মুস্তাফিজের শিকার রবীন্দ্র
১৩ অক্টোবর ২০২৩, ০৭:১২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ০৭:১২ পিএম
প্রথম ম্যাচে সেঞ্চুরি, পরের ম্যাচে ফিফটির করা রাচিন রবীন্দ্র এবার থামলেন ৯ রানেই। মোস্তাফিজের তৃতীয় ওভারের প্রথম তিন বলে মেরেছিলেন দুটি বাউন্ডারি। তবে সেই রবীন্দ্রকে চতুর্থ বলেই ফেরালেন মোস্তাফিজ।
অফ স্টাম্পের বাইরের লেংথ বলে খোঁচা দিয়েছেন রবীন্দ্র। নিউজিল্যান্ড প্রথম উইকেট হারিয়েছে ১২ রানে।
লড়াইয়ের জন্য ২৪৫ রানের পুঁজি পেল বাংলাদেশ
উইকেটে এসে সেট হলেন প্রায় প্রত্যেকেই। কিন্তু ফিফটি ইনিংস খেলতে পারলেন কেবল মুশফিকুর রহিম। শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করার যে পুঁজি বাংলাদেশ পেল তাও বাকি দুই অভিজ্ঞ সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহর সৌজন্যে।
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৪৫ রান।
১৩তম ওভারে ৫৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে টেনে তোলেন দলের দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মুশফিক। পঞ্চম উইকেটে দুজন গড়েন ১০৮ বলে ৯৬ রানের জুটি। ফার্গুসনকে ছক্কা হাঁকানোর পরের বলেই হন কট বিহাউন্ড।
তবে ৫১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রানের ইনিংসে দারুণ উচ্চতায় উঠেছেন সাকিব। এ নিয়ে বিশ্বকাপে সাকিবের রান ১২০১। সনাৎ জয়াসুরিয়া (১১৬৫), বিরাট কোহলি (১১৭০) ও ক্রিস গেইলকে (১১৮৬) ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডে ছয়ে উঠেছেন সাকিব।
খানিক পরই ম্যাট হেনরির স্লোয়ারে বোল্ড হয়ে যান মুশফিক। ৭৫ বলে ৬ চার ও ২ ছক্কায় করেন ৬৬ রান। ক্যারিয়ারের ৪৮তম ফিফটি বিশ্বকাপে তার নবম। বিশ্বকাপে তাঁর চেয়ে বেশি ফিফটি আছে আর একজন বাংলাদেশির—সাকিব (১২)।
মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন দুটি করে ছক্কা চারে ৪৯ বলে ৪১ রান করে।
৪৯ রানে ৩ উইকেট নেন ফার্গুসন। দুটি করে নেন অন্য দুই পেসার বোল্ট ও হেনরি। স্পিনারের ঝুলিতে গেছে একটি উইকেট।
ইনিংসের প্রথম বলেই শুরু হয় উইকেটে আসা-যাওয়া। ট্রেন্ট বোল্টের প্রথম বলেই ফাইন লেগে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন লিটন কুমার দাস। প্রথমবারের মতো বিশ্বকাপে ইনিংসের প্রথম বলে উইকেট পায় নিউজিল্যান্ড।
চার বাউন্ডারিতে ১৬ রান করে ভালো কিছুর আভাস দিচ্ছিলেন তানজিদ হাসান। কিন্তু এবারও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। ৪০ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আভাস দিয়েই ফেরেন তিনিও।
অভিষেকের পর ৮ ম্যাচে তানজিদের সর্বোচ্চ ইনিংস এটিই। এখন প্রশ্ন হলো আর কত সুযোগ পেলে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন। এদিনও তিনি আউট হয়েছেন বাজেভাবে। ফার্গুসনের বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়ে।
মিরাজও আউট হন উইকেটে সেট হয়ে। ফার্গুসনের দ্বিতীয় শিকার তিনি। শর্ট বলে ডিপ ফাইন লেগে ক্যাচ দেন মিরাজ। তার অবদান ৪৬ বলে ৩০ রান। পরের ওভারের প্রথম বলে প্রথমবার বোলিংয়ে এসেই শান্তকে মিডউইকেটে ক্যাচ বানান ফিলিপস।
হৃদয়ও আউট হন উইকেটে সেট হয়ে। বোল্টের নাকল বলে হৃদয় শট খেলে ফেলেন আগেভাগেই। এক্সট্রা কাভারে ক্যাচ দেন ২৫ বলে ১৩ রান করে। ওয়ানডেতে বোল্টের ২০০তম শিকার হয়ে ফেরেন হৃদয়।
ইনিংস মেরামতে দুই ছক্কায় তাসকিনের অবদান ১৯ বলে ১৭। শেষ ৩ উইকেটে বাংলাদেশ তুলেছে ৬৫ রান, তাতে মাহমুদউল্লাহর অবদান ৩৮ রান।
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৫/৯ (লিটন ০, তানজিদ ১৬, মিরাজ ৩০, শান্ত ৭, সাকিব ৪০, মুশফিক ৬৬, হৃদয় ১৩, মাহমুদউল্লাহ ৪১*, তাসকিন ১৭, মুস্তাফিজ ৪, শরিফুল ২*; অতিরিক্ত ৯; বোল্ট ১০-০-৪৫-২, হেনরি ১০-০-৫৮-২, ফার্গুসন ১০-০-৪৯-৩, স্যান্টনার ১০-১-৩১-১, ফিলিপস ২-০-১৩-১, রবীন্দ্র ৭-০-৩৭-০, মিচেল ১-০-১১-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন