রশিদ নেই, বাংলাদেশকে ভাবাচ্ছে অন্য উত্তাপ
০৭ জুন ২০২৩, ১০:৩৮ পিএম | আপডেট: ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম
চোটের কারনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেননি তিনি। গতকাল সিরিজের শেষ ম্যাচে খেললেও বাংলাদেশের বিপক্ষে টেস্টের দলে রশিদ খানকে রাখা হয়নি। দলের সেরা এই তারকাকে ছাড়া এদিনই বাংলাদেশ সিফরের একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
দলে নেই আইপিএল খেলে আলোচনায় আসা আরেক রিস্ট স্পিনার নূর আহমেদও। আরেক আফগান স্পিনার মুজিব উর রেহমান টেস্ট খেলছেন না ২০১৮ সাল থেকে। আর মোহাম্মদ নবী তো টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৯ সালে। সব মিলিয়ে বোলিং আক্রমণে এক দল নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসছে হাশমতউল্লাহ শহীদির আফগানিস্তান। নিয়মিত স্পিনারদের অনুপস্থিতিতে ১৫ সদস্যের দলে আছেন বাঁহাতি স্পিনার আমির হামজা, বাঁহাতি রিস্ট স্পিনার জহির খান এবং আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা ১৯ বছর বয়সী লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ।
টেস্ট দলের নিয়মিত পেসার ইয়ামিন আহমেদজাইর সঙ্গে আছেন করিম জানাত, নিজাত মাসুদ। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা দুজনই এর আগে আফগানিস্তানের হয়ে শুধু সাদা বলের ক্রিকেট খেলেছেন। এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলা ইব্রাহিম আবদুলরহিমজাই আছে এ দলে। ব্যাটসম্যানদের মধ্যে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান বাহির শাহ। আফগানিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে ৬৫.২০ গড়ে ১টি ট্রিপল সেঞ্চুরি ও ৯টি সেঞ্চুরি করেছেন তিনি।
আফগানিস্তান দল বাংলাদেশ সফরে আসবে আগামী ১০ জুন। তিন দিন অনুশীলন শেষে ১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট। সফরে আরও ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে দুই দল। তার আগেই আফগান শিবিরে দলে যোগ দেবার কথা বিশ^ চমকানো স্পিনিং অলরাউন্ডার রশিদের। এদিকে আফগান সিরিজকে সামনে রেখে অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে প্রবাহিত তীব্র গরমের আঁচ লেগেছে তাদের শরীরেও। ঢাকায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই গতপরশু মিরপুরের হোম অব ক্রিকেটে আদতেই ঘাম ঝরিয়েছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। তবে ড্রেসিংরুমের পাশে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কয়েক চক্কর দেওয়ার পর ঘামে ভেজা শরীর নিয়ে ঘাসেই শুয়ে পড়েন পেসার খালেদ আহমেদ। হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন তামিম। বারবার ঘাম মুছতে থাকেন ইনজুরি কাটিয়ে ফেরা তারকা পেসার তাসকিন আহমেদ। তাদের পাশে দৌড়ানো নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হোসেন জয়, শরিফুল ইসলামরা গরমের কারণে গায়ের জার্সিই খুলে ফেলেন। পরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সংবাদমাধ্যমের ক্যামেরায় ইশারা করে দেখান, ‘অনেক গরম...অনেক!’ প্রচ- এই গরমের সঙ্গে লড়াই করেই চলছে তাদের অনুশীলন।
অনুশীলনে তবু নিজেদের মতো করে চালানোর সুযোগ আছে। প্রয়োজনমত থাকে পানি পানের বিরতি। কিন্তু ম্যাচ চলাকালে নির্ধারিত সময়ের আগে কোনো বিরতির সুযোগ নেই। টেস্ট ম্যাচের আগে এমন অসহনীয় গরম সংশ্লিষ্ট সবার জন্যই বড় ভাবনার জায়গা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি যেমন সম্ভাব্য করণীয় ভেবে রেখেছেন। আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে পানি পানের বিরতি বাড়ানোর পরামর্শ তার।
পাঁচ দিনের টেস্ট ম্যাচে সাধারণত দিনের খেলায় দুই ঘণ্টা পরপর থাকে সেশন বিরতি। আর প্রতি সেশনে এক ঘণ্টা পরপর দেওয়া হয় পানি পানের বিরতি। তবে সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সদ্য সমাপ্ত আনঅফিসিয়াল টেস্ট সিরিজে গরমের কারণেই বাড়তি রাখা হয়েছিল। খেলার মাঝেই বড় ছাতার নিচে বসে দুই দলের খেলোয়াড়দের পানি পান করতে দেখা গেছে প্রায় নিয়মিত। দুই দলের সমঝোতায় বাড়ানো হয়েছিল বিরতি। আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচেও একই পথ বেছে নেওয়া উচিত, গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বললেন বিসিবির প্রধান চিকিৎসক, ‘ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে যে সিরিজটি ছিল, দুই দলের সম্মতির ভিত্তিতে আমরা বিরতির সংখ্যা বাড়িয়েছিলাম। টেস্ট ম্যাচেও এমন হবে কি না, সেটি ম্যাচ রেফারি অথবা দলের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু ক্রিকেটারদের স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে আমরা চাইব বিরতির সংখ্যা বাড়ানোর জন্য। অথবা কোনো ক্রিকেটার যখনই পানি বা ছায়ার জন্য ডাকবে, ওদের জন্য এই ছাড়টা যেন দেওয়া হয়।’
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী আরও এক-দেড় সপ্তাহ এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এই মিরপুরেই আফগানদের বিপক্ষে টেস্ট শুরু হবে আসছে ১৪ জুন। সেই হিসেবে তখনও থাকবে এমন গরমের তীব্রতা। উচ্চ তাপমাত্রার পাশাপাশি বাতাসের আর্দ্রতার কারণে শারীরিক সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি থাকে। তাই ক্রিকেটারদের শরীরকে প্রস্তুত করার জন্য অনুশীলনের আগের সময়ের মতো পরের সময়েও সমান জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন দেবাশিষ। বিশেষ করে তীব্র তাপদাহের কারণে শরীর থেকে ঘাম হিসেবে অনেক পানি বের হয়ে যায়। তাই কিছুক্ষণ পরপরই পানি পানের তৃষ্ণা পায়। তবে এক্ষেত্রে তেষ্টা পাওয়ার পর পানি পান করার চেয়ে আগেই তা নিয়ন্ত্রণে রাখার পরামর্শ বিসিবির প্রধান চিকিৎসকের।
আফগানিস্তান টেস্ট দল : হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই, ইকরাম আলীখিল, ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুল হক নাভিদ, আমির হামজা হোতাক, ইব্রাহিম আবদুলরহিমজাই, ইয়ামিন আহমেদজাই, নিজাত মাসুদ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সেনবাগে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার!
ফারুকীকে প্রত্যাহার না করলে আবারো রাজপথে নামবো মুফতি ফয়জুল করীম
কুরস্কে একদিনে কিয়েভের ৪৩০ সেনা নিহত
সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব: মঈন খান
সেনবাগে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!
দিন-দুপুরে রাজধানীতে বাসায় লুটপাট, নিয়ে গেছে দুধের শিশুকেও
জামায়াত দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়-ডাঃ তাহের
ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির নতুন কমিটিকে ঘিরে উত্তেজনা, প্রশাসক নিয়োগ দিলেন ডিসি
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জনগণের প্রত্যাশা পছন্দের প্রার্থীকে ভোট দিবে : আমিনুল হক
উন্নত ও স্থিতিশীল রাষ্ট্র গঠনে আমানতদারিতা নিয়ে আজহারীর বার্তা
অ্যাপাচি গানশিপে যৌনমিলন, দুই সেনা গ্রেফতার
রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন সার্বিক সহযোগিতা করবে- সিলেট মহানগর ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রিয়াজ
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন
অগ্নিঝরা লুকে ভিকি কৌশল, পুরাণ কাহিনী নিয়ে আসছে "মহাবতার"
আন্দোলনে শহীদ ওসামার কবর জিয়ারত করলেন ইবি সমন্বয়করা
ইবি প্রফেসর ড. নাছিরের তৃতীয় বই প্রকাশিত
অক্সফোর্ডে ‘স্বাধীন কাশ্মীর’ নিয়ে বিতর্কসভা! প্রতিবাদ ভারতীয়-হিন্দুদের
প্রশাসনকে দোসরমুক্ত না করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : ডা. রফিক
কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ