নিঃশব্দে অবসরে কুক
১৪ অক্টোবর ২০২৩, ০৯:১১ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ০৯:১২ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ নিয়ে যখন উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব তখন কিছুটা নিঃশব্দেই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললেন ইংল্যান্ড তারকা ক্রিকেটার অ্যালিস্টার কুক। পেশাদার ক্রিকেট থেকে শুক্রবার অবসরের ঘোষণা দিয়েছেন এই কিংবদন্তি ব্যাটার। সেই সাথে শেষ হলো কুকের ২০ বছরের লম্বা উজ্জ্বল ক্যারিয়ারের পথচলা।
৩৮ বছরের বাঁ-হাতি তারকা ব্যাটার কুক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আরও ৫ বছর আগে, ২০১৮ সালে। তবে এসেক্সের হয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন এত দিন। ২০১৯ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদও পেয়েছিলেন। কুকের সঙ্গে এসেক্সের যে চুক্তিটি ছিল, সেটা এই মৌশুম পরেই শেষ হয়ে গেছে। তিনি আর চুক্তি বাড়াবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। সেটা তিনি ক্লাবকে আগে জানিয়েও দিয়েছিলেন। এবার সরকারি সব ধরণের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা দিলেন তিনি।
ইংল্যান্ডের সর্বকালের সেরা রান সংগ্রাহক অ্যালিস্টার কুক একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, ‘ক্রিকেটকে বিদায় বলা, একেবারেই সহজ সিদ্ধান্ত নয়। ক্রিকেট আমার কাছে শুধু পেশা নয়। আরও অনেক কিছু। এই ক্রিকেটই আমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, যেখানে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবিনি। একটি দলের হয়ে যা কিছু অর্জন করেছি, সেটা ভাবিনি সম্ভব হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে, সেটা শেষ পর্যন্ত থাকবে। এখন আমি নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করে দিতে চাই।’
এসেক্সের হয়ে কুকের অভিষেক হয়েছিল ২০০৩ সালে। ২০০৫ সালে এই ক্লাবের হয়ে ডাবল সেঞ্চুরি করেন। যার সুবাদে পরের বছর ভারতের বিপক্ষে নাগপুরে অভিষেক হয় কুকের। দ্বিতীয় ইনিংসেই হাঁকান সেঞ্চুরি। এর পর আর ফিরে তাকাতে হয়নি। ১৬১ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে ১৫৯টি ম্যাচ টানা খেলার নজির রয়েছে কুকের। টেস্ট ক্রিকেটে কুকের সংগ্রহ ১২ হাজার ৪৭২ রান। যে রান যে কোনও ইংলিশ ব্যাটসম্যানের করা সর্বোচ্চ এবং সর্বকালের তালিকায় পঞ্চম স্থানে। কুকের ঝোলায় ৩৩টি সেঞ্চুরি রয়েছে।
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ৫৯টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। ২০১৩ এবং ২০১৫ সালে কুকের নেতৃত্বে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৬৯টি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। ৩৫০টিরও বেশি প্রথম-শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলে ৭৪টি সেঞ্চুরি সহ ২৬,০০০-এর বেশি রান সংগ্রহ করার পরে অবসরের ঘোষণা দিলেন কুক।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন