দুর্দান্ত শুরুর পরও পারল না পাকিস্তান

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২১ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম

ছবি: ফেসবুক

বড় লক্ষ্য তাড়ায় দুই ওপেনার গড়ে দিলেন দারুণ ভিত। কিন্তু তার উপর দাঁড়িয়ে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা খেলতে পারলেন না প্রত্যাশিত ইনিংস। ডেভিড ওয়ার্নার আর মিশেল মার্শের ঝড়ো সেঞ্চুরির পর অ্যাডাম জাম্পার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে গুড়িয়ে এবারের বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল অস্ট্রেলিয়া।

জিততে হলে ৩৬৮ রানের পাহাড় পাড়ি দিতে হত পাকিস্তানকে। বাবর আজমের দল গুটিয়ে যায় ২৭ বল বাকি থাকতে ৩০৫ রানে। ৬২ রানের জয়ে নিজেদের জানান দিল রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১২৪ বলে ১৬৩ রানের বিধ্বংসী ইনিংসে জয়ের নায়ক ওয়ার্নার।

টানা দুই হার দিয়ে আসর শুরু করা অস্ট্রেলিয়া এই জয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার চারে। একই পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে পাঁচে পাকিস্তান।

আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল হকের ১২৭ বলে ১৩৪ রানের ওপেনিং জুটিতে ভালো শুরু পেয়েছিল পাকিস্তান। তবে এরপর আর তারা জুটি গড়তে পারেনি। নিয়মিত বিরতিতে গুটিয়ে যায় মিডলঅর্ডার। ৪১তম ওভারে ষষ্ঠ ব্যাটার হিসেবে মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার সাথে সাথেই মূলত শেষ হয় পাকিস্তানের জয়ের আশা।

পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ জুটি ৪৮ বলে ৫৭ রানের। সউদ শাকিলকে নিয়ে চতুর্থ উইকেটে এই জুটি গড়েন রিজওয়ান। এক প্রান্ত থেকে তিনি বিদায় নিতে দেখেন বাবর, সউদ, ইফতিখারকে। ইফতিখার আউট হওয়ার পর রিজওয়ানের উপর বাড়ছিল চাপ। উইকেট নেই, রানও বাড়াতে হবে। শেষ পর্যন্ত জাম্পাকে হাঁকাতে গিয়ে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে যান এই কিপার ব্যাটার। এর আগে করেন ৪৬ বলে ৪৬ রান।

২২তম ওভারে প্রথম আক্রমণে এসে প্রথম বলেই আব্দুল্লাহ শফিকের উইকেট নিয়ে ওপেনিং জুটি ভাঙেন স্টয়নিস। তেড়ে এসে মারতে গিয়ে বল আকাশে তোলেন শফিক। থামে তার ৬১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৪ রানের ইনিংস।

নিজের পরের ওভারে আরেক ওপেনার ইমামকে বাউন্ডারিতে ক্যাচ বানান স্টয়নিস। ৭১ বলে ১০ চারে ৭০ রান করেন ইমাম। স্টয়নিসকে দুটি বাউন্ডারি হাঁকিয়ে দারুণ কিছুর আভাস দিয়েও বাবর সাজঘরে ফেরেন ১৮ রানে। জাম্পার বলে ঝাপিয়ে বাবরের দুর্দান্ত ক্যাচ নেন কামিন্স।

৫৩ রানে ৪ উইকেট নিয়ে জাম্পাই বিজয়ী দলের সেরা বোলার। দুটি করে নেন স্টয়নিস ও কামিন্স। ১ উইকেট পেলেও মরা পিচে দুর্দান্ত বল করেন জস হ্যাজেলউড। ১০ ওভারে দেন স্রেফ ৩৭ রান।

পাকিস্তান ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় প্রথম ইনিংসেই। দুইবার জীবন পান ওয়ার্নার। পাকিস্তানকে এর মূল্য দিতে হয়েছে চরমভাবে। ওয়ার্নারের সাথে মার্শ জন্মদিনে ১২১ রানের ইনিংসটি সাজান ১০৮ বলে ১০টি চার ও ৯ ছক্কায়।

একটা সময় চারশর্ধো সংগ্রহের পথে ছিল অস্ট্রেলিয়া। পাকিস্তানের বোলাররা শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ২০৩ বলে ২৫৯ রানের ওপেনিং জুটি জড়েন ওয়ার্নার-মার্শ। বিশ্বকাপে যেটি দ্বিতীয় সর্বোচ্চ, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ।

৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রান করে কামিন্সের দল। শেষ ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ৩৭ রান তুললেও গড়ে রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। চলতি আসরেই হায়দরাবাদে ৯ উইকেটে শ্রীলঙ্কার ৩৪৪ আগের সর্বোচ্চ। ওই ম্যাচেই টুর্নামেন্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল পাকিস্তান।

ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠ এমনিতেই কথা বলে ব্যাটারদের সুরে। মাঠও ছোট। সেই সুরে তাল মেলান ওয়ার্নার আর মার্শ। হারিস রউফ, উসামা মিররা বল ফেলার জায়গা পাচ্ছিলেন না। হারিস প্রথম ওভারেই দেন ২৪ রান।

আলাদা ছিলেন কেবল শাহিন শাহ আফ্রিদি। দুইবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে ৫৪ রানে তুলে নেন ৫ উইকেট। প্রথম ৪ ওভারে ৬০ রান দেওয়া হারিস পরে ঘুরে দাঁড়িয়ে শিকার ধরেন ৩টি।

ইনিংসে ছক্কা হয়েছে ১৯টি, এর মধ্যে দুই ওপেনারই হাঁকিয়েছেন ৯টি করে মোট ১৮টি। বাউন্ডারি হয়েছে ২৯টি। এর মধ্যে দুই ওপেনারের বাউন্ডারি ২৪টি।

মোহাম্মদ নওয়াজের বলে সিঙ্গেল নিয়ে ৮৫ বলে ক্যারিয়ারের ২১ তম সেঞ্চুরি পূর্ণ করে স্ট্রাইক মার্শকে দেন ওয়ার্নার। পরের বলে বাউন্ডারিয়ে হাঁকিয়ে ১০০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন মার্শও। বিশ্বকাপে এ নিয়ে মাত্র চতুর্থবার একই ইনিংসে দুই ওপেনার পেলেন সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটি প্রথম ঘটনা।

এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা চারটি ওয়ানডে সেঞ্চুরি পেলেন ওয়ার্নার, যে ম্যাচগুলো এসেছে ৬ বছর ব্যবধানে। মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একই প্রতিপক্ষের সঙ্গে টানা চারটি সেঞ্চুরি পেলেন তিনি।

দলীয় পঞ্চম ওভারে মিড অনে ডেভিড ওয়ার্নারের সহজ ক্যাচ মিস করেন উসামা মির। বোলার ছিলেন শাহিন। ওয়ার্নারের রান তখন ১৩ বলে ১০, দলীয় রান ২২। এক্সট্রা বাউন্স বলে পুল করতে গিয়ে খাড়া উপরে তুলে দিয়েছিলেন ওয়ার্নার।

সেই ওয়ার্নার আউট হন ৪৩তম ওভারে দলীয় ৩২৫ রানে। লং অনে ক্যাচ নেন বদলি ফিল্ডার শাদাব খান। বোলার ছিলেন রউফ। ১৪টি চার ও ৯টি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার।

মার্শকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন শাহিন। পরের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে মিড অনে বাবরের কাছে ক্যাচ বানান এই পেসার। শেষ ওভারে জস হ্যাজেলউডকে কটবিহাইন্ড করে পূর্ণ করেন ক্যারিয়ারের সপ্তম ৫ উইকেট। এর আগে নেন মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিসের উইকেট।

৮ ওভারে ৮৩ রান দিয়েছেন রউফ। ৯ ওভারে ৮২ রান দিয়ে ১ উইকেট শাদাব খানের জায়গায় একাদশে সুযোগ পাওয়া উসামা মিরের। ৮ ওভারে ৫৭ রান দিয়ে উইকেটশূন্য হাসান আলি।

ওভারপ্রতি ছয়ের নিচে রান দিয়েছেন কেবল শাহিন ও ইফতিখার আহমেদ। ইফতিখার ৮ ওভারে ৩৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৬৭/৯ (ওয়ার্নার ১৬৩, মার্শ ১২১, ম্যাক্সওয়েল ০, স্মিথ ৭, স্টয়নিস ২১, ইংলিশ ১৩, লাবুশেন ৮, কামিন্স ৬*, স্টার্ক ২, হ্যাজেলউড ০, জাম্পা ১*; শাহিন ১০-১-৫৪-৫, হাসান ৮-০-৫৭-০, ইফতিখার ৮-০-৩৭-০, রউফ ৮-০-৮৩-৩, উসামা ৯-০-৮২-১, নওয়াজ ৭-০-৪৩-০)।

পাকিস্তান: ৪৫.৩ ওভারে ৩০৫ (আবদুল্লাহ ৬৪, ইমাম ৭০, বাবর ১৮, রিজওয়ান ৪৬, শাকিল ৩০, ইফতিখার ২৬, নাওয়াজ ১৪, উসামা ০, হাসান ৮, রউফ ০*; অতিরিক্ত ১৯; স্টার্ক ৮-০-৬৫-১, হ্যাজেলউড ১০-১-৩৭-১, কামিন্স ৭.৩-০-৬২-২, জাম্পা ১০-০-৫৩-৪, ম্যাক্সওয়েল ৫-০-৪০-০, স্টয়নিস ৫-০-৪০-২)।

ফল: অস্ট্রেলিয়া ৬২ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: ডেভিড ওয়ার্নার।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শীতার্তদের মাঝে উঞ্চতা ছড়ালো ইবি 'তারুণ্য'

শীতার্তদের মাঝে উঞ্চতা ছড়ালো ইবি 'তারুণ্য'

আমরা খেলাধুলার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি- অধ্যক্ষ এখলাস উদ্দিন খান

আমরা খেলাধুলার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি- অধ্যক্ষ এখলাস উদ্দিন খান

আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানীকে গুলি, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানীকে গুলি, গ্রেপ্তার ৩

সরাইলে পলিথিন উৎপাদনকারিকে কারাদণ্ড

সরাইলে পলিথিন উৎপাদনকারিকে কারাদণ্ড

হাজীগঞ্জে অর্ধলক্ষাধিক জনসমাগমের উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন

হাজীগঞ্জে অর্ধলক্ষাধিক জনসমাগমের উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন

ফরিদপুরের ঐতিহ্য খেজুরের রস ও গুড় হারিয়ে যাচ্ছে

ফরিদপুরের ঐতিহ্য খেজুরের রস ও গুড় হারিয়ে যাচ্ছে

রাজনৈতিক উদ্দেশ্যেই ৪ আগস্ট পরবর্তী হামলা হয়েছে পুলিশের তদন্তে প্রকাশ  : প্রেস উইং

রাজনৈতিক উদ্দেশ্যেই ৪ আগস্ট পরবর্তী হামলা হয়েছে পুলিশের তদন্তে প্রকাশ : প্রেস উইং

নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫

নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫

কুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯ শতাংশ

কুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯ শতাংশ

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয়, বরং সু-সম্পর্ক রয়েছে: ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয়, বরং সু-সম্পর্ক রয়েছে: ডা. তাহের

দাউদকান্দিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দাউদকান্দিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সুন্দরবন জুড়ে ফের দস্যু আতঙ্ক

সুন্দরবন জুড়ে ফের দস্যু আতঙ্ক

আবারও ভারতীয় রুপির দরপতন

আবারও ভারতীয় রুপির দরপতন

রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ

রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ

রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন

প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন

মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা

মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা

তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা

তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা

নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ

নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ