‘নিম্নবিত্ত পরিবারে জন্ম, বিশ্বকাপে খেলার কথা কখনোই ভাবিনি’
১৫ অক্টোবর ২০২৩, ০২:৪৯ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩, ০২:৪৯ পিএম
অটো রিক্সা চালকের ছেলে হয়ে বিশ্বকাপের মত বড় মঞ্চে খেলার স্বপ্ন কখনোই দেখেননি ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। কিন্তু এখন সেটা বাস্তব। দলের হয়ে পেস আক্রমনের অন্যতম কাণ্ডারি হিসেবে সিরাজ ভারতকে অল্প সময়ে অনেক কিছুই দিয়েছেন।
২৯ বছর বয়সী এই ফাস্ট বোলার চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে গতকাল গুরুত্বপূর্ণ দুই উইকেট নেন। বিশ্বকাপের সবচেয়ে আকর্ষনীয় ম্যাচটি একপেশে বানিয়ে ভারত ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয়।
বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বিশাল মঞ্চে সিরাজ নিজেকে মোটেই ছোট করেনি। ২০ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাকিস্তানী ওপেনার আব্দুল্লাহ শফিককে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর বিশ্বের এক নম্বর ব্যাটার পাক অধিনায়ক বাবর আজমকে ফিরিয়েছেন ৫০ রানে। ২ উইকেটে ১৫৫ রানের থেকে হঠাৎ করেই ৪২.৫ ওভারে পাকিস্তান ১৯১ রানে অল আউট হয়ে যায়।
সিরাজের বাবা মোহাম্মদ গাউস ২০২০ সালে মৃত্যুবরণ করেন। ২০১৯ সালে ওয়ানডেতে ও পরের বছর টেস্টে ভারতীয় দলে অভিষেক হয় সিরাজের। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার মাধ্যমে নিজেকে লাইমলাইটে আনেন সিরাজ।
হায়দ্রাবাদের ছেলে সিরাজ বলেছেন, ‘সত্যি বলতে কি আমি কখনোই বিশ্বকাপে খেলার কথা চিন্তা করিনি। কারণ আমি খুবই নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি। যে কারণে এত বড় স্বপ্ন দেখার কোন অবকাশ ছিল না। এখন আমি বিশ্বকাপে খেলছি। আমি মনে করি আমার জীবনে এর থেকে বড় অর্জন আর কিছু হতে পারে না। ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে সবসময়ই আলাদা একটি আবহ তৈরী হয়। আজ আমিও সেটা অনুভব করতে পেরেছি।’
এর আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৭৬ রান খরচে সিরাজ কোন উইকেট দখল করতে পারেননি। কিন্তু শনিবার ঠিকই পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠেছেন। বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচটিতে আগের ম্যাচের পারফরমেন্স কোন প্রভাব ফেলেনি বলে স্বীকার করেছেন সিরাজ, ‘প্রতিটি দলেরই পরবর্তী ম্যাচের আগে বিশ্রামের সুযোগ আছে। আর সেই সময়ের মধ্যে নিজেদের পারফরমেন্স নিয়ে চিন্তা করার ও সঠিক কৌশল খুঁজে বেরা করার সময় পাওয়া যায়। একটি বাজে দিন মানেই আমি বাজে পারফর্মার না। আজকের ম্যাচে বিশেষ করে শফিকের উইকেটটি নেবার পরিকল্পনা ছিল, তাতে আমি সফল হয়েছি। আমি আমার আত্মবিশ্বাস ধরে রেখে বোলিং করেছি, আগের ম্যাচের পারফরমেন্স নিয়ে মোটেই বিচলিত ছিলামনা।’
সিরাজকে যথেষ্ঠ সহযোগিতা করেছেন দলের অপর বোলরারা। জসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব, রবিন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া প্রত্যেকেই দুটি করে উইকেট দখল করেন। সিরাজ বলেন, ‘আমাদের বোলিং বিভাগ বিশ্বকাপে খুবই ভাল করছে। এমন নয় যে শুধুমাত্র একজন বোলার পারফর্ম করছে। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালনের চেষ্টা করছে। কোন ম্যাচে উইকেটের দেখা না পেলে সেই বোলারের চেষ্টা ছিল যতটা সম্ভব রান আটকে রাখা। এবাবেই দলের সাফল্য এসেছে।’
এ পর্যন্ত তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে ১০ দলের টুর্ণামেন্টের টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। সিরাজ বলেন, ‘এটা বিশ্বকাপের ম্যাচ। শুধুমাত্র ভারত-পাকিস্তান নয় প্রতিটি ম্যাচই এখানে গুরুত্বপূর্ণ। আমরা নির্দিষ্ট দিনে ঐ ম্যাচটির উপর গুরুত্ব দিতে চাই। নিজেদের পরিচিত পরিবেশে বিশ্বকাপ জয়ে এর চেয়ে ভাল সুযোগ আর হতে পারেনা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন