ওয়ার্নার-মার্শ ঝড়ে রানপাহাড়ে অস্ট্রেলিয়া
২০ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ০৭:০৭ পিএম
দুইবার জীবন পেলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানকে এর মূল্য দিতে হলো চরমভাবে। অস্ট্রেলিয়া ওপেনার যখন আউট হলেন নামের পাশে তখন ১২৪ বলে ১৬৩ রানের বিধ্বংসী ইনিংস। সাথে আরেক ওপেনার মিচেল মার্শেরও ঝড়ো শতকে বাবর আজমদের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে অজিরা।
একটা সময় চারশর্ধো সংগ্রহের পথে ছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বোলাররা শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ২০৩ বলে ২৫৯ রানের ওপেনিং জুটির পরও ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রান করতে পারে প্যাট কামিন্সের দল। শেষ ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তুলতে পারে ৩৭ রান।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠ এমনিতেই কথা বলে ব্যাটারদের সুরে। মাঠও ছোট। সেই সুরে তাল মেলালেন ওয়ার্নার আর মার্শ। হারিস রউফ, উসামা মিররা বল ফেলার জায়গা পাচ্ছিলেন না। হারিস প্রথম ওভারেই দেন ২৪ রান।
আলাদা ছিলেন কেবল শাহিন শাহ আফ্রিদি। দুইবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে ৫৪ রানে তুলে নেন ৫ উইকেট। প্রথম ৪ ওভারে ৬০ রান দেওয়া হারিস পরে ঘুরে দাঁড়িয়ে শিকার ধরেন ৩টি।
ইনিংসে ছক্কা হয়েছে ১৯টি, এর মধ্যে দুই ওপেনারই হাঁকিয়েছেন ৯টি করে মোট ১৮টি। বাউন্ডারি হয়েছে ২৯টি। এর মধ্যে দুই ওপেনারের বাউন্ডারি ২৪টি।
মোহাম্মদ নওয়াজের বলে সিঙ্গেল নিয়ে ৮৫ বলে ক্যারিয়ারের ২১ তম সেঞ্চুরি পূর্ণ করে স্ট্রাইক মার্শকে দেন ওয়ার্নার। পরের বলে বাউন্ডারিয়ে হাঁকিয়ে ১০০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন মার্শও।
দলীয় পঞ্চম ওভারে মিড অনে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ মিস করেন উসামা মির। বোলার ছিলেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ার্নারের রান তখন ১৩ বলে ১০, দলীয় রান ২২। এক্সট্রা বাউন্স বলে পুল করতে গিয়ে খাড়া উপরে তুলে দিয়েছিলেন ওয়ার্নার।
সেই ওয়ার্নার আউট হন ৪৩তম ওভারে দলীয় ৩২৫ রানে। লং অনে ক্যাচ নেন বদলি ফিল্ডার শাদাব খান। বোলার ছিলেন রউফ। ১৪টি চার ও ৯টি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার।
মার্শ জন্মদিনে ১২১ রানের ইনিংসটি সাজান ১০৮ বলে ১০টি চার ও ৯ ছক্কায়। ওয়ার্নারের ইনিংসে দুটি কলঙ্ক থাকলেও ফ্রেশ ইনিংস খেলেছেন মার্শ।
মার্শকে ফিরিয়েই জুটি ভাঙেন শাহিন। পরের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে মিড অনে বাবরের কাছে ক্যাচ বানান এই পেসার। শেষ ওভারে জস হ্যাজেলউডকে কটবিহাইন্ড করে পূর্ণ করেন ক্যারিয়ারের সপ্তম ৫ উইকেট। এর আগে নেন মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিসের উইকেট।
৮ ওভারে ৮৩ রান দিয়েছেন রউফ। ৯ ওভারে ৮২ রান দিয়ে ১ উইকেট শাদাব খানের জায়গায় একাদশে সুযোগ পাওয়া উসামা মিরের। ৮ ওভারে ৫৭ রান দিয়ে উইকেটশূন্য হাসান আলি।
ওভারপ্রতি ছয়ের নিচে রান দিয়েছেন কেবল শাহিন ও ইফতিখার আহমেদ। ইফতিখার ৮ ওভারে ৩৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৬৭/৯ (ওয়ার্নার ১৬৩, মার্শ ১২১, ম্যাক্সওয়েল ০, স্মিথ ৭, স্টয়নিস ২১, ইংলিশ ১৩, লাবুশেন ৮, কামিন্স ৬*, স্টার্ক ২, হ্যাজেলউড ০, জাম্পা ১*; শাহিন ১০-১-৫৪-৫, হাসান ৮-০-৫৭-০, ইফতিখার ৮-০-৩৭-০, রউফ ৮-০-৮৩-৩, উসামা ৯-০-৮২-১, নওয়াজ ৭-০-৪৩-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুন্দরবন জুড়ে ফের দস্যু আতঙ্ক
আবারও ভারতীয় রুপির দরপতন
রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা
তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ
ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ
ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন