উডের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ক্লাসেন
২২ অক্টোবর ২০২৩, ০৪:০৮ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৩, ০৪:০৮ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরির পর আবেগ সামলাতে পারেননি এনরিক ক্লাসেন। দক্ষিণ আফ্রিকান এই মারকুটে ব্যাটার বুনো উল্লাসে মাতেন মার্ক উডের সামনে। ভুল বুঝতে অবশ্য সময় লাগেনি এই কিপার-ব্যাটারের। এজন্য পরে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।
চলমান বিশ্বকাপের ২০তম ম্যাচে শনিবার ইংল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শেষ পর্যন্ত ২২৯ রানে জেতে প্রটিয়ারা। ম্যাচে ৬৭ বলে ১০৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যান অব দা ম্যান নির্বাচিত হন ক্লাসেন।
উডকে বাউন্ডারি হাঁকিয়েই তিন অঙ্কের জাদুকরী সংখ্যায় পৌঁছান ক্লাসেন। এজন্য উড ছিলেন তার কাছেই। উডের সামনে গিয়ে গর্জে উঠেছিলেন তিনি। পরে মার্ক উডের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। এই ঘটনার দৃশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। আইসিসিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিও শেয়ার করেছে।
ম্যাচ শেষে ক্লাসেন বলেন, ‘আমি তাকে কিছু বলিনি। আমি তাঁর কাছে গিয়ে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। তিনি আমার পায়ে দুবার আঘাত করেছিলেন, যা বেশ ব্যথা দিয়েছিল। এটি কেবল আবেগ ছাড়া কিছুই নয়। আর হ্যাঁ, আবারও আমি তার জন্য ও তার সতীর্থদের জন্য দুঃখিত। তবে এটি কেবলই আবেগ, যা ঐ সময় বেরিয়ে গেছে। আর কখনও কখনও এটি নিয়ন্ত্রণ করা কঠিন। তবে আমি সরাসরি ক্ষমা চেয়েছিলাম এবং খেলার পরে তার সঙ্গে কথাও বলেছিলাম। আশা করি আমার পক্ষ থেকে সবকিছু পরিষ্কার করা হয়েছে।’
‘চোকার’ তকমাটা প্রটিয়াদের বেশ পুরোনো। এ নিয়েও কথা বলেন ক্লাসেন। তিনি মনে করেন, দুটি ম্যাচেই তার দল দেখিয়েছে চাপের মধ্যে কতটা ভালো পারফর্ম করতে পারে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের পারফরম্যান্সের কথা উঠলে কেউ আমাদের ওপর এই লেবেল লাগিয়েছে কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলেছি। ভাগ্য আমাদের পাশে ছিল না এবং অবশ্যই কিছু ম্যাচে আমরা আমাদের কৌশল অনুযায়ী পারফর্ম করতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘কিন্তু আপনি যদি আমাদের পারফরম্যান্স দেখেন, আমরা বিশ্বকাপের ইতিহাসে খুব ভালো কিছু ম্যাচ খেলেছি। এতে অবাক হওয়ার কিছু নেই যে আমরা ভালো ক্রিকেট খেলছি। আমাদের বর্তমান দল গত তিন বছর ধরে ভালো ক্রিকেট খেলছে। আমাদের সব খেলোয়াড়ই অভিজ্ঞ এবং এখনই সময় বিশ্বকে দেখানোর যে চাপের পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকানরা খুব ভালো পারফর্ম করে। আমরা আগেও এটা করেছি।’
ক্লাসেনের এটি বছরের তৃতীয় সেঞ্চুরি। মুম্বইয়ের গরম আর আর্দ্র পরিবেশে খেলা এই ইনিংসটিকে তার ক্যারিয়ারের সেরা বলে অভিহিত করেছেন। ক্লাসেন বলেন, ‘কন্ডিশন বিবেচনায় এটা আমার সেরা সেঞ্চুরিগুলোর একটি। আমি শারীরিকভাবে ভালো ছিলাম না কিন্তু মানসিকভাবে নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা