এবার ১৫৭ রানেরই শেষ আফগানিস্তান
০৩ জানুয়ারি ২০২৫, ১২:০১ পিএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:০১ পিএম
নিজেদের রেকর্ড সংগ্রহ পাওয়ার দুই দিন পরই মুদ্রার উল্টো পিঠ দেখল আফগানিস্তান। প্রায় সাতশ’ রানের রেকর্ড গড়ার পরের ম্যাচেই তারা গুটিয়ে গেল দেড়শ পেরিয়েই। জিম্বাবুয়ের দুই বোলার নিউমান নিয়ামহুরি ও সিকান্দার রাজাদের কোনো জবাবই যেন ছিল না আফগানদের।
বুলাওয়ায়োতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃহস্পতিবার ছিল বৃষ্টি বিঘ্নিত। খেলা হয়েছে কেবল ৪৭.৩ ওভার। আফগানিস্তানকে ১৫৭ রানে গুটিয়ে বিনা উইকেটে ৬ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।
প্রায় চার বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দিন দলের সর্বোচ্চ ২০ বলে ২৫ রান করেন রাশিদ খান।
প্রথম টেস্টে আফগানিস্তানের ১০ উইকেট নিতে জিম্বাবুয়ের লেগেছিল ১৯৭ ওভার ও দুই দিনের বেশি সময়। একই মাঠে এবার ৪৪.৩ ওভারে দুই সেশনের কম সময়ে সফরকারীদের অল আউট করে দেয় তারা।
বাঁহাতি পেসার নিয়ামহুরি ৪২ রানে ধরেন ৩ শিকার। স্পিনিং অলরাউন্ডার রাজা ৩ উইকেট নেন ৩০ রানে। ব্লেসিং মুজারাবানির পান ২টি।
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে এ দিন টস হয় চার ঘন্টার বেশি সময় দেরিতে। কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে টস জিতে অনুমিতভাবে বোলিং নেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। উইকেটে আছে ঘাসের ছোঁয়া, পেসাররা পেয়েছেন সহায়তা।
প্রথম টেস্ট থেকে আফগানিস্তান একদশে পরিবর্তন আনে পাঁচটি। অভিষেক হয় রিয়াজ হাসান, ইসমাত আলম ও ফারিদ আহমাদের।
আফগানিস্তান প্রথম ১০ ওভার নিরাপদে কাটিয়ে দেয় আব্দুল মালিক ও রিয়াজের ব্যাটে। একাদশ ওভারে ব্রায়ান বেনেটের সরাসরি থ্রোয়ে রিয়াজের রান আউটে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি। পরের ওভারে নিয়ামহুরির শর্ট বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন মালিক।
তৃতীয় উইকেটে ৩০ রানের জুটি গড়েন আগের ম্যাচের দুই ডাবল সেঞ্চুরিয়ান রেহমাত শাহ ও হাশমাতউল্লাহ শাহিদি। এটিই ইনিংসের সর্বোচ্চ জুটি।
শাহিদিকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন নিয়ামহুরি। রাজা পরপর দুই ওভারে বোল্ড করে দেন রেহমাত ও ইসমাতকে। মাঝে রিচার্ড এনগারাভার শিকার আগের ম্যাচে সেঞ্চুরি করা আফসার জাজাই।
৮৪ রানে ৬ ও ১৩০ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। শেষ উইকেটে ইয়ামিন আহমাদজাই ও ফারিদের ২৭ রানের জুটিতে কোনোমতে দেড়শ ছাড়াতে পারে তারা। অভিষিক্ত ফারিদ একটি করে চার ও ছক্কায় ১৭ রান করেন ১৯ বলে।
জবাবে জয়লর্ড গাম্বি ও বেন কারান তিন ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১৫৭ (মালিক ১৭, রিয়াজ ১২, রেহমাত ১৯, শাহিদি ১৩, জাজাই ১৬, শাহিদউল্লাহ ১২, ইসমাত ০, রাশিদ ২৫, জিয়া ৮*, ইয়ামিন ২, ফারিদ ১৭; এনগারাভা ১২-৪-১৮-১, মুজারাবানি ১২-২-৫৬-২, নিয়ামহুরি ৮.৩-২-৪২-৩, রাজা ১২-২-৩০-৩)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩ ওভারে ৬/০ (গাম্বি ৪*, কারান ১*; ইয়ামিন ১-০-৪-০, ফারিদ ১-১-০-০, রাশিদ ১-০-১-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুমিল্লায় জমে ওঠেছে শিল্প ও বাণিজ্য মেলা দেশি পন্যের ব্যাপক সমাহার
উপজেলা বিএনপি সভাপতি মান্নানের দাপট ভাড়াটিয়াসহ মালিককে বের করে বসত বাড়ি দখল
খুলনায় বাড়ছে গোলাগুলি, খুন পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ
নিপুণ হাতে সুই সুতোয় কাজ করছে আটঘরিয়া লেপ-তোষকের কারিগররা
নোয়াখালীতে ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত, আটক ২
বিপিএল সিলেট পর্বের সূচি
দুই দিনের রিমান্ডে সাদপন্থি নেতা শফিউল্লাহ
ভর্তি পরীক্ষার আবেদন ফি কামানোসহ ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ঢাকা মাতিয়ে এবার সিলেটে বিপিএল
কটিয়াদীতে মনোহারী দোকান আগুনে পুড়ে ছাই
নেতা মানিকের হাতে ট্রফি দিলেন ইউএনও জাকির হোসেন, ভুল না ইচ্ছাকৃত ?
ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন টিউলিপ
তানজানিয়ার সাশ্রয়ী জ্বালানি সিএনজি বিপ্লব, স্টেশনের অভাবে ধীর গতি
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
লক্ষ্মীপুরে আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
১৭ বছর মোরেলগঞ্জের তৃণমুল বিএনপির পাশে ছিলাম: কাজী খায়রুজ্জামান শিপন
গৌরনদী উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকতে হবে-সুলতান সালাউদ্দিন টুকু
যারা আ.লীগের সঙ্গে বিএনপিকে যারা তুলনা করে তারা শয়তানের বাবা: শামসুজ্জামান দুদু
মেলোনি-ট্রাম্পের বৈঠক , ইউরোপ-আমেরিকা সম্পর্কের নতুন অধ্যায়