বিবর্ণ ইংল্যান্ডকে রেকর্ড হারের লজ্জায় ডুবালো আফ্রিকা
২২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা প্রায় ৪০০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোর পরই পরাজয় চোখ রাঙা ছিল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। সম্ভাব্য সেমিফাইনাল থেকে বিদায়ের প্রতিধ্বনিও।তবে এত সহজেই যে বিশ্বকাপ শুরুর আগে শিরোপার প্রবল দাবিদার ইংল্যান্ড যে এত দ্রুত হার মানবে সেটি হয়তো কল্পনাও করেননি কেউ।
প্রোটিয়া পেসারদের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের 'ভীতি জাগানিয়া' টপ অর্ডার।শুরু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক সময় একশোর আশেপাশেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।শেষ পর্যন্ত সেটি যে দেড়শ পার হতে পেরেছে তার কৃতিত্ব ১০ নম্বরে নামা পেসার মার্ক উডের।তার ইনিংস সর্বচ্চো ৪৩ রানে স্কোরকার্ডে কিছুটা প্রাণ ফিরলেও বড় হারের লজ্জা এড়াতে পারেনি ইংল্যান্ড। আলআউট হয় ১৭০ রানে।
দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচটি জিতে ২২৯ রানের বিশাল ব্যবধানে।অন্যদিকে বিশ্বকাপ তো বটেই,ওয়ানডে ক্রিকেটেও এর আগে কখনো এত বড় হারের লজ্জা পায়নি ইংল্যান্ড।একদিনের সংস্করণে গত প্রায় এক দশক ধরে স্বর্ণযুগ পার করতে থাকা ইংলিশরা এই হারে সেমিফাইনালের দৌড় থেকেও প্রায় ছিটকে গেল।
এদিন অবশ্য ম্যাচের শুরু দেখে ইংল্যান্ডের এমন পরিণতি চিন্তা করা ছিল কঠিন।টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেন রিচ টপলি।অল্পতে ফেরান ইনফর্ম ওপেনার ডি-কক কে।তবে দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংসের হাল ধরেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার অসুস্থতায় ওপেনিংয়ে সুযোগ মিলে রিজা হেন্ড্রিকসে ও ভেন ডার ডুসেন।প্রথমে বুঝে শুনে খেলব পরে চড়াও হন প্রোটিয়া বোলারদের উপর।প্রথম পাওয়ার প্লের ১০ ওভারেই ৫৯ রান আনে দক্ষিণ আফ্রিকা, ১৬তম ওভারেই পেরিয়ে যায় একশ।
ডুসেন ৪৯ বলেই পেয়ে যান ফিফটি, এরপর হেন্ড্রিকস তার ফিফটি পূর্ণ করে ফেলেন ৪৮ বলে। দুজনেই যদিও ফিফটিকে বড় ইনিংসে রূপান্তর করার আগেই আউট হয়ে যান। ১১৬ বলে ১২১ রানের জুটির পর ডুসেন আউট হন ৮ চারে ৬১ বলে ৬০ রানের ইনিংস খেলে। হেন্ড্রিকস ফিরে যান যখন ৯ চার ও ৩ ছয়ে ৭৫ বলে ৮৫ করে। দক্ষিণ আফ্রিকা তৃতীয় উইকেট হারিয়ে ফেলে ১৬৪ রানে। দুজনকেই ফেরান লেগ স্পিনার আদিল রশিদ। সুইপে ক্যাচ দেন ডুসেন, ইনসাইড এজে বোল্ড হন হেন্ড্রিকস।
ক্লাসেন ও বাভুমার জায়গায় নেতৃত্ব পাওয়া এইডেন মার্করাম মিলে প্রোটিয়াদের দুইশ পার করান ৩১তম ওভারেই। তাদের ব্যাটে ঝড়ের আভাস মিলতে শুরু করেছিল। কিন্তু ৪২ বলে ৪৪ রানেই থামতে হয় মার্করামকে। মাঠে ফেরা টপলি মার্করামের পর বিপজ্জনক ডেভিড মিলারকেও টিকতে না দিলে প্রোটিয়াদের ইনিংস গতি হারায়।এরপরই মূলত শুরু হয় ক্লাসেন ও মার্কো ইয়ানসেনের অনবদ্য সেই পার্টনারশিপ। দুজন ষষ্ঠ উইকেট জুটিতে বিধ্বংসী ব্যাটিংয়ে ৭৭ বলে ১৫১ রান যোগ করেন।
ক্লাসেন ৬১ বলে শতক করেন। ইনিংসের শেষ ওভারে গাস অ্যাটকিনসনের বলে আউট হওয়ার আগে ক্লাসেনের ব্যাট থেকে আসে ৬৭ বলে ১০৯ রান। ১৬২ স্ট্রাইক রেটের দুর্দান্ত ইনিংসে ১২টি চার ও ৪টি ছক্কা ছিল। তাঁর সঙ্গী ইয়ানসেন অর্ধশতক করেন ৩৫ বলে।
তবে তাঁর ইনিংস শেষে তিনি অপরাজিত ছিলেন ৪২ বলে ৭৫ রানে। ৩টি চার ও ৬টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন টপলি, ২টি করে উইকেট নিয়েছেন অ্যাটকিনসন ও রশিদ।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরু থেকে একের পর এক উইকেট হারিয়ে দ্রুতই ম্যাচ থেকে ছিটকে যায়। দক্ষিণ আফ্রিকার দুই পেসারের তোপে একে একে আউট হয়েছেন ওপেনার জনি বেয়ারস্টো, ডেভিড মালান এবং তিনে খেলতে নামা অভিজ্ঞ ইংলিশ ব্যাটার জো রুট। রাবাদার শিকার হয়ে ৮ বলে ৫ রান করে সাজঘরের পথ ধরেছেন চারে ব্যাট করতে আসা বেন স্টোকস।দ্রুত চার উইকেট হারানো ইংল্যান্ড আর সেই ধাক্কা সামলাতে পারেনি।ব্রুক,বাটলারও দলের বিপদ আরো বাড়িয়ে দ্রুত সাজঘরে ফেরেন।ফলে নিশ্চিত হয়ে যায় ম্যাচে ইংলিশদের বড় পরাজয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
মাদারীপুরের কালকিনিতে মটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন