‘বড়’ কিছুতে বিশ্বকাপ রাঙাতে চান সাকিব
১৩ জুলাই ২০২৩, ১০:৪২ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ১১:৫৩ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা প্রায় ১৭ বছরের। দীর্ঘ এই যাত্রায় তার সঙ্গে রেকর্ডের সখ্যতা নিয়ে মহাকাব্য রচনা করা যায় অনায়াসেই। তার নিজের অবশ্য এতটা রোমাঞ্চ কাজ করে না ব্যক্তিগত মাইলফলক নিয়ে। দলে অবদান রাখতে পারলেই তিনি খুশি। তবে মঞ্চ যখন বিশ্বকাপ, তখন তা আন্দোলিত করে সাকিবকেও। গত বিশ্বকাপের মতো এবারও তিনি বিশ্বকাপে করতে চান দারুণ কিছু।
ক্যারিয়ারে অসংখ্য অর্জনে নিজেকে রাঙানো সাকিব সবশেষ গড়েছেন অনন্য এক কীর্তি। আফগানিস্তানে বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে পূরণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান ও ৬০০ উইকেটের ‘ডাবল।’ বাংলাদেশের ক্রিকেটে তো বটেই, বিশ্ব ক্রিকেটেই এরকম অনেক ‘প্রথমের’ জন্ম হয়েছে সাকিবের হাত ধরে। বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড কত গড়েছেন, সেই হিসাব রাখাও কঠিন। তার অর্জনগুলি এখন আর আলাদা করে বিস্ময় জাগায় না, বরং তার শ্রেষ্ঠত্ব আর বিশালত্বকেই ফুটিয়ে তোলে বারবার।
সবশেষ ওই মাইলফলকে পর সাকিবের প্রতিক্রিয়া জানা গেল গতকাল। আফগানিস্তানের আগে টি-টোয়েন্টি সিরিজের আগে সিলেটে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক আগের মতো বললেন, রেকর্ড-অর্জনের ওজন তিনি আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন অবসরের পর, ‘যে কোনো মাইলফলকই অবশ্যই প্রেরণা জোগায়। এরকম কিছু হলে তো অবশ্যই নিজের কাছে ভালো লাগবে, আরও বেশি প্রেরণা কাজ করে ভালো করার জন্য। তবে আল্টিমেটলি কতটা ভালো লাগতে পারে, এটা হয়তো অবসরের পর বুঝতে পারব। তবে আমি যেটা সবসময় বলে থাকি যে, দলের জন্য অবদান রাখতে চাই এবং যেহেতু দুটি দিক আমার আছে (ব্যাটিং ও বোলিং) এবং দুই দিকে অবদান রাখতে পেরেছি, এটা অবশ্যই আমার কাছে ভালো লাগার একটা জিনিস।’
সেই অবসরের সম্ভাব্য সময় বা ক্যারিয়ারের সীমারেখা, ক্যারিয়ারের পথচলায় সামনের লক্ষ্য, এসব নিয়েও সুনির্দিষ্ট কোনো ভাবনা নেই বলেই দাবি করলেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। আপাতত তার ভাবনাজুড়ে বিশ্বকাপ, ‘লক্ষ্য আসলে জানি নাৃবিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি অবদান রাখতে পারি এবং তখন পরের ধাপের পরিকল্পনা করতে পারব।’ দলে অবদান রাখতে চাওয়া মানেই পারফরম্যান্সের তাড়না। সেই পারফরম্যান্স নিয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যাকে পাখির চোখ করেছেন কি না, এই প্রশ্ন ছুটে গেল সাকিবের দিকে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ৬০৬ রান ও ১১ উইকেটের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স মেলে ধরা ক্রিকেটার বললেন, এবারও তার স্বপ্ন বড় কিছুর, ‘ওরকম কোনো নম্বর নেই, যেটা আমি চাই। তবে বিশ্বকাপ এলে অবশ্যই চাই বড় বড় নম্বর যেন হয়।’
ভারতে আগামী বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে ১০ অক্টোবর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা