সব কন্ডিশনের চ্যালেঞ্জে চোখ হাথুরুর
২৬ এপ্রিল ২০২৩, ১০:৪০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:২৪ পিএম

আসছে অক্টোবরে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। সেটিও ভারতের মাটিতে। এশিয়া বলেই চেনা আঙিনা, নিজেদের পছন্দের সংস্করণও- তারপরও যে প্রতিবেশি দেশটিতে গিয়ে কন্ডিশনের চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে বাংলাদেশ তাতে কোনো সন্দেহ নেই। তাইতো হাতে সময় থাকতে সেই কন্ডিশনকেই গুরুত্ব দিয়ে এগোচ্ছে টিম ম্যানেজমেন্ট। সেই তালিকায় ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ তো আছেই, তবে সেটি ছাড়িয়ে আরও দূরে তাকিয়ে আছেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে দুর্ভাবনায় আটকে থাকতে চান না তিনি। কন্ডিশন যাই হোক না কেন, বাংলাদেশের প্রধান কোচের লক্ষ্য দলের সার্বিক উন্নতি।
তিন দিনের অনুশীলন ক্যাম্পের জন্য গতকাল সন্ধ্যায়ই সিলেটে পৌঁছেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। উদ্দেশ্য আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিজেদেরকে ঝালাই করে নেওয়া। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে আগামী মাসে চেমসফোর্ডে মুখোমুখি হবে দুই দল। ইংল্যান্ডের উইকেট ও কন্ডিশনের সঙ্গে হাথুরুসিংহে মিল খুঁজে পেয়েছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। সেকারণে অনুশীলন ক্যাম্পের জন্য ওই ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠক করেছেন প্রধান কোচ। সে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হলো, ইংল্যান্ডের উইকেটের সঙ্গে এখানকার কয়েকটি উইকেটের মিল রয়েছে। তাই আমার মনে হলো, সেখানেই অনুশীলন করা উচিত। আবহাওয়ার বিষয়টি তো আছেই। এখানে (ঢাকায়) অনেক গরম। যে ধরনের উইকেট আমি চাই, তা এখানে পাব না।’
ছোট্ট এই ক্যাম্পটি ¯্রফে তিন দিনের। এর মধ্যেই স্কিল ঝালাইয়ের চেষ্টা করবেন ক্রিকেটাররা। তবে এই সিরিজের জন্যই নয়, কোচ এভাবে তৈরি হতে চান প্রতি সিরিজের জন্যই। হাথুরুসিংহে যখন আগের দফায় কোচের দায়িত্বে ছিলেন, তখন দেশের মাঠে প্রতিপক্ষ বুঝে তাদের দুর্বলতা অনুযায়ী উইকেট তৈরি করার কৌশল বেছে নিয়েছিলেন তিনি। ঘরের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে মূলত স্পিননির্ভর কৌশল বেছে নিয়েছিলেন। সেটিতে যেমন কিছু ফল মিলেছিল, তেমনি সমালোচনাও ছিল বেশ। এবার টেস্ট ক্রিকেটের সূচির দিকে তাকিয়েই কৌশলে পরিবর্তন আনতে চান কোচ। সামনে দেশের বাইরে অনেক টেস্ট খেলতে হবে বাংলাদেশকে। দলকে সেই চ্যালেঞ্জের উপযোগী করে তুলতে চান কোচ, ‘ব্যাপারটি শুধু ইংল্যান্ডের কন্ডিশনের নয়, আমাদের সার্বিক উন্নতির জন্যও প্রয়োজন এটা। প্রতিপক্ষ নিয়ে ও ফলাফল নিয়ে দুর্ভাবনার ব্যাপারও এখানে নেই। আমরা উন্নতি করতে চাই, ব্যস। ভবিষ্যতে যেখানেই আমরা খেলি না কেন, উন্নতি করতে চাই। সামনে আমাদের অনেক খেলা আছে, বিশেষ করে দেশের বাইরে টেস্ট আছে কিছু।’
সিলেটের এ ক্যাম্পটি চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। তবে দলের সঙ্গে যাচ্ছেন না সাকিব আল হাসান। সিলেটের প্রস্তুতি ক্যাম্প থেকে ছুটি নিয়ে ঈদের পরদিন গভীর রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি। সাকিবের আপাতত সময় কাটবে যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের সঙ্গে। প্রস্তুতি ক্যাম্পে থাকছেন না আইপিএল খেলতে ভারতে থাকা লিটন দাস ও মুস্তাফিজুর রহমানও। দলের সঙ্গে সরাসরি ইংল্যান্ডে যোগ দেওয়ার কথা তাঁদের। ঢাকা থেকে বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে দুই ভাগে ভাগ হয়ে, যার বড় অংশটিই যাবে ৩০ এপ্রিল দিবাগত রাতে। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে হবে ৯, ১২ ও ১৪ মে। তার আগে ৫ মে বাংলাদেশ দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিব ও মুস্তাফিজের। লিটন যোগ দেবেন প্রস্তুতি ম্যাচের পর।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও এ বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত হয়েছে আগেই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

আনোয়ারায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

দীর্ঘ ১৬ বছর পরে বরিশাল কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ পড়ালেন খতিব মুসাররফ হোসাইন

পাকিস্তান থেকে চাল আমদানি, এলো ২৬ হাজার টন আতপ চাল

কোম্পানির অর্থায়ন ও প্রলোভনে স্বাস্থ্যঝুঁকিতে তামাক চাষিরা

বাম ছাত্র সংগঠনগুলোর গণমিছিল স্থগিত করলো নিজেরাই

সৈয়দপুরে ঈদবাজারে মহিলাদের পছন্দ ও বিক্রির শীর্ষে পাকিস্তানি পোশাক

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করতে ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক নেতারা

আশুলিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা, মুদি দোকানদার গ্রেফতার

চিলমারীতে দুর্নীতির আখড়া জনস্বাস্থ্য বিভাগ

সৈয়দপুরে নানারকমের ইফতার পণ্যের জমজমাট বেচাকেনা

প্রভাবশালী মহলের মিথ্যা মামলা থেকে বাঁচতে বৃদ্ধের আকুতি

ডিমলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ

বরিশালে সূর্যমুখী তেলবীজের আবাদ ও উৎপাদন ক্রমশ বাড়ছে

মীরসরাইয়ে ৫৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

ছিনতাই কাজে ব্যর্থ হয়ে গার্মেন্টস কর্মী রেজাউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়

রায় কার্যকর করতে হবে ৯০ দিনে ৯১ দিন যেন পার না হয়- আমীরে জামায়াত

মার্কিন কর্মকর্তার রোহিঙ্গা সংকটে সহায়তা বন্ধের প্রস্তাব নিয়ে বিতর্ক

কালো সোনায় রঙিন স্বপ্ন পঞ্চগড়ের কৃষক মানিকের

নোয়াখালীতে আইন মন্ত্রণালয় কর্মচারীর কাছে যুবদলনেতার ১ লাখ টাকা চাঁদা দাবি

‘শেখ পরিবারের কি এক্টাবস্থা!’