টেস্টে নিজেদের চূড়ায় মুশফিক-তাইজুল
১২ এপ্রিল ২০২৩, ১১:০৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:৪১ পিএম
চৈত্রের খরতাপে যেখানে বাইরো বেরুনোই দুষ্কর, সেখানে রোজা রেখে প্রথম ইনিংসে করলেন ঝলমলে ১২৬ রানের ইনিংস। সেই ধারাবাহিতকা ধরে রাখলেন দ্বিতীয় ইনিংসেও, এবারও রোজা রেখে করলেন জয় ছিনিয়ে আনা অপরাজিত ৫১। সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্টে দুই ইনিংসেই ছন্দে ছিলেন মুশফিকুর রহিম। একই ম্যাচে বল হাতে তাইজুল ইসলাম নিয়েছিলেন যথাক্রমে ৫ ও ৪টি করে মোট ৯ উইকেট। মিরপুর টেস্টে আইরিশদের বিপক্ষে নৈপুণ্যের ফলে দুজনেরই রেটিং বেড়েছে। উঠে গেছেন ক্যারিয়ার-সেরা টেস্ট র্যাঙ্কিংয়েও। গতকাল প্রকাশিত আইসিরি আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে দেখা যায় ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে মুশফিক ১৭ নম্বরে, বোলারদের র্যাঙ্কিংয়ে তাইজুল ২০ নম্বরে।
মুশফিক এর আগেও একবার ১৭ নম্বরে উঠেছিলেন। সেটি গত বছরের মে মাসে শ্রীলঙ্কা সিরিজের পর। তাইজুলের ক্যারিয়ার–সেরা র্যাঙ্কিং ছিল ২১, ২০১৮ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার জেতা মুশফিক মোট ৫ ধাপ এগিয়েছেন, রেটিং ৬৭৪। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৬৮৪ রেটিং নিয়ে ১৫ নম্বরে আছেন লিটন দাস। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে অবস্থান করছেন ৩৮ নম্বরে। দ্বিতীয় ইনিংসে বল হাতে ২ উইকেট নিয়ে ২ ধাপ এগিয়েছেন সাকিব, আছেন ২৬ নম্বরে।
বাংলাদেশের বোলারদের মধ্যে ৩ ধাপ এগিয়ে শীর্ষে এখন তাইজুলই। তবে হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি ১৫ ধাপ এগিয়েছেন ইবাদত হোসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ডানহাতি এ পেসার এখন ৬৭ নম্বরে অবস্থান করছেন। এটি তার ক্যারিয়ার–সেরাও। এর আগে গত বছরের এপ্রিলে সর্বোচ্চ ৭৯ নম্বরে উঠেছিলেন।
বাংলাদেশের ব্যাটসম্যান-বোলার বাদ দিলে টেস্ট র্যাঙ্কিংয়ের ওপরের দিকে পরিবর্তন একদমই হয়নি। ব্যাটসম্যানদের প্রথম তিনে যথারীতি মারনাস লাবুশেন, কেইন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ। আর বোলারদের সেরা তিনে রবিচন্দ্রন অশ্বিন, জিমি অ্যান্ডারসন ও প্যাট কামিন্স।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন (ব্যাটিংয়ে) বাবর আজম, রেসি ফন ডার ডুসেন ও ইমাম উল হক এবং (বোলিংয়ে) জশ হ্যাজলউড, ট্রেন্ট বোল্ট ও মোহাম্মদ সিরাজ। আর টি-টোয়েন্টিতে (ব্যাটিংয়ে) সূর্যকুমার যাদব, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম এবং (বোলিংয়ে) রশিদ খান, ফজলহক ফারুকি ও জশ হ্যাজলউড। ওয়ানডে ও টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। টেস্টে আছেন তিনে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসনিক অসহযোগিতা রয়েছে: তথ্য উপদেষ্টা
সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়তে বললেন মসজিদের সভাপতি!
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
ইসকন নিয়ে পোস্ট: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার
সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: পরিবেশ উপদেষ্টা
সদরপুরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা
বেগমগঞ্জে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ
ময়মনসিংহ প্রেসক্লাবে চরম অচল অবস্থা, সহিংস ঘটনার আশংকা
জকিগঞ্জে জামায়াতের সেক্রেটারিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে জুমার খুৎবা পূর্ব বয়ান
মেলবোর্নে স্মিথ-কামিন্সের অনন্য কীর্তি
মনমোহন সিংয়ের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন
এবার তিন অঙ্কে মুর্শিদা
আগুনে পুড়েছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো: রিজভী
সখিপুরে বনবিভাগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও মশাল মিছিল
হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে লিফলেট বিতরণ
বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ফ্রান্স প্রবাসীদের প্রাণবন্ত মিলনমেলা
পরিস্থিতি বিবেচনায় স্থগিত পরিচালক সমিতির নির্বাচন