মাহমুদউল্লাহর শেষের ঝড়ে লড়াইয়ের পুঁজি
১৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ পিএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩, ০৭:১১ পিএম
শক্ত ভিতের উপ দাঁড়িয়ে এবারও হতাশ করলেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা। ব্যাটিং অর্ডারে রদবদলের ধারাবাহিকতা ধরে রেখে এবার ভারতের বিপক্ষে চারে নামানো হলো মেহেদি হাসান মিরাজকে। ব্যর্থ তিনিও। আশা জাগিয়েও লম্বা ইনিংস খেলতে পারলেন না মুশফিকুর রহিম। লিটন কুমার দাস ও তানজিদ হাসানের কল্যাণে বিশ্বকাপে নিজেদের রেকর্ড জুটি আর শেষ দিকে মাহমুদউল্লাহর দায়িত্বশীল ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা লড়াই করার মতো পুঁজি পেল বাংলাদেশ।
কিন্তু পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসেসিয়েশন স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে বাংলাদেশ করতে পেরেছে ৮ উইকেটে ২৫৬। এই পুঁজি নিয়ে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা কতটা লড়াই করতে পারবেন সেটাই এখন দেখার।
অথচ বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং রানের জুটি এনে দেন তানজিদ আর লিটন। দারুণ ব্যাটিংয়ে তারা যোগ করেন ৯৩ রান। বিশ্বকাপে ওপেনিংয়ে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল মেহরাব হোসেন ও শাহরিয়ার হোসেনের ৬৯ রান, ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে।
চোটের কারণে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। দলকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। টস জিতে ব্যাটিং নেন তিনিই।
কুলদিপ যাদবের সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে যান তানজিদ। ভাঙে ওপেনিং জুটি। তানজিদ ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন ৪১ বলে। আউট হন ৪৩ বলে ৫১ রান করে। ৫টি চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিনা উইকেটে ৯৩ থেকে স্কোরবোর্ড হয়ে যায় ৪ উইকেটে ১৩৭। এসময় আউট হয়ে যান আস্থার প্রতীক হয়ে লড়তে থাকা লিটন। দারুণ খেলতে থাকা এই ওপেনার আউট হন ধৈর্য হারিয়ে বেরিয়ে এসে জাদেজাকে ছক্কা হাঁকাতে গিয়ে। তিনি খেলেন ৮২ বলে ৭ চারে ৬৬ রানের ইনিংস।
এরপর বড় সংগ্রহের আশা জিইয়ে রেখেছিলেন তাওহিদ হৃদয় ও মুশফিক। দুজন ৪২ রানের জুটি গড়েন ষষ্ঠ উইকেটে। অনেকক্ষণ উইকেটে ধুকতে থাকার পর হৃদয় আউট হন শার্দুল ঠাকুরকে হাঁকাতে গিয়ে খাড়া আকাশে তুলে। ৩৫ বলে ১৬ রানে শেষ হয় তার লড়াই।
বুমরাহর বলে পয়েন্টে জাদেজার দুর্দান্ত ক্যাচের শিকার হন মুশফিক। অভিজ্ঞ এই কিপার-ব্যাটার করেন ৫৬ বলে ৩৮ রান।
শেষ ওভারে মাহমুদউল্লাহ আউট হন ৩৬ বলে তিনটি করে ছক্কা চারে ৪৬ রান করে। তার কল্যাণেই মূলত লড়াই করার মত জায়গা তৈরি করতে পারে দল।
ম্যাচে একটা দুঃসংবাদ ভারত শিবিরে। বোলিং করতে গিয়ে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। মাত্র ৩ বল করতে পারেন এই পেস অলরাউন্ডার।
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৬/৮ (লিটন ৬৬, তানজিদ ৫১, শান্ত ৮, মিরাজ ৩, হৃদয় ১৬, মুশফিক ৩৮, মাহমুদউল্লাহ ৪৬, নাসুম ১৪, মোস্তাফিজুর ১*, শরীফুল ৭*; অতিরিক্ত ৬; বুমরাহ ১০-১-৪১-২, সিরাজ ১০-০-৬০-২ পান্ডিয়া ০.৩-০-৮-০; কোহলি ০.৩-০-২-০, ঠাকুর ৯-০-৫৯-১, কুলদিপ ১০-০-৪৭-১, জাদেজা ১০-০-৩৮-২)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব দল নিয়েই হবে: সিইসি
বিভাগ সংস্কারে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
কালের কণ্ঠ বিতর্ক: যা বললেন শিবির সেক্রেটারি
জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল: তাহসান খান
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়
আখাউড়ায় আসার পর কাপলিং ভাঙ্গলো উপকুল এক্সপ্রেসের
‘কালের কণ্ঠের ভূমিকা নিয়ে অবগত ছিলাম না’, ফাতেমার দুঃখ প্রকাশ
পুতুলকে দৌড়ের উপর রেখে ভারতকে কী বার্তা দিতে বললেন পিনাকী
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে