আরাভ ইস্যুতে সাকিব বিতর্কিত, ‘ সাকিব সেন্সেবল বয়’ সে দেশের সম্পদ’বিসিবি
১৮ মার্চ ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২২ পিএম
ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পরদিনই দুবাইয়ে যান জুয়েলার্স উদ্বোধন করার জন্য। পরে জানা যায়, সাকিব যে জুয়েলার্স শপ উদ্বোধন করতে গেছেন, তার মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খুনের মামলার আসামী! যে ঘটনা নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়। এবার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শনিবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, সিরিজের পর প্রয়োজনে এ নিয়ে তদন্ত হবে। তবে আপাতত এ আলোচনা থেমে যাক, এটাই চাওয়া তার। সাকিব যদি ভুল করে সেখানে যান তাহলে কি তাকে রক্ষা করতে এগিয়ে আসবে বিসিবি? জালাল ইউনুস বলেন,‘অবশ্যই। কারণ সাকিব শুধু আমাদের বিসিবির সম্পদ না, দেশের সম্পদ। তার দিকে লুক আফটার করা আমাদের দায়িত্ব। ’
এক সাংবাদিকের প্রশ্নে তিনি আরও বলেন, ‘এটা নিয়ে এই সিরিজের মাঝখানে নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম না। কিন্তু যেহেতু আপনি প্রশ্ন তুলেছেন, আমি বলছি। পুরো ব্যাপারটা কিন্তু আমরা মিডিয়ায় দেখিছি, শুনেছি। যে ঘটনাটা ঘটেছে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। যখন নাকি একদিনের ব্যবধানে এটা হয়েছে। ’
‘একটা সিরিজ শেষ হলো, আরেকটা সিরিজ যখন শুরু হলো; তখন শুরু হয়েছে। যা কিছু ঘটেছে, আমরা যা কিছু দেখেছি, আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। আমাদের ওই সময় হয়নি পুরো বিস্তারিত জানার বা যারা এটার মধ্যে কনসার্ন আছেন তাদের জিজ্ঞেস করার। এটা সিরিজ শেষ হোক, অবশ্যই এই ব্যাপারে আমরা জানতে চাইবো। কী ঘটনা ঘটেছে, কী না ঘটেছে, কার ইনভলভমেন্ট কী, এগুলো আমাদের ব্যাপার না। আমরা বোর্ড থেকে দেখবো আমরা কতটুকু এখানে কনসার্ন। সে ব্যাপারটাই বেশি গুরুত্ব দেবো। ’
সাকিব কেন্দ্রিয় চুক্তিতে আছেন। তিনি বিসিবির কাছে দায়বদ্ধও। তাদের জানিয়েই সাকিবের যাওয়ার কথা এমন অনুষ্ঠানে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলছেন, তিনি জানেন না, জানতো না তার বিভাগও। দুই সিরিজের মাঝখানের একদিনের ছুটি কাজে লাগিয়েছেন, এমন দাবি জালাল ইউনুসের।
তিনি বলেছেন, ‘আমরা জানি না, আমার ক্রিকেট অপারেশন্স জানে না ব্যাপারটা। জেনারেলি সিরিজের মাঝখানে একটা ছুটি ছিল। দুটা সিরিজের মাঝখানে একটা ছুটির মতো ছিল, সেটা সে এভেইল করেছে, ব্রেকটা এভেইল করেছে। জানা ছিল ১৭ তারিখ দলের সঙ্গে জয়েন করবে এটা আমরা জানতাম। কোথায় গেছে কী করেছে, বা কার সঙ্গে কী ছিল, বাণিজ্যিক ইনভলমেন্ট ছিল কি না এটা আমরা পরে জোনতে পেরেছি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এমন কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্যই দেখবো। কিন্তু সিরিজের মাঝে আলাপ করতে চাচ্ছি না। ’
সাকিবকে ‘সেন্সেবল বয়’ হিসেবেও উল্লেখ করেন জালাল, ‘আমরা মনে করি সাকিব ইজ অ্যা ভেরি সেন্সেবল বয়। তার সবকিছু জ্ঞান আছে এসব ব্যাপারে। কোথায় কী করতে হবে না করতে হবে খুব ভালো জানে। ব্যাপারটা কী ঘটেছে, সেজন্যই বললাম কেন ঘটেছে, কীভাবে ঘটলো, কীভাবে ইনভলভমেন্ট হলো সেটা আমরা এখন পর্যন্ত জানি না। কারণ এটা নিয়ে আমরা তাদের সঙ্গে এটা নিয়ে আলাপ-আলোচনা করিনি। ’
‘এটা নিয়ে যদি হৈচৈ বেশি করি কিছু না জেনে। এটা তার পারফরম্যান্সেও তো একটা সমস্যা হবে। আমার মনে হয় আগে ব্যাপারটা জানি আমরা সবাই। সবারই এখানে সমর্থন দরকার। যদি সে না জেনে থাকে, যেটা বললেন, তাহলে পরামর্শ তাকে দেওয়া যায় কিনা, উপদেশ দেওয়া যায় কি না, আমাদের কোনো নির্দেশনা আছে কি না, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারি। ’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ