বড় জয়ে ওয়ানডে সিরিজ শুরু ভারতের

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০২৩, ১০:২২ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০৫:৫১ পিএম

টেস্টের পর এবার ওয়ানডে সিরিজও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু করলো স্বাগতিক ভারত। শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে সফরকারী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এ জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

মুম্বাই স্টেডিয়াম টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতের অধিনায়ক হার্দিক পান্ডে। ফলে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানে প্রথম উইকেটে হারায় অজিরা। এরপর সিরাজ ও সামির বোলিং তোপে ৩৫.৪ ওভার ১৮৮ রানে গুটিয়ে যায় অস্টেলিয়া। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল মার্স সর্বোচ্চ ৮১ রান করেন।

বল হাতে ভারতের পক্ষে সামী ও সিরাজ তিনটি করে উইকেট নেন। জবাবে ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৯.৫ ওভারে ৫ উইকেটে ১৯১ রান তোলে স্বাগতিক ভারত। ভারতের পক্ষে লোকেশ রাহুল অপরাজিত ৭৫ রান করেন।


বিভাগ : খেলাধুলা


আরও পড়ুন