দলের মতোই ওলট-পালট বাংলাদেশের ব্যাটিং অর্ডারও!
১৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
বিশ্বকাপ অভিযানে যাবার আগে থেকেই ব্যাটিং অর্ডার নিয়ে ছিল দুশ্চিন্তা। সেটি আরো বড় হয়ে দেখা দিয়েছে তামিম ইকবালকে ছাড়াই ভারতে যাওয়ায়। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের পরিসংখ্যান বলছে, বাংলাদেশ অস্থির নিজেদের ওপেনিং নিয়ে। গত ১২ মাসে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ওপেন করেছেন ৯ জন। মেইকশিফট ওপেনার হিসেবে খেলে মেহেদী হাসান মিরাজ তিন ইনিংসে এক ফিফটি আর এক সেঞ্চুরি করে এই সময়ে সবচেয়ে সফল। বাকি নিয়মিত ওপেনারদের কারো ব্যাটেই মিলছে না ধারাবাহিকতা।
এখানে শেষ হলেও কথা ছিল। এবার বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার যেন পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ। তিনে সফল নাজমুল হোসেন শান্ত হুট করেই চারে, ক্যারিয়ারের শুরু থেকে পাঁচে খেলে সফল তাওহিদ হৃদয়কে গত ক’ম্যাচ ধরে নামিয়ে দেওয়া হচ্ছে সাতে। সবশেষ খেলা নিউজিল্যান্ডের ম্যাচেও মিরাজকে ওয়ান ডাউনে খেলিয়ে তাকে সাতে পাঠানোর চিন্তা ফের করেছে ব্যাকফায়ার। এমন ওলট-পালট যে দলের জন্য ভালো কিছু বয়ে আনছে না, সেটি এরই মধ্যে প্রমাণিত। খালি চোখে বাইরে থেকে এসব পরিস্কার দেখতে পেলেও টিম ম্যানেজমেন্ট যেন অন্ধকারে। এ নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল সংবাদ সম্মেলনে আসা শান্তর কাছেও। তবে মেলেটি সদুত্তর। দলের এসব সিদ্ধান্তের দায়ভার পুরোপুরি কোচ ও অধিনায়ককে দিলেন সহ-অধিনায়ক।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে তিনে নামানো হয় মিরাজকে। তিনি করেন ৩০। চারে নেমে শান্ত ফেরেন ৭ রান করে। হৃদয় সাতে নেমে আউট হন ২৫ বলে ১৩ করে। এর আগের দুই ম্যাচেও ছিল ব্যাটিং অর্ডারের ভিন্নতা। আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছর শুরু থেকে তিনে টানা খেলে দারুণ সফল ছিলেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ভালো করার পর ঘরের বাইরেও সফল হল তিনি। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দলের চাপে তিনে নেমে করেন ৮৯ রান। আফগানিস্তানের বিপক্ষে চারে গিয়ে সেঞ্চুরি পেলেও শান্তকে তিনে থিতু ভেবেই করা হয়েছে বিশ্বকাপ স্কোয়াড।
হৃদয়ের ব্যাপারটা আরও অবাক করা। অভিষেকের পর থেকে পাঁচ বা ছয়ে খেলেই সফল হচ্ছিলেন তিনি। আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে শুরুর ৭ ওয়ানডেতে পাঁচে নেমে তিন ফিফটি আর একটি ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। ছয়ে তার ব্যাট থেকে আসে ৮২ ও ৫৪ রান। মিডল অর্ডারে সফল এই ডানহাতিকে বিশ্বকাপে আসে হুট করেই নামিয়ে দেওয়া হচ্ছে সাতে। লোয়ার মিডল অর্ডারে যেখানে চাহিদা ভিন্ন, ভূমিকা একদম আলাদা। এই ফাটকায় লাভ হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের ম্যাচে মন্থর ৩৯ রানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ রান করে হৃদয়।
মাত্র ২৪৫ রান করে কিউইদের বিপক্ষে ৮ উইকেটে বড় হারের পর প্রশ্ন উঠেছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে। দলের হয়ে কথা বলতে এসে এই ব্যাপারে দায় নিতে চাইলেন না শান্ত নিজে, তবে সিদ্ধান্তটা যে খুব পছন্দ নয় বোঝা গেল কথার সুরে, ‘এটা (ব্যাটিং অর্ডার) কোচ ও অধিনায়ক বলতে পারবে। আমরা যারা ব্যাট করি তারা জানি কে কোথায় ব্যাট করবে। তবে এটার পেছনের কারণতা কোচ ও অধিনায়ক পরিষ্কার করে বলতে পারবে। দলের জন্য যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত। চার নম্বরেও রান করেছি। যেটা বললাম পুরোটাই কোচ ও অধিনায়কের বিষয়। তারা যেখানে দিবেন আমি খুশি।’ কোচ ও অধিনায়ক সিদ্ধান্ত নিলেও সেটা কথা বলেই নেন। পেছনের চিন্তাটা এক্ষেত্রে জানা জরুরি। শান্ত যেমন জানালেন নিউজিল্যান্ডের বিপক্ষে তিনে তিনি না গিয়ে মিরাজ নেমেছেন ডান-বামের চিন্তায়, ‘আমার মিরাজের বিষয়টা ডান-বাম করার চেষ্টা করি। নতুন বলে দুইটা বাঁহাতি হয়ে গেলে সমস্যা হয় যেহেতু নিচের দিকে আমাদের বাঁহাতি নেই।’
কিন্তু এই কথা আবার ভুল প্রমাণ হয় আফগানিস্তান ম্যাচের দিকে তাকালে। সেই ম্যাচে বাঁহাতি তানজিদ হাসান আউটের পরও ক্রিজে পাঠানো হয় মিরাজকে। তখন করা হয়নি ডান-বামের চিন্তা। নিজের কারণ কিছুটা বললেও হৃদয়কে সাতে নামানোর কারণ পরিষ্কার হয়নি। শান্তর অবশ্য মত তারা পারফর্ম করেননি বলেই এত কথা হচ্ছে, ‘একটু তো মানিয়ে নিতেই হয়। আমার মনে হয় সবার এই ফ্লেক্সিবিলিটি থাকা দরকার। এমন না যে হুট করেই হয়। সবাই জানে। অবশ্যই হয় (আলোচনা)। যারা যে পজিশনে ব্যাট করে তারা জানে যে আজ (ম্যাচে) কোন পজিশনে খেলবে। যেটা হয়েছে পারফর্ম করছে না দেখেই হয়ত কথা হচ্ছে। এশিয়া কাপে মিরাজ তিনে খেলল, আমি চারে খেললাম একটা জুটি হলো তখন এগুলো নিয়ে খুব বেশি কথা হয়নি। এখানে ঠিক-ভুল কিছু নেই। আমরা রান করতে পারিনি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন