উপভোগের মন্ত্রে উজ্জ্বীবিত বাংলাদেশ
১৩ জুলাই ২০২৩, ১০:৪৩ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ১১:৫৩ পিএম
ঢাকায় টেস্ট, চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর এবার সিলেটে টি-টোয়েন্টির মিশনে এবার নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। আজ লাক্কাতুরার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথমটি। একদিন বিরতি দিয়ে আগামী রোববার হবে সিরিজের শেষ ম্যাচটি। মিরপুরে টেস্টে দাপুটে জয় এলেও সাগরিকায় ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই লজ্জার প্রতিশোধ নিতে টি-টোয়েন্টি সিরিজকেই বেছে নিতে চায় স্বাগতিকরা।
আফগান সফরের শেষ সিরিজটি খেলতে দু’দিন আগেই চট্টগ্রাম থেকে সরাসরি চায়ের দেশে পা রেখেছে দু’দল। সেদিনই সাকিব-রশিদদের বরন করে নেয় এক পশলা বৃষ্টি। তবে তার মাঝেও শহরের বড়শালা এলাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সিলেটে উঠেই ম্যাচ ভেন্যুতে চলে যান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ও হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহে। পরে দিনের বাকিটা সময় বিশ্রাম আর ইনডোরে জিম সেশন করে গতকালই মাঠের অনুশীলনে নামে দু’দল। তবে ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে কারা ফেবারিট এই বিতর্কে না জড়িয়ে নিজেদের জয়ের ঘোষনাই দিলেন সাকিব। বাংরাদেশ অধিনায়কের মতে, ‘আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, আমরা সিলেটে টি-টোয়েন্টির মিশনে জিততে এসেছি।’
পরিসংখ্যানে এই ফরম্যাটে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান অনেক এগিয়ে রয়েছে। যেখানে নয় বারের দেখায় আফগানদের জয় ৬টিতে এবং বাংলাদেশের ৩টিতে। সংক্ষিপ্ত এই সংস্করণের ক্রিকেটে সর্বশেষ দুই দেখায় যথাক্রমে ৮ এবং ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। কিন্তু শেষ পাঁচ লড়াইয়ের মধ্যে দু’টি জয় পায় বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি বলেই যে কোনো কিছু হতে পারে বলে মত সাকিবের, ‘প্রতিটা সিরিজই একটা চ্যালেঞ্জ। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা আরও বেশি। কারণ সব দলের সমান সুযোগ থাকে। টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছু আছে বলে আমার মনে হয় না। যে কোনো দল যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। ওই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগের বিষয়। আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু একটা ম্যাচ হেরেছি।’
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের মতে প্রতিপক্ষ নিয়ে যত কম চিন্তা করা যায় তত ফলাফল আরও ভালো করে বাংলাদেশ, ‘আমার কাছে মনে হয় আমরা দল হিসেবে তখনই ভালো খেলি যখন অন্য দলকে নিয়ে চিন্তা কম করি। আমরা ওয়ানডে সিরিজের কথা ভুলে টি-টোয়েন্টির রোমাঞ্চ উপভোগ করতে চাই, এবং জিততে চাই।’ সিলেটে টি-টোয়েন্টি সিরিজে বড় বাধা বৃষ্টি। যে কারণে একাদশ নির্ধারণ করার ক্ষেত্রে টস পর্যন্ত অপেক্ষা সাকিবের, ‘টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই তারপর একাদশটা ঠিক করতে পারব।’
এদিকে, কুড়ি ওভারের সিরিজ সামনে রেখে গতপরশু থেকে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ উপভোগে দর্শকরা টিকিট সংগ্রহ করেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা কাউন্টারের মেইন গেট ও রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের মেইন গেটের কাউন্টারে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এসব কাউন্টারে টিকিট বিক্রি হয়। এছাড়া আজ ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখতে ২০০ টাকা খরচ করতে হবে দশর্কদের। ইস্টার্ন গ্যালারি ৩০০ টাকা ও ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা। এছাড়া এই ম্যাচগুলো গ্র্যান্ড স্ট্যান্ডে বসে দেখা যাবে ১৫০০ টাকায়।
গতপরশু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা কাউন্টারের মেইন গেট ও রিকাবিবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের মেইন গেটের কাউন্টার ঘুরে দেখা যায় টিকিট কিনতে ভিড় জমিয়েছেন সিলেটের ক্রিকেটপ্রেমীরা। টিকেট পেয়ে অনেকেই উচ্ছাস প্রকাশ করেছেন। টিকেট কিনতে এখন পর্যন্ত কোন ধরনের ভোগান্তিতে পড়েননি তারা। একমনকি এবার টিকিট বিক্রির প্রক্রিয়া অন্যান্য বারের তুলনায় অনেকটাই সুশৃঙ্খল বলেও জানান দর্শকরা। এছাড়া অনলাইনেও টিকিট বিক্রি করছে বিসিবি। জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট কাটা যাচ্ছে। প্রপ্তি সাপেক্ষে আজ ম্যাচের দিনও মিলতে পারে টিকিট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক ইকবাল হোসাইন
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর