ঝড়ো সেঞ্চুরিতে কুসলের রেকর্ড, রানবন্যার ম্যাচে শ্রীলঙ্কার অপেক্ষার জয়
০২ জানুয়ারি ২০২৫, ১২:০৬ পিএম | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১২:২৭ পিএম
ব্যাট হাতে রীতিমত ঝড় তুললেন কুশল পেরেরা। গড়লেন দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। দল পেল নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। পরে রান তাড়ায় সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পেরে উঠল না নিউজিল্যান্ড। স্বাগতিকদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি দীর্ঘ অপেক্ষার অবসানও ঘটালো শ্রীলঙ্কা।
নেলসনে বৃহস্পতিবার স্বাগতিকদের ৭ রানে হারিয়েছে লঙ্কানরা। ২০০৬ সালের পর নিউজিল্যান্ডে মাটিতে টি-টোয়েন্টিতে এটি শ্রীলঙ্কার প্রথম জয়।
২১৯ রানের লক্ষ্যে ২১১ রানে আটকে যায় নিউজিল্যান্ডের ইনিংস। শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ২২ রান। ফার্নান্ডোর করার ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে ২ বলে ১০ রানের নামিয়ে এনেছিলেন জাকারি ফুকস। তবে শেষ দুই বলে ২ রানই তুলতে পারে নিউজিল্যান্ড।
তবে আগেই দুই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ব্ল্যাক ক্যাপস বাহিনী।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করতে স্রেফ ৪৪ বল খেলেন কুসল। শ্রীলঙ্কার হয়ে যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তিনি ভেঙে দিয়েছেন তিলকরত্নে দিলশানের রেকর্ড। ২০১১ সালে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ বলে সেঞ্চুরি করেছিলেন দিলশান।
পাওয়ার প্লেতে নেমে ১৯তম ওভারে আউট হওয়ার আগে ৪৬ বলে ১৩টি চার ও ৪ ছক্কায় কুসলের খেলা ১০১ রারে কল্যাণেই ৫ উইকেটে ২১৮ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। এই সংস্করণে যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে জোহানেজবার্গে ৬ উইকেটে ২৬০ রান তুলেছিল তারা।
লঙ।কানদের বড় সংগ্রহে অবদান রাখেন চারিথ আসালাঙ্কাও। অধিনায়কের ব্যাট থেকে আসে ২৪ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪৬ রানের ইনিংস। পরে বল হাতেও ৩ উইকেট নিয়ে দলের জয় ত্বরান্বিত করেন আসালাঙ্কা। তবে খুনে ইনিংসে ম্যাচের নায়ক কুসলই।
রান তাড়ায় ৪৫ বলে ৮১ রানের শক্ত উদ্বোধনী জুটি পেয়ে যায় নিউজিল্যান্ড। ২১ বলে দুটি করে ছক্কা-চারে ৩৭ রান করে ফেরেন টিম রবিনসন। মার্ক চাপম্যান ও গ্লেন ফিলিপস ফেরেন দ্রুতই। আরেক ওপেনার রাচিন রাভিন্দ্রার ব্যাট থেকে আসে ৩৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৯ রানের ইনিংস।
পরে ড্যারিল মিচেলের ১৭ বলে ৩৫ রান দলকে লড়াইয়ে রাখে। কিন্তু অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে লড়াইটা জমাতে পারেননি মিচেল স্যান্টনার ও জাকারি ফুকস। তাদের জুটি থেকে আসে ২২ বলে ৪১ রান। ফুকস ১২ বলে ২১ ও স্যান্টনার ১০ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ২১১ রানে থামে তাদের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২১৮/৫ (কুশল পেরেরা ১০১, আসালাঙ্কা ৪৬, কুশল মেন্ডিস ২২; মিচেল ১/৬)।
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২১১/৭ (রবীন্দ্র ৬৯, রবিনসন ৩৭, মিচেল ৩৫, ফুকস ২১*; আসালাঙ্কা ৩/৫০, হাসারাঙ্গা ২/৩৮)।
ফল: শ্রীলঙ্কা ৭ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২-১ এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কুশল পেরেরা।
ম্যান অব দ্য সিরিজ: জ্যাকব ডাফি
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি বিমান হামলায় দুইদিনে নিহত ১৫০
কালো টাকায় ভাসছে শীর্ষস্থানীয় মার্কিন ৩৬% থিংক ট্যাংক
পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক হতাহত, ফের উত্তপ্ত মণিপুর
মাছের লড়াইয়ে শ্রীলঙ্কার সীমায় বন্দি হচ্ছেন ভারতীয় জেলেরা