দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে নেদারল্যান্ডসের ইতিহাস

Daily Inqilab ইমামুল হাবীব বাপ্পি

১৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ১২:০৯ এএম

ছবি: আইসিসি

আবারও অঘটনের সাক্ষী হলো এবারের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে আফগানিস্তান উড়িয়ে দেওয়ার দুই দিনের মাথায় এবার উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়েছে নেদারল্যান্ডস। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়া প্রটিয়ারা এবার গুড়িয়ে গেল নিজেরাই। বিপরীতে টানা দুই ম্যাচে হারের পর ঐতিহাসিক জয়ের উল্লাসে মাতল ডাচরা।

আসরের ১৫তম ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের প্রথম জয় এটি। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের গ্যালারিতে বসে ইতিহাসের সাক্ষী হয়েছেন প্রায় ১২ হাজার দর্শক।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিস্ময় উপহার দিয়েছিল নেদার‌ল্যান্ডস।

বৃষ্টির কারণে দুই ঘণ্টা পর শুরু হয় খেলা। ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে। শুরুর ঝড় সামলে ৮ উইকেটে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। জবাবে এক বল বাকি থাকতে ২০৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংসে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন দলপতি স্কট এডওয়ার্ডস। ২৭ ওভারে ১১২ রানে ৬ উইকেট হারানোর পরও নির্ধারিত ৪৩ ওভারে ২৪৫ রানের বড় সংগ্রহ পায় দল। ৬৯ বলে অপরাজিত ৭৮ রানের ম্যাচসেরা ইনিংস উপহার দেন এডওয়ার্ডস। পরে একসাথে জ্বলে ওঠেন বোলাররা।

লক্ষ্য তাড়ায় ৩৬ রানের উদ্বোধনী জুটির পর ৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। এনরিচ ক্লাসেনকে নিয়ে ধ্বস সামাল দেওয়ায় মনোযোগ দেন ডেভিড মিলার। ক্লাসেন বাউন্ডারিতে ক্যাচ দিলে ভাঙে ৪৫ বলে ৪৫ রানের জুটি।

মার্কো জানসেনও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। দলীয় ১০৯ রানে জানসেনের স্টাম্প ছিটকে দিয়ে প্রটিয়াদের আরও খাঁদের কীনারে ঠেলে দেন পল ফন মিকেরেন। দলের ভসরা হয়ে তখনও উইকেটে ছিলেন মিলার।

২৩.৪ ওভারে ফন মারুর বলে বাউন্ডারিতে মিলারের ক্যাচ হাতছাড়া করেন ডি লিডে। মিলারের রান তখন ২৭। জীবন পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটার। ফন ভিকের বল তার বেলস উড়িয়ে দেয়। শেষ হয় তার ৫২ বলে ৪৩ রানের লড়াই। ভাঙে সপ্তম উইকেটে ৩৬ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার স্বপ্নের সমাধী বলতে গেলে সেখানেই।

এরপর নেদারল্যান্ডসের অপেক্ষা বাড়ান জেরার্ল্ড কোয়েৎজি (২২) ও কেশভ মহারাজ (৪০)। শেষ উইকেট জুটিতে রাবাদাকে নিয়ে ৪৭ বলে ৪১ রান যোগ করেন মহারাজ। মহারাজ নিজে করেন ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ বলে ৪০ রান।

তিন উইকেট নিয়ে নেদারল্যান্ডসের সেরা বোলার লোগান ফন ভিক। দুটি করে উইকেট নেন পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারু ও বাস ডি লিডে। ডাচদের ফিল্ডিংও এদিন ছিল দুর্দান্ত।

তবে ডাচদের জয়ের আসল কারিগর এডওয়ার্ডস। এর আগে সাতে নেমে তার চেয়ে বড় ইনিংস খেলেছেন কেবল তিনটি। এসময় তাকে দারুণ সঙ্গ দেওয়ার পাশাপাশি রানের গতিও বাড়ান রোলফ ফন ডার মারু ও আরিয়ান দত্ত। তাদের ক্যামিও ইনিংসও প্রত্যাশিত সংগ্রহ গড়তে দারুণ ভূমিকা রাখে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ২৭ ওভারে তাদের রান ছিল ৬ উইকেটে ১১২। অল্প পুঁজিতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দলটি।

সপ্তম উইকেট জুটিতে এডওয়ার্ডস-মারু যোগ করেন ৩৭ বলে ৬৪ রান। অষ্টম উইকেট আরিয়ানকে নিয়ে ১৯ বলে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি উপহার দেন এডওয়ার্ডস। উইকেটের পিছনে ৫০ ডিসমিসালে নেদারল্যান্ডসের হয়ে রেকর্ডও গড়েন এডওয়ার্ডস। ছাড়িয়ে যান জেরোএন স্মিথকে (৪৮)।

প্রথম ৩৫ বলে ২১ রান করা এডওয়ার্ডস পরের ৩৪ বলে নেন ৫৭ রান। ক্যারিয়ারের ১৪তম ফিফটির ইনিংসে তিনি ১০ চারের সঙ্গে মারেন ১টি ছক্কা। ৩ ছক্কায় ৯ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আরিয়ান। শেষ ৯ ওভারে ১০৪ রান করে ডাচরা।

নেদারল্যান্ডসের প্রথম ছয় ব্যাটসম্যান ১৩৫ বল খেলে নেন স্রেফ ৭৩ রান। বাকিরা ১২৩ বল থেকে করেন ১৪০ রান। সপ্তম উইকেট পতনের পর তারা যোগ করে ১০৫ রান। ওয়ানডেতে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যা সর্বোচ্চ।

নেদারল্যান্ডসের দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে ‘মিস্টার এক্সট্রা’ থেকে। বিশ্বকাপে যা দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ অতিরিক্ত রানের রেকর্ড। ফিল্ডিংটাও এদিন ভালো হয়নি প্রটিয়াদের। হাত ফসকে বেরিয়েছে ক্যাচ।

প্রটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন ও কাগিসো রাবাদা। নেদারল্যান্ডস শিবিরে দলীয় ২২ রানে প্রথম আঘাত হেনে ওয়ানডে ক্রিকেটে দেড়শ উইকেটের মাইলফলকে পা রাখেন রাবাদা।

প্রথম দুই ম্যাচ জিতে চলমান ওয়ানডে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড সংগ্রহ গড়ে বড় ব্যবধানে জেতা দরটি দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও উড়িয়ে দেয়। অন্যদিকে, টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছিল নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে, এরপর নিউজিল্যান্ডের কাছে।

জিতলেই পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু তা না হওয়ায় ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে তারা। ৩ ম্যাচে ৪ রান পয়েন্ট পাকিস্তানেরও। নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তানকে টপকে তিনে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ৬ করে পয়েন্ট করে আছে ভারত ও নিউজিল্যান্ডের। রান রেটে এগিয়ে থাকার সুবাদে টেবিলের শীর্ষে আছে ভারত।

নেদারল্যান্ডসের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, লক্ষ্ণৌতে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একই দিন ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ৪৩ ওভারে ২৪৫/৮ (বিক্রমজিৎ ২, ম্যাক্স ও’দাউদ ১৮, অ্যাকারম্যান ১২, ডি লিডে ২, এঙ্গেলব্রেখট ১৯, নিদামানুরু ২০, এডওয়ার্ডস ৭৮*, ফন ভিক ২৯, ডার মারু ২৩*; অতিরিক্ত ৩২; এনগিদি ৯-১-৫৭-২, জানসেন ৮-১-২৭-২, রাবাদা ৯-১-৫৬-২, কোয়েৎজি ৮-০-৫৭-১, মহারাজ ৯-০-৩৮-১)।

দক্ষিণ আফ্রিকা: ৪২.৫ ওভারে ২০৭ (বাভুমা ১৬, ডি কক ২০, ডুসেন ৪, মার্করাম ১, ক্লাসেন ২৮, জানসেন ৯, কোয়েৎজি ২২, মহারাজ ৪০, রাবাদা ৯, এনগিদি ৭* ; অতিরিক্ত ৮; আরিয়ান ৫-১-১৯-০, ফন ভিক ৮.৫-০-৬০-৩, অ্যাকারম্যান ৩-০-১৬-১, মিকেরেন ৯-০-৪০-২, মারু ৯-০-৩৪-২, ডি লিডে ৮-০-৩৬-২)।

ম্যান অব দা ম্যাচ: স্কট এডওয়ার্ডস।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল

বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল

নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক

নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ

মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১

মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১

হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের

হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের

বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি

বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩

দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার

দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে

এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে

মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ

লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ

আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে

আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে

'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ

'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ

ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম

ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম

রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন

সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন

কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল

কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল

খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি

খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি