রানের বন্যা বইয়ে দিল ভারত
২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম
টপ অর্ডারে ঝড় তুলে শতক হাঁকালেন শুবমান গিল ও শ্রেয়াস আয়ার। রানের সেই ধারা ধরে রাখলেন লোকেশ রাহুল-সুর্যকুমার যাদবরাও। অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনা করে রানের বন্যা বইয়ে দিলো ভারত।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪০০ রানের লক্ষ্য দিয়েছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল। একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটিই।
৯৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৪ রান করেন শুবমান। শ্রেয়াস করেন ৯০ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৫। পরের ব্যাটারদের ব্যাট ছিল আরও উত্তাল। ৫২ বলে তিনটি করে ছক্কা চারে ৫২ রান করে আউট হন লোকেশ। ছয়টি করে ছক্কা চারে ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন সুর্যকুমার।
বেশিক্ষণ টেকেননি ইশান কিষান কিন্তু যতক্ষণ ছিলেন অজি বোলারদের স্থির থাকতে দেননি। দুটি করে ছক্কা চারে খেলেন ১৮ বলে ৩১ রানের ইনিংস।
ইন্দোরের রোববার টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন স্টিভ স্মিথ। চতুর্থ ওভারে দলীয় ১৬ রানে রুতুরাজ গায়কোয়াড়কে কট বিহাইন্ড করে ভালো শুরুও এনে দিয়েছিলেন জশ হেইজেলউড। পরের সময়টা হয়ত ভুলে যেতে চাইবেন প্যাট কামিন্সের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দেওয়া স্মিথ।
দ্বিতীয় উইকেটে ১৬৪ বলে ২০০ রানের জুটি গড়েন গিল ও আয়ার। বছরের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন গিল।
২৭ রানের ব্যবধানে আউট হন দুই জনই। কিন্তু রানের গতি তাতে কমেনি, বরং বেড়েছে। ৩৩ বলে ৫৯ রানের জুটি গড়েন রাহুল ও কিষান। কিষান ফিরলেও সুর্যকুমারকে নিয়ে ৩৪ বলে ৫৩ রান যোগ করে আউট হন লোকেশ। ষষ্ঠ উইকেটে ২৪ বলে অপরাজিত ৪৪ রান আসে সুর্যকুমার-রবীন্দ্র জাদেজা জুটি থেকে।
২৪ বলে ফিফটি হাঁকান সূর্যকুমার। তার শুরুটা ছিল ধীর। ৪৪তম ওভারে ক্যামেরন গ্রিনকে টানা ৪ বলে ছক্কা হাঁকান সূর্যকুমার। ভারত গড়ে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের আগের সর্বোচ্চ ছিল ৩৮৩/৬, বেঙ্গালুরুতে ২০১৩ সালে।
সবচেয়ে বড় ঝড় গেছে গ্রিনের উপর দিয়ে। ১০ ওভারে এই পেসার দিয়েছেন ১০৩ রান। উইকেট নিয়েছেন দুটি। ১০ ওভারে ৯১ রানে ১ উইকেট নেন শেন অ্যাবোট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩৯৯ (রুতুরাজ ৮, গিল ১০৪, আয়ার ১০৫, রাহুল ৫২, কিষান ৩১, সুর্যকুমার ৭২*, জাদেজা ১৩*; অতিরিক্ত ১৪; জনসন ৮-০-৬১-০, হেইজেলউড ১০-০-৬২-১, অ্যাবোট ১০-০-৯১-১, গ্রিন ১০-০-১০৩-২, জাম্পা ১০-০-৬৭-১, শর্ট ২-০-১৫-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
খুলনার উন্নয়নে স্ট্র্যাকচার প্ল্যান তৈরি ও আন্তঃবিভাগীয় সমন্বয়ে গুরুত্বারোপ
‘এপোস্টিল’ পদ্ধতিতে সার্টিফিকেট সত্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় এবং ভোগান্তি কমবে
সদর থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ না করলে কেএমপি সদর দপ্তর ঘেরাও
অগ্রাধিকার ভিত্তিতে হাসিনার গণহত্যা মামলার দ্রুত তদন্ত চলছে
ফুলেল শুভেচ্ছায় সিক্ত পূর্বদিকের সহকারি সম্পাদক রেদোয়ান
বেক্সিমকোর শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত
কুয়েট পরিদর্শন করলেন বিআইটি, খুলনার প্রথম ডাইরেক্টর প্রফেসর এম এ হান্নান
তানজিদ ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি সাংবাদিকদের
বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
ফ্যাসিবাদ আর যেন না আসে সে শপথ ও অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছি : এ্যানি
শ্যামনগরে পাইপগান,ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক দুই
নির্বাচন নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির বৈঠক
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে সাইকেল র্যালি
আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত
চাঁদপুর মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮
ভিক্ষা না করার শপথ দিলেন ১৫ জন ভিক্ষুক
কুলাউড়ায় মাটি পাচারকালে ৩ ট্রাক আটক মুলহোতা ধরাছোঁয়ার বাইরে