ফিট সাকিবের অপেক্ষায় পুনেতে তিন দিনের বিশ্রাম
১৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
বড় টুর্নামেন্ট খেলতে এলে ম্যাচ ডের বাইরে কিছুটা নির্ভার থাকার চেষ্টা করে বাংলাদেশ দল। প্রায়ই দেখা যায় রাখা হচ্ছে ঐচ্ছিক অনুশীলন। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারের পর ক্রিকেটারদের শরীর মন হয়ে পড়েছে আরও ক্লান্ত। পুনেতে ভারত ম্যাচের আগে তাই লম্বা বিশ্রাম দেওয়া হচ্ছে তাদের। গতপরশু রাতে চেন্নাইয়ে কিউইদের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ দল গতকাল দুপুরে ওঠে ফ্লাইটে। আইসিসির ভাড়া করা বিমানে বিকাল চারটার দিকে পুনেতে নামেন তারা। চতুর্থ ম্যাচের ভেন্যুতে এসেই একদম পুরো ছুটি পাচ্ছেন সাকিব আল হাসানরা।
ভ্রমণ থাকায় এদিন এমনিতেও কোন কার্যক্রম ছিল না। আজ এবং আগামীকালও পুরোপুরি ছুটি দেওয়া হয়েছে তাদের। আগামী বৃহস্পতিবার ভারত ম্যাচের আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে দুদিন অনুশীলনের সুযোগ মিলবে। আপাতত সেই দুদিনের দিকে তাকিয়ে দলকে পুরোপুরি চাঙা রাখার ব্যবস্থা হচ্ছে। চেন্নাইতে বড় হারের পর সহকারি কোচ নিক পোথাসও জানান দলের বিশ্রামের প্রয়োজনীয়তা, ‘আমাদের আপাতত খুব ভালো বিশ্রাম দরকার। বিশ্বকাপে মুশকিল হলো একটার পর একটা ম্যাচ দ্রুতই চলে আসে। একেকটি ম্যাচ অনেক চাপের। প্রতিটি ম্যাচই শক্তি অনেক শুষে নেয়। একটা চক্রের ভেতর পড়ে যেতে হয়। অনুশীলন করলে ফল মিলবে মনে হলেও আসলে তা না। আমাদের ক্রিকেটারদের শারীরিক ও মানসিক বিশ্রাম প্রয়োজন। সতেজ হয়ে আমরা ভারতের ম্যাচের জন্য প্রস্তুত হবো।’
এমনিতেই জোড়া হারের ধাক্কায় সেমির পথ কঠিন হচ্ছে, তার উপর নিউজিল্যান্ডের বিপক্ষে বড় হারের সঙ্গে সাকিবের চোট নিয়ে চিন্তা বাড়ছে বাংলাদেশের। এদিন ব্যাট করার সময় পেশিতে টান পড়ে অধিনায়কের। পরে ১০ ওভার বল করলেও ফিল্ডিং করেন কেবল সিøপে। ম্যাচ শেষে তাকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়। যদিও রিপোর্ট নিয়ে এখনো কোন কিছু বলা হয়নি। বাম ঊরুর এই চোটের কারণে সাকিবকে আগামী কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে। গতকাল দলের একটি সূত্র জানিয়েছে, সাকিবের চোটের জায়গায় এখনো কিছু সমস্যা আছে। সে জন্য আগামী কয়েক দিন তার অবস্থা পর্যবেক্ষণ করে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল ব্যাটিংয়ের সময় দৌড়ে রান নিতে গিয়ে ঊরুর চোটে পড়েন সাকিব। তবে তিনি চোট সামলে ব্যাটিং চালিয়ে গেছেন। সেটা অবশ্য বেশি সময়ের জন্য নয়। চোট সামলে বেশিক্ষণ খেলতে পারবেন না ভেবেই হয়তো আক্রমণাত্মক ব্যাটিং করা শুরু করেন। পরের ৬ বলে নেন ১৬ রান। শেষ পর্যন্ত ৪০ রানে থামে সাকিবের ইনিংস। বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের সময় নিজের বোলিংয়ের ১০ ওভারের কোটাও পূরণ করেছেন। এরপর অবশ্য সাকিবকে মাঠে দেখা যায়নি। নিজের বোলিং শেষ করে মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায় স্ক্যান করানোর জন্য সাকিবকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ভাগ্য ভালো, বিশ্বকাপে পরের ম্যাচের আগে ৫ দিন সময় পাচ্ছে বাংলাদেশ দল। আগামী ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে পুনেতে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সে ম্যাচের আগে সাকিব সুস্থ হয়ে উঠবেন, এমন আশা করছে টিম ম্যানেজমেন্ট। তবে এর মাঝে বাংলাদেশ দলের অনুশীলনে সাকিব থাকবেন কি না, সেটি নির্ভর করছে তার চোটের অবস্থার ওপর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন