বিশ্বকাপের দল পেয়ে গেছেন সাকিব!
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
অনেক আক্ষেপের এশিয়া কাপের শেষটা ভালোই করেছে বাংলাদেশ দল। গতপরশু আনুষ্ঠানিকতার ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়ে দেশে ফিরছেন সাকিব আল হাসানরা। বিশ্বকাপের আগে এই জয় নিশ্চয়ই প্রেরণা হিসেবে কাজ করবে। অনেক দিন আগে থেকেই বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট খেলছে বিশ্বকাপের কথা মাথায় রেখে। কোচ, নির্বাচক আর অধিনায়ক মিলে খুঁজেছেন বিশ্বকাপের দল। ভারতের বিপক্ষে কাল ম্যাচ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বললেন, বিশ্বকাপের জন্য সঠিক সমন্বয়ের দল পেয়ে গেছেন তিনি। ভারতকে হারাতে ৮৫ বলে ৬ চার ও ৩ ছয়ে ৮০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন সাকিব। এই ইনিংসের জন্য ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। ম্যাচসেরার পুরস্কার নিয়ে তিনি বলেছেন, ‘আমি মনে করি, বিশ্বকাপের জন্য খুব ভালো একটি দল পেয়েছি আমরা।’
কিন্তু এশিয়া কাপে যে বলতে গেলে বাংলাদেশ ব্যর্থই হয়েছে। গ্রুপপর্বে একটি ম্যাচ জয়ের পর সুপার ফোরে ভারতকে হারাল, অর্জন বলতে এটুকুই। এশিয়া কাপে বাংলাদেশের আশানুরূপ ফল করতে না পারার একটা ব্যাখ্যা অবশ্য দিলেন সাকিব, ‘অনেক চোট ছিল। খেলোয়াড়দের আসা এবং ছিটকে যাওয়া এশিয়া কাপে আমাদের খুব একটা সাহায্য করেনি। ভারতের বিপক্ষে ম্যাচেও পাঁচটি পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ। এ বিষয়ে সাকিব বলেছেন, ‘যারা খুব বেশি খেলেনি, আমরা এ ম্যাচে তাদের সুযোগ দিয়েছি।’ এ ম্যাচে স্পিনার বেশি খেলানো নিয়ে তিনি বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, স্পিনাররা ভূমিকা রাখতে পারে। ভাগ্য ভালো যে তারা পেরেছে।’
স্পিনার মেহেদী হাসান ও অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিবের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘মেহেদী যখন বোলিংয়ে এসেছে, তখন বল করা সহজ ছিল না। শেষ দিকে ও টানা ৫ ওভার বল করেছে। সাকিবকেও (তানজিম) কৃতিত্ব দিতে হবে।’ এবারের এশিয়া কাপে ব্যাট হাতে ভালো কাটছিল না সাকিবের। অবশেষে শেষ ম্যাচে এসে রান পেয়েছেন তিনি। নিজের ব্যাটিং নিয়ে সাকিব বলেছেন, ‘এশিয়া কাপে আমি খুব বেশ ভালো ব্যাটিং করতে পারিনি। আজ (ভারত ম্যাচে) আমি থিতু হওয়ার সময় পেয়েছি। প্রথম বাউন্ডারিটি মেরেই ভালো লেগেছে। বল পুরোনো হওয়ার পর খেলাটা কঠিন ছিল।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুগান্তকারী সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে, তা বৃথা যেতে দেওয়া যাবে না: নৌ উপদেষ্টা
সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস
আজ বায়তুল মোকাররম মসজিদে খতমে নবুয়াতের মহাসম্মেলন, প্রধান অতিথি মসজিদুল আকসার ইমাম
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর আশ্রয়কেন্দ্রে ভিড়, ১২ ইসরায়েলি আহত
উত্তর ভারতের ঘন কুয়াশায় বিপর্যস্ত জীবন-যাত্রা
স্বাস্থ্যখাতে ক্লান্তি ও হতাশা, যুক্তরাজ্যে ডাক্তারদের জরিপের চিত্র
জবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল, সেক্রেটারি রিয়াজুল
আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না: ড.শফিকুল রহমান
হাজার কোটির 'ব্ল্যাক মানি' হজম করে কে না জানি!
সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হালিম আউট, নতুন কর্মকর্তা নুরুল আলম
রাশিয়ায় বাশার আল-আসাদকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবলীগের সাবেক সভাপতি হাসেম আলী গ্রেফতার
নববর্ষের শুরুতেই মাঝারি ভূমিকম্পে কাঁপলো সিলেট
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবাধে ধরা হচ্ছে কাঁকড়া
কমল শাক-সবজির দাম, ক্রেতামনে স্বস্তি
সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়লো
অল্পতেই গুটিয়ে গেল ভারত
শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত
সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের একমাত্র বিনোদন স্মার্টফোন