অল্পতেই গুটিয়ে গেল ভারত
০৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম
মাঠের বাইরে অস্থির সময় কাটানো ভারত খাবি খাচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচেও। সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমে প্রথম ইনিংসে দুইশ’র আগেই গুটিয়ে গেছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই খেলতে নামা সফরকারী দলটি।
সিডিনি ক্রিকেট গাউন্ডে বৃহস্পতিবার টসে জিতে ব্যাট বেছে নেওয়া ভারত প্রথম ইনিংসে ৭২.২ ওভারে গুটিয়ে গেছে ১৮৫ রানে। এ নিয়ে সবশেষ ৮ টেস্টে সপ্তমবার ৮০ ওভারের আগে শেষ হয়ে গেল তাদের প্রথম ইনিংস।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত ৩০ বছরে চতুর্থবার দুইশর আগে থেমে গেল কোনো দলের প্রথম ইনিংস। এখানে এই অভিজ্ঞতা সবশেষ হয়েছিল ভারতেরই। ২০১২ সালে ১৯১ রানে থেমেছিল তাদের প্রথম ইনিংস।
দিনের শেষ বলে উসমান খাওয়াজাকে হারিয়ে ৯ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে স্বাগতিকরা পিছিয়ে ১৭৬ রানে।
ভারতের ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন রিশাভ পান্ত। চার উইকেট নেন স্কট বোল্যান্ড, তিনটি নেন মিচেল স্টার্ক, দুটি প্যাট কামিন্স।
বাজে ফর্মের কারণে আলোচনায় থাকা রোহিত নিজেকে এই ম্যাচ থেকে সরিয়ে নেন। দলকে নেতৃত্ব দিচ্ছেন জাসপ্রিত বুমরাহ। টপ অর্ডারে ফেরেন শুবমান গিল। চোটের কারণে ছিটকে যাওয়া আকাশ দিপের জায়গায় একাদশে আসেন আরেক পেসার প্রসিদ্ধ কৃষ্ণ।
পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট এটি। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।
একাদশে বদল আসলেও বদল আসেনি পারফরম্যান্সে। প্রথম সেশনেই হারায় ৩ উইকেট। সেশনের নাথান লায়নের করা শেষ বলে স্লিপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দেন একাদশে ফেরা গিল (৬৪ বলে ২০)।
ওপেনে ফেরা লোকেশ রাহুল সোজা স্কয়ারে বাউ কনস্টাসকে ক্যাচ দিয়ে ফেরেন। পঞ্চম ওভারে তখন বোলার ছিলেন সিচেল স্টার্ক। দুই ওভার পর ইয়াসভি জয়সওয়ালকে (২৬ বলে ১০) তৃতীয় স্লিপে অভিষিক্ত বাউ ওয়েবস্টারের হাতে ক্যাচ বানান স্কট বোল্যান্ড।
দ্বিতীয় সেশনে কেবল বিরাট কোহলিকে হারায় ভারত। লাঞ্চের পর বোল্যান্ডের সপ্তম ওভারে এবারও তৃতীয় স্লিপে ক্যাচ নেন ওয়েবস্টার। ফর্মের সঙ্গে লড়তে থাকা কোহলি এবার ফেরেন ৬৯ বলে ১৭ রান করে। ৭২ রানে চতুর্থ উইকেট হারায় ভারত।
এরপর সবচেয়ে বড় জুটির দেখা পায় ভারত। ১৫১ বলে ৪৮ রানের জুটি গড়েন রিশাভ পান্ত ও রাবীন্দ্র জাদেজা। ৯৮ বলে ৪০ রান করা পান্ত বোল্যান্ডের শর্ট বলে পুল করতে গিয়ে মিড অনে প্যঅট কামিন্সকে ক্যাচ দিয়ে ফেরেন।
আগের টেস্টের সেঞ্চুরিয়ান নীতীশ কুমার রেড্ডি ফেরেন বোল্যান্ডের বলে প্রথম বলেই দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দুইশর আগেই গুটিয়ে যায় ভারত।
সবচেয়ে বড় আঘাত আসে বোল্যান্ডের কাছ থেকে। এই পেসার ২০ ওভারে ৮ মেডেনসহ ৩১ রানে নেন ৪ উইকেট। ৪৯ রানে তিনটি নেন স্টার্ক। ৩৭ রানে দুটি নেন কামিন্স। অভিষিক্ত ওয়েবস্টার ১৩ ওভারে ৪ মেডেনে ২৯ রানে ছিলেন উইকেটশূন্য।
জবাবে তিন ওভার খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষ বলে উসমান খাওয়াজাকে দ্বিতীয় স্লিপে ক্যাচ বানান জাসপ্রিত বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৭২.২ ওভারে ১৮৫ (জয়সওয়াল ১০, রাহুল ৪, গিল ২০, কোহলি ১৭, পান্ত ৪০, জাদেজা ২৬, নিতিশ ০, ওয়াশিংটন ১৪, প্রাসিধ ৩, বুমরাহ ২২, সিরাজ ৩*; স্টার্ক ১৮-৫-৪৯-৩, কামিন্স ১৫.২-৪-৩৭-২, বোল্যান্ড ২০-৮-৩১-৪, ওয়েবস্টার ১৩-৪-২৯-০, লায়ন ৬-২-১৯-১)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩ ওভারে ৯/১ (কনস্টাস ৭*, খাওয়াজা ২; বুমরাহ ২-০-৭-১, সিরাজ ১-০-২-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুমিল্লায় জমে ওঠেছে শিল্প ও বাণিজ্য মেলা দেশি পন্যের ব্যাপক সমাহার
উপজেলা বিএনপি সভাপতি মান্নানের দাপট ভাড়াটিয়াসহ মালিককে বের করে বসত বাড়ি দখল
খুলনায় বাড়ছে গোলাগুলি, খুন পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ
নিপুণ হাতে সুই সুতোয় কাজ করছে আটঘরিয়া লেপ-তোষকের কারিগররা
নোয়াখালীতে ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত, আটক ২
বিপিএল সিলেট পর্বের সূচি
দুই দিনের রিমান্ডে সাদপন্থি নেতা শফিউল্লাহ
ভর্তি পরীক্ষার আবেদন ফি কামানোসহ ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ঢাকা মাতিয়ে এবার সিলেটে বিপিএল
কটিয়াদীতে মনোহারী দোকান আগুনে পুড়ে ছাই
নেতা মানিকের হাতে ট্রফি দিলেন ইউএনও জাকির হোসেন, ভুল না ইচ্ছাকৃত ?
ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন টিউলিপ
তানজানিয়ার সাশ্রয়ী জ্বালানি সিএনজি বিপ্লব, স্টেশনের অভাবে ধীর গতি
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
লক্ষ্মীপুরে আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
১৭ বছর মোরেলগঞ্জের তৃণমুল বিএনপির পাশে ছিলাম: কাজী খায়রুজ্জামান শিপন
গৌরনদী উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে-সুলতান সালাউদ্দিন টুকু
যারা আ.লীগের সঙ্গে বিএনপিকে যারা তুলনা করে তারা শয়তানের বাবা: শামসুজ্জামান দুদু
মেলোনি-ট্রাম্পের বৈঠক , ইউরোপ-আমেরিকা সম্পর্কের নতুন অধ্যায়