মুশফিকের দিনটি তামিম, লিটন বাংলাদেশেরও
২০ মার্চ ২০২৩, ১১:০৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম

* জন্মদিনে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারী ক্লাবে তামিম ইকবাল
* তামিম, সাকিবের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭ হাজারী ক্লাবে মুশফিকুর রহিম
* শাহরিয়ার নাফীসের সঙ্গে যৌথভাবে ওয়ানডেতে দ্রুততম (৬৫ ইনিংস) ২ হাজার রান লিটন দাসের
* সাকিবকে (৬৩ বল) ছাপিয়ে মুশফিকের ৬০ বলে সেঞ্চুরি ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম
* আগের ম্যাচেই ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ইনিংস ছাপিয়ে এদিন বাংলাদেশ গড়ে নতুন রেকর্ড, ৩৪৯/৬
শুরুটা শেষ থেকেই করা যাক। ম্যাচের তখন ৪৯তম ওভার। প্রথম বলেই লেগ-বাই থেকে এক রান পেলেন ইয়াসির আলী রাব্বি। স্ট্রাইকে গেলেন ৫১ বলে ৮৭ রানে অপরাজিত মুশফিকুর রহিম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও টিভি সেটের সামনে বসে থাকা দর্শকদের বুক তখন দুরুদুরু। মিস্টার ডিপেন্ডেবল পারবেন তো তিন অংকের ম্যাজিকাল ফিগার স্পর্ষ করতে? নাকি আগের ম্যাচে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের যেভাবে নার্ভাস নাইন্টিজের শিকার হয়েছিলেন, সেই পরিণতি আরও একবার বরণ করবেন মুশি। দর্শকদের সন্দেহ থাকারও যৌক্তিকতা আছে। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে যৌথভাবে চারবার নব্বইয়ের ঘরে সাজঘরে ফিরেছেন এই কিপার-ব্যাটার, অপরজন সাকিব। সেই ওভারের বাকি পাঁচ বলের হিসেবটা হচ্ছে ০, ০, ০, ৪ ও ০। আগের ৫১টা বল আত্মবিশ্বাসের চূড়ায় থেকে খেলা মুশির হঠাৎ কী হলো?
ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই গ্রাহাম হিউমকে উড়িয়ে মারতে গিয়ে ঢহেনির ক্যাচে পরিণত হলেন ইয়াসির। অর্থাৎ পরের বলটা খেলবেন ক্রিজে নতুন আসা ব্যাটার। সেই অনুযায়ী তাসকিন আহমেদ ডিপ মিডে ঠেলে দিয়েই সিঙ্গেল নিলেন। স্ট্রাইকে মুশফিক, পারবেন তো ৪ বলে ৯ রান করতে? স্টাম্পের উপরে আসা ইয়র্কার বল দারুণ দক্ষতায় স্কয়ার-লেগে ঠেলে নিলেন ডাবল। পরের বলেই দর্শনীয় চার। তবে এরপরও তো ২ বলে তিন রান দরকার। আবারও স্টাম্পের ওপরের বলকে ফ্লিক করে পেলেন দুই রান। বাংলাদেশ দলের সাড়ে তিনশ রানের মাইলফলক ছুঁতে প্রয়োজন আরও দুই রান আর দেশের ওয়ানডে ইতিহাসের দ্রুততম শতক স্পর্ষ করতে মুশির লাগবে ১ বলে ১ রান। হিউমের লো ফুলটস মিড উইকেটে ঠেলে দিয়েই সেই কাক্সিক্ষত মাইলফকে পৌঁছে গেলেন মুশফিক। ভাঙলেন সাকিবের রেকর্ড। এই অলরাউন্ডার ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শতক ছুঁয়েছিলেন ৬৩ বলে। অন্যদিকে মুশফিকের আগের দ্রুততম সেঞ্চুরিটি ছিল ৬৯ বলে, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে। এদিকে ২০০৮ সালে এশিয়া কাপে ভারতের বিপক্ষে অলক কাপালি শতক পেয়েছিলেন ২৪তম ওভারে নেমে। মুশফিক গতকাল নিজের নবম তিন অংকে পৌঁছালেন ৩৪তম ওভারে নেমে, এটিও একটি রেকর্ড।
এখানেই মুশির রেকর্ডের শেষ নয়। তামিম ইকবাল ও সাকিবের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে গতকালের ম্যাচে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেছেন মুশফিক। পরপর দুই ওভারে দুটি প্রাপ্তি ধরা দেয় অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানের হাতে। আগের ওভারে ছক্কা মেরে ৩৩ বলে পৌঁছান ফিফটিতে, পরের ওভারের প্রথম বলে চার মেরে স্পর্শ করেন সাত হাজার ওয়ানডে রানের সীমানা। ২৪৪ ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি।
টসে হেরে আগে ব্যাট করতে নামার পরই বাংলাদেশ ক্রিকেটের জন্য গতকালের দিনটা হয়ে গেল কেবল মাইলফকের। ব্যাটাররা মেতে উঠেছিলেন রেকর্ড ভাঙার খেলায়। জন্মদিনের দিন তামিমের খেলার ধরন বলছিল বড় ইনিংসই গড়তে যাচ্ছেন তিনি। তবে ২৩ রানের সময় রান আউটে কাটা পড়লে সেই সম্ভাবনা আলোর মুখ দেখেনি। তবে তার আগেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। তিন সংস্করণে ৩৮৩ ম্যাচে ৪৪৪ ইনিংস ব্যাটিং করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ১৪ হাজার রানও নেই।
আরেক ওপেনার লিটন দাস ৭১ বলে ৩ চার ও সমান সংখ্যক ছক্কায় ৭০ রান করার পথে নবম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ২ হাজার রান পূর্ণ করেন। ৬৫ ইনিংস লেগেছে তারা। শাহরিয়ার নাফিসেরও লেগেছিল সমান ৬৫ ইনিংস। বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে ২ হাজার রানের মাইলফলকে এই দুজনই এখন যুগ্মভাবে দ্রতততম। নাম্বার তিনে নামা নাজমুল হোসেন শান্তর ২০ ওয়ানডের ছোট ক্যারিয়ারে গতকালই খেললেন সেরা ইনিংসটি। ৩ চার ও দুই ছয়ে ৭৭ বলে করলেন ৭৩ রান। তার আগের সেরা ইনিংসটি ছিল ৫৮ রানের, ইংল্যান্ডের বিপক্ষে।
মাইলফকের ছড়াছড়ির ম্যাচে দারুন খেলেও চাপা পড়ে যাচ্ছে হৃদয়ের আরেকটি দুর্দান্ত ইনিংস। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে অভিষেকে সেঞ্চুরি মিস করেছিলেন ৮ রানের জন্য। এবার প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম দুই ম্যাচেই ফিফটি মিস করলেন ১ রানের জন্য! হৃদয় না পারলেও বাংলাদেশ দল দলীয়ভাবে আরেকটি রেকর্ড গড়ল গতকাল। আগের ম্যাচে ৩৩৮ রান করে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান করেছিল টাইগাররা। ঠিক তার পরের ম্যাচেই ৬ উইকেটে ৩৪৯ রান করে নিজেদের আরও উঁচুতে নিয়ে গেল বাংলাদেশ।
তবে এত্তোসব মাইলফলক আর রেকর্ডে মোড়ানো দারুন এই ম্যাচটি কেড়ে নিয়েছে বেরসিক বৃষ্টি। বাংলাদেশের ইনিংসের পর পরই নামে বৃষ্টি। সেই বৃষ্টির মাত্রা কখনো হলো প্রবল, কখনো হলো মাঝারি। কিন্তু পুরোপুরি আর বৃষ্টি থামল না। শেষ পর্যন্ত কাটঅফ সময়ের এক ঘন্টা আগেই (রাত ৮টা ৩২ মিনিটে) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিপিজেএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ বিনির্মানে সুবিধাবঞ্চিত শিশুদের গুরুত্ব দিতে হবে— মাহবুব আলম

গণমাধ্যমকে গুজব ও অপপ্রচার মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিয়ে হুড়োহুড়ি, খালি হাতে ফিরে গেল শতশত শতাধিক নারী-পুরুষ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৭৫ হাজার টাকা জরিমানা

পাথর বলবে হে মুসলিম আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা কর

শাহতলী পীর সাহেব মাওলানা আবুল বাশারের দাফন সম্পন্ন পীর সাহেব চরমোনাই’র শোক প্রকাশ

মুসলিম বিধায়কদের ‘চ্যাংদোলা’ হুমকি, শুভেন্দুর মন্তব্যে বিক্ষোভ বিজেপিতে

টি স্পোর্টসসহ অন্যান্য মিডিয়াতে অবৈধ ক্রীড়া সম্প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কোনো দাবিতেই নির্বাচন বিলম্ব করা হবে না: প্রধান উপদেষ্টা

ঢাকা কলেজস্থ গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মহফিল অনুষ্ঠিত

নিলামে রেকর্ড গড়ল মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি

ফিলিস্তিনে বর্বর গণহত্যা বিশ্ব মানবতার জন্য কলঙ্ক বিভিন্ন ইসলামী দলের প্রতিবাদে রাজধানী উত্তাল

সিগারেটের সর্বনিম্ন খূচরা মূল্য ৯ টাকা করার দাবি তরুণদের

ফিলিস্তিনে গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ ঃবাংলাদেশ খেলাফত মজলিস

শতকোটি টাকার মালিক হয়েও ভাড়া দেওয়া হলো ‘সুন্দর মহল’!

১০ এপ্রিল থেকে ৩৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার

ছত্তিসগড়ে সংঘর্ষ, ২২ মাওবাদী ও ১ পুলিশ নিহত

২০২৬ সাল থেকে ৭২৯ স্কুলে ষষ্ঠ-অষ্টম শ্রেণিতে ভর্তি বন্ধের নির্দেশ