানির বিলাসি ব্র্যান্ডের আউটলেটে ভিড় বাড়ছে ক্রেতাদের

ধামরাইয়ে ব্রিজের নিচ থেকে মাটি কেটে নিল দুর্বৃত্তরা

রিমান্ড শেষে কারাগারে পলক, প্রতিমন্ত্রী এনাম ফের রিমান্ডে

হায়রানিমূলক ধর্ষণ মামলায় গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

ইফায় ফ্যাসিস্টের সহচরদের পদোন্নতি দেয়ার পাঁয়তারা

নারীর প্রতি সহিংসতা ভয়াবহতায় রূপ নিয়েছে মহিলা পরিষদ

পাঁচ পণ্য নিয়ে ঢাকায় ‘জনতার বাজার’ উদ্বোধন

ড. ইউনূসের আপিলের রায় ২৩ এপ্রিল

ঈদ নিরাপত্তায় ডিএমপি ১৪ নির্দেশনা

জাগপা’র নিবন্ধন ফেরত দিতে ইসিকে নির্দেশ