‘গাজার ভাই-বোনদের’ সেঞ্চুরি উৎসর্গ রিজওয়ানের
১২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
বিশ্বকাপে মঙ্গলবার হায়দারাবাদে শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। তিনটি ক্যাচ ও একটি সেঞ্চুরি ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরার পুসস্কার জেতেন মোহাম্মদ রিজওয়ান। এই কিপার-ব্যাটার তার ঐতিহাসিক সেঞ্চুরি ইনিংসটি উৎসর্গ করেছেন ইসরাইলি বর্বরতায় গাজায় হতাহত ভাই-বোনদের।
বুধবার নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে দেওয়া এক টুইটে মোনাজাতের ইমোজি দিয়ে রিজওয়ান লেখেন, ‘এটি (সেঞ্চুরি) আমাদের গাজার ভাই-বোনদের জন্য।’
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত শনিবার আকাশ ও স্থলপথে ইসরায়েলিদের ওপর আক্রমণ করে। এতে কয়েক শ মানুষ নিহত হন। এরপর ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। গাজায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ। যে কারণে সেখানকার প্রায় ২৩ লাখ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। বিবিসির দেওয়া তথ্যমতে, এই হামলায় এখন পর্যন্ত গাজায় ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ২০০ ইসরায়েলি।
এই পরিস্থিতিতে সারাবিশ্বের নানা প্রান্তের মানুষ দুপক্ষে সমর্থন জানিয়ে আসছে। মুসলিম ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসান নিয়ে সরব। এবার দুপক্ষের মুখোমুখি সংঘর্ষ শুরুর পর সেই ইস্যুতে আবারও তাদের প্রতিবাদের মুখর হতে দেখা যাচ্ছে। মাঠের পারফরম্যান্সকেও এবার সেই ইস্যুতে জড়িয়ে ফেললেন রিজওয়ান। গাজার নাগরিকদের জন্য তিনি সমবেদনা জানিয়েছেন।
ওই পাকিস্তানি তারকা ব্যাটার আরও লিখেছেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলীকে, তারাই খেলাটাকে সহজ করেছে। যেভাবে হায়দরাবাদের মানুষ আমাদের সমর্থন দিয়েছে, তাদের কাছে কৃতজ্ঞ।’
উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান ১২১ বলে ১৩১ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে জয় উপহার দেন। ওপেনার আব্দুল্লাহ শফির ১০৩ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিসহ ১১২ রানের ইনিংস খেলেন। ওয়ানডে বিশ্বকাপে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
তৃতীয় উইকেটে শফিকের সাথে ১৭৬ রানের পার্টনারশীপ গড়েন রিজওয়ান। শফিকের প্রশংসা করে ম্যাচ শেষে রিজওয়ান বলেন, ‘সে খুবই ভাল খেলেছে। স্কোরবোর্ডে যখন ৩৪৫ রানের টার্গেট থাকে তখন একজন ওপেনার হিসেবে মাথার উপর অনেক বড় বোঝা থাকে। তখন ব্যাট হাতে অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।’
শেষ ২০ ওভারে পাকিস্তান ১৬৩ রানে লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নেয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন