ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
পয়া সাগরিকায় সাকিবদের ‘পঞ্চাশ’

‘স্বাধীনতার’ সুফল পাচ্ছে ‘নতুন’ বাংলাদেশ

Daily Inqilab রুমু, চট্টগ্রাম ব্যুরো

০৯ মার্চ ২০২৩, ১০:২৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪২ পিএম

ক্রিস জর্ডানের অফ স্টাম্পের বাইরের বল সাকিব আল হাসানের ব্যাটের বাইরের কানায় লেগে চলে গেল থার্ড ম্যানে। ঝাঁপিয়েও থামাতে পারলেন না ফিল্ডার। রান নিতে গিয়ে ঘুরে বল সীমানাছাড়া হতে দেখে থামলেন সাকিব। কাছে এসে তাকে জড়িয়ে ধরলেন আফিফ হোসেন। উদযাপন বলতে ব্যস এটুকুই! বিশ্ব চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েও উচ্ছ্বাসে ভেসে যায়নি বাংলাদেশ। কারণটাও অনুমেয়। ম্যাচের ১০ ওভার পর থেকেই যে জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিকরা।
গতকাল বাংলাদেশের জন্য সবসময়ের পয়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়নদের ১৫৬ রান পেরিয়ে গেছে ১২ বল বাকি থাকতে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল সাকিবের দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪৫ ম্যাচে বাংলাদেশের এটি পঞ্চাশতম জয়। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে প্রথম। এই জয়ের পর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ¯্রফে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা বাকি রইল বাংলাদেশের। দিনটিও মনে রাখার মতো। এই ৯ মার্চই ২০১৫ বিশ্বকাপে এই ইংল্যান্ডের বিপক্ষেই প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার ক্ষুদ্র সংস্করণের জয়টি এলো পয়া সাগরিকায়। সেটিও ৫০তম জয়ের মাইলফলক হয়ে।
সফরকারীদের ১৫৬ রান তাড়ায় নেমে রয়েসয়ে খেলার পথে না গিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতায় নামেন ব্যাটাররা। দাপুটে জয়ে ঝড়ো ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্ত, জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। দারুণ ব্যাটিং করেছেন সাকিব, রনি তালুকদার ও অভিষিক্ত তৌহিদ হৃদয়। এর আগে চমৎকার বোলিংয়ে লক্ষ্যটা নাগালের মধ্যে রাখেন তরুণ পেসার হাসান মাহমুদ। বাংলাদেশের ৭৮তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি খেলতে নেমে ১৭ বলে ২৪ রান করেন হৃদয়। ২০১৫ সালে অভিষেকের পর ১০০ ম্যাচ বিরতি দিয়ে আবার খেলতে নেমে ২১ রান আসে রনির ব্যাট থেকে।
ব্যাটসম্যানদের কাজটা অবশ্য সহজ করেন হাসান। তার দুর্দান্ত বোলিংয়ে শেষ ৫ ওভারে ¯্রফে ৩০ রান তুলতে পারে ইংল্যান্ড, হারায় ৪ উইকেট। প্রথম দুই ওভারে ২১ রান দেওয়া হাসান নিজের শেষ দুই ওভারে খরচ করেন মাত্র ৫ রান। এই দুই ওভারে তার শিকার বাটলার ও স্যাম কারান। সব মিলিয়ে ৪ ওভারে কেবল ২৬ রান খরচা তার।
সাগরিকাতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দর্শকখরা দেখা গেলেও, প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ইনিংস শেষ হতে হতে কানায় কানায় ভরে যায় গ্যালারি। মাঠভর্তি দর্শককে স্মরণীয় জয় উপহার দিল সাকিবের দল। ম্যাচ শেষে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে বলেই এমন স্মরণীয় জয় এসেছে। তবে একটি জিনিস পোড়াচ্ছে দেশসেরা অলরাউন্ডারকে। বাটলার যখন ১৯ রানে, নাসুমের বলে সহজ ক্যাচ মিস করেন সাকিব। ‘জীবন’ পেয়ে বাটলার হাসান মাহমুদের বলে আউট হওয়ার আগে ৪২ বলে খেলেছেন ৬৭ রানের ইনিংস। এ নিয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে সাকিব বলেছেন, ‘আমরা নিজেদের পরিকল্পনায় অটল ছিলাম। শুধু আমার ক্যাচ ড্রপটি ছাড়া সবাই খুব ভালো ফিল্ডিং করেছে।’ ম্যাচটি বাংলাদেশ যেভাবে খেলেছে, তা নিয়ে খুব খুশি সাকিব, ‘আমরা যে মনোভাব নিয়ে ম্যাচটি খেলেছি, তা ছিল অসাধারণ।’
ইংল্যান্ড ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৮০ রান তুলে ফেলার পরও কেউ ঘাবড়ে যায়নি বলেও উল্লেখ করেন সাকিব। এর কারণটা পরে সংবাদ সম্মেলনে এসে জানালেন ব্যাট হাতে ২৯ বলে ৫১ রানে জয়ের নায়ক শান্ত। আগের দিন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এসে জানিয়েছিলেন, সবাইকে স্বাভাবিক খেলার স্বাধীনতা দিয়েছেন তিনি। ব্যর্থতার কথা না ভেবে বিপিএলে যে যেভাবে খেলেছে, সেভাবেই খেলার বার্তা দিয়েছিলেন। প্রথম ম্যাচে জয়ের পর ফুরুফুরে মেজাজে আগ্রাসী ব্যাটিংয়ের পেছনে অবাধ স্বাধীনতা পাওয়ার কথা জানালেন এই টপ অর্ডারও, ‘এই সিরিজের একটাই বার্তা ছিল, ব্যাটসম্যানরা যে যেভাবে স্বাভাবিক খেলা খেলে, ওভাবেই খেলবে। একদম ফ্রিডম নিয়ে খেলবে।’
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে নিয়ে থাকলেও টি-টোয়েন্টি নিয়ে খুব একটা আশা ছিল না স্বাগতিকদের। ওয়ানডে সিরিজ হারার পর নতুন আদলের টি-টোয়েন্টি দল কীভাবে রিয়েক্ট করে তা দেখার অপেক্ষা ছিল। সবাইকে চমকে দিয়ে ইংল্যান্ডকে উড়িয়ে দেয় বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পরামর্শক শ্রীধরণ শ্রীরাম দলে দেখতে চেয়েছিলেন ‘ইন্টেন্ট’, খুঁজছিলেন ‘ইমপ্যাক্ট’ পারফরম্যান্স। কিন্তু দু’একটি ম্যাচ ছাড়া সেটা সেভাবে দেখা যায়নি। দারুণ ছন্দে থাকা বাঁহাতি শান্ত জানালেন, স্বাধীনভাবে খেলার লাইসেন্স পেয়ে যাওয়ায় সবই তাদের ধীরে ধীরে উন্নতি হবে, ‘ইমপ্যাক্ট-ইন্টেন্ট যেটা বললেন ওটা তো বলার পর দিনই করা সম্ভব না। এটার জন্য একটা সময়ের প্রয়োজন। আর অনেক সময় উইকেট, পরিস্থিতি একেক সময় একেক রকম থাকে। সবাই এমন (আগ্রাসী) খেলারই চেষ্টা করে। কিন্তু আমার মনে হয় এখন ব্যাটাররা অনেক ফ্রিডম নিয়ে খেলছে। ইমপ্যাক্ট দেখবেন আস্তে আস্তে আরও ভালো জায়গায় যাচ্ছে।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি
এবার তিন অঙ্কে মুর্শিদা
উইলিয়ামসের পর তিন অঙ্কে আরভিন ও বেনেট, জিম্বাবুয়ের রেকর্ড
বিপিএলে অনিশ্চিত সাকিব নাম লেখালেন পিএসএলে
কোহলির আরও বড় শাস্তি প্রাপ্য ছিল: পন্টিং
আরও

আরও পড়ুন

পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছেন :  আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছেন :  আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

বিরলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বিরলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বড় পর্দায় প্রথম তাঁরা, কেমন ছিল অনুভূতি

বড় পর্দায় প্রথম তাঁরা, কেমন ছিল অনুভূতি

সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা রয়েছে: তথ্য উপদেষ্টা

সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা রয়েছে: তথ্য উপদেষ্টা

সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়তে বললেন মসজিদের সভাপতি!

সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়তে বললেন মসজিদের সভাপতি!

সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত

সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত

চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল

চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল

ইসকন নিয়ে পোস্ট: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার

ইসকন নিয়ে পোস্ট: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার

সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা

সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা

সদরপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও শোভাযাত্রা

সদরপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও শোভাযাত্রা

বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ

বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ

ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা

ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা

জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ

জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ

থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ  করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান

থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান

মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি

মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি

মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন

এবার তিন অঙ্কে মুর্শিদা

এবার তিন অঙ্কে মুর্শিদা

আগুনে পুড়েছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো: রিজভী

আগুনে পুড়েছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো: রিজভী

সখিপুরে বনবিভাগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও মশাল মিছিল

সখিপুরে বনবিভাগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও মশাল মিছিল