হ্যাটট্রিকে বাবরের ইতিহাস
১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
আগের রাতে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে রেকর্ড ব্যবধানে হেরেছে বাবর আজমের পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন হারের এক দিন পরই অবশ্য একটা সুখবর পেলেন পাকিস্তান অধিনায়ক। তৃতীয়বারের মতো আইসিসির মাসসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন তিনি। সেরা ক্রিকেটার হওয়ার পথে পাকিস্তান অধিনায়ক বাবর টপকে গেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা নিকোলাস পুরান ও পাকিস্তান-সতীর্থ শাদাব খানকে। প্রথম ক্রিকেটার হিসেবে তিনবার মাসসেরার পুরস্কার জিতলেন বাবর। এর আগে ২০২১ সালের এপ্রিল ও ২০২২ সালের মার্চে সেরা হয়েছিলেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের এখনকার ১ নম্বর ব্যাটসম্যান। আগস্টে সেরা নারী ক্রিকেটার হয়েছেন আয়ারল্যান্ডের আরলিন কেলি।
গত মাসের শুরুটা অবশ্য ভালো ছিল না বাবরের। শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচে আউট হন কোনো রান না করেই। তবে সিরিজের পরের দুই ম্যাচে করেন ফিফটি। আগস্টের শেষদিকে নেপালকে এশিয়া কাপে ২৩৮ রানে হারানোর ম্যাচে বাবরের ব্যাট থেকে আসে ১৫১ রান। যেটা ছিল ওয়ানডেতে বাবরের ১৯তম সেঞ্চুরি, সব মিলিয়ে ৩১তম। আগস্টে বাবর মোট রান করেছেন ২৬৪। ৬৬ গড়ের সঙ্গে স্ট্রাইক রেট ছিল ৯২.৩০।
গত আগস্টে ওয়ানডেতে চার ম্যাচ খেলা বাবর অন্য দুই সংস্করণে খেলেননি। তবে সেটিই যথেষ্ট হয়েছে সেরার পুরস্কার জিততে। বাবরের সঙ্গে মনোনয়ন পাওয়া অলরাউন্ডার শাদাব সমান ৪ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৮টি, রান করেছেন ৯৪। অন্যদিকে পুরান আগস্টে খেলেছেন শুধু ৫টি টি-টোয়েন্টি। ভারতের বিপক্ষে খেলা সিরিজে একটি ফিফটির সঙ্গে দুটি চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন পুরান।
তৃতীয়বার মাসসেরা হয়ে বাবর তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘আগস্টের আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ায় বেশ ভালো লাগছে। দলের জন্য গত মাসটি ছিল অসাধারণ, আমিও দলের জন্য কিছু দারুণ পারফরম্যান্স করেছি। দীর্ঘ সময় পর পাকিস্তানে এশিয়া কাপ ফিরেছিল, মুলতান ও লাহোরের ক্রিকেটপাগল দর্শকদের সামনে খেলতে পারা দারুণ ছিল। আর মুলতানে আমার মানুষদের সামনে দেড় শর বেশি রান করায় আনন্দটা দ্বিগুণ হয়েছিল।’
মেয়েদের ক্রিকেটে আগস্ট মাসের সেরা কেলি পুরস্কার জিতেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের পারফরম্যান্স দিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই পেসার। সেটি ছিল ২৯ বছর বয়সী কেলির ক্যারিয়ারসেরা বোলিং। কেলি টপকে গেছেন নেদারল্যান্ডসের আইরিস জুইলিং ও মালয়েশিয়া অলরাউন্ডার আইন্না হামিজাহ হাশিমকে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তালবাহানা চলবে না মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে: শহিদুল ইসলাম বাবুল
সাউথইস্ট ব্যাংক থেকে ৫২৬ কোটি টাকা লুটপাট, কেয়া গ্রুপের বিরুদ্ধে ২ মামলা
এসএমপির সেই শাদিদ এখন যাচ্ছেন রংপুরে, কোন বাধাই ঘুষে বিরত রাখেনি তাকে
ইজতেমা ময়দানে ১৪৪ ধারা প্রত্যাহার
লামায় স্কুল শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার
জবি ছাত্রদলের পদবঞ্চিতদের উগ্রতায় সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ
ফুলপুরে মার্কেটে হামলাসহ অস্ত্র প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন
রাবিতে অচলাবস্থা: শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, অফিসারদের কর্মবিরতির হুমকি
ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল না করলে রোববার থেকে রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’
মির্জাপুরে গভীর রাতে দিনমুজুরদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও এসিল্যান্ড
ভারতীয় নার্সের মৃত্যুদণ্ডের বিষয়ে ইয়েমেনের সঙ্গে আলোচনায় ইরান
আচমকাই নিজের নাম পাল্টে ফেললেন ইলন মাস্ক, কিন্তু কেন?
শীতার্ত মানুষের পাশে দাঁড়ান: খেলাফত মজলিস
কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন
এবার নিউইয়র্কের নৈশ ক্লাবে বন্দুকধারীর হামলা
কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে মতবিনিময়
দোয়ারাবাজারে সমাজসেবা দিবস পালিত
গাজায় ইসরাইলের হত্যার শিকার ২ বছরের কম বয়সি ১১০০ শিশু
বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদ রনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনোহরগঞ্জে যুবদলের সাংগঠনিক সভায় ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ