ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

নেদারল্যান্ডসকে একশর আগেই গুটিয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড ব্যবধানে জয়

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৬ অক্টোবর ২০২৩, ১২:১৪ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ১২:১৪ এএম

ছবি: ফেসবুক

হারের কাব্য অনেকটাই লেখা হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। দেখার ছিল ব্যবধান কতটা কমাতে পারে নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক উপহার দেওয়া দলটি বোলিংয়ের পর পাত্তা পেল না ব্যাটিংয়েও। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফম্যন্সে রেকর্ড ব্যবধানে জয় পেল অস্ট্রেলিয়া।

ত্রয়োদশ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ২৪তম ম্যাচে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বুধবার জিততে হলে পাড়ি দিতে হত ৪০০ রানের পাহাড়। ২১ ওভারে ৯০ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ার জয় ৩০৯ রানের। বিশ্বকাপের ইতিহাসে এটিই সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।

টানা দুই জয়ে আসর শুরু করা রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এটি টানা তৃতীয় জয়। পয়েন্ট তালিকাতেও তারা পাকিস্তানকে টপকে উঠে এসেছে চারে। সমান ৫ ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে ভারত। চারটি করে জয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

শেষ দিকে বোলিংয়ে এসে ৩ ওভারে ৮ রানে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা। তার আগেই পেসারদের তোপে পথ হারিয়েছিল নেদারল্যান্ডস। বল হাতে বিজয়ী দলের পাঁচজনই পান উইকেটের দেখা।

ডাচদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন বিক্রম সিং। ২৮ রানের উদবোধনী জুটির পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা।

জয়ের ক্ষেত্র আগেই করে রেখেছিলেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলরা। ৯৩ বলে ১১টি চার ও ৩ ছক্কায় ১০৪ রান করেন ওয়ার্নার। ম্যাক্সওয়েলের সেঞ্চুরি ছিল আরও বিধ্বংসী। স্রেফ ৪০ বলে ক্যারিয়ারের তৃতীয় ও বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতক হাঁকান এই মিডল অর্ডার। এসময় ছক্কা ও চার হাঁকান সমান ৮টি করে।

শেষের আগে ওভারে বাস ডি লিড যখন বোলিংয়ে আসেন তখন সেঞ্চুরি থেকে ২৫ রান দূরে ম্যাক্সওয়েল। প্রথম দুই বলে টানা বাউন্ডারির, এরপর টানা তিন ছক্কায় স্পর্শ করেন তিন অঙ্ক।

বিশ্বকাপে এটিই দ্রুততম শতক। এইডেন মার্করামের রেকর্ড টিকল না তিন সপ্তাহও। এই মাঠেই গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে শতকে ছুঁয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

সব মিলিয়ে ওয়ানডেতে চতুর্থ দ্রুততম শতক এটি। এই তালিকায় সবার উপরে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্রেফ ৩১ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি।

শেষ ওভারে বাউন্ডারিতে ক্যাচ আউট হওয়ার আগে ৪৪ বলে ১০৬ রানের ইনিংসটি সাজান ৯টি চার ও ৮ ছক্কায়।

দ্বিতীয় উইকেটে স্মিথের সাথে ১১৮ বলে ১৩২ রানের জুটি গড়েন ওয়ার্নার। স্মিথ ৬৮ বলে ৯টি চার ও ১ ছক্কায় ৭১ রান করে আউট হন। এরপর লাবুশেনকে নিয়ে আবার ৭৬ বলে ৮৪ রানের জুটিতে নেতৃত্ব দেন ওয়ার্নার।

আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দেড়শ রানের ইনিংস খেলা এই তারকার বিশ্বকাপে সেঞ্চুরি হয়ে গেল ৬টি। তার সমান শতক কিংবদন্তি শচিন টেন্ডুলকারেরও। বিশ্বকাপে শতকে তাদের উপরে আছেন কেবল ভারতের রোহিত শর্মা, ৭টি।

এসময় সাড়ে তিনশর্ধো ইনিংস আশা করছিল সবাই। কিন্তু দ্রুত তিন উইকেট হারিয়ে সেটাও পড়ে যায় শঙ্কায়। কিন্তু তখনই যে উইকেটে আসেন ম্যাক্সওয়েল।

সপ্তম উইকেটে প্যাট কামিন্সকে নিয়ে স্রেফ ৪৪ বলে ১০৩ রানের জুটি গড়েন এই ডানহাতি ব্যাটার। সেখানে কামিন্সের অবদান কেবল ৮ বলে ৮!

সাতজন বোলার ব্যবহার করে নেদারল্যান্ডস। উইকেটের দেখা পান তিনজন। ৭৪ রোন ৪ উইকেট নেন লোগান ফন ভিক। সবচেয়ে বেশি তোপ পোহাতে হয়েছে লিডেকে। ১০ ওভারে ১১৫ রান দিয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে এটিই সবচেয়ে খরুচে বোলিং। আগেরটি ছিল আফহানিস্তানের রশিদ খানের। রশিদ ১১০ রান দিয়েছিলেন ৯ ওভারে। সব মিলিয়ে ওয়াডে ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং ছিল মিক লুইসের ১১৩। সেটাও পেছনে ফেললেন লিডে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৯৯/৮ (মার্শ ৯, ওয়ার্নার ১০৪, স্মিথ ৭১, লাবুশেন ৬২, ইংলিশ ১৪, ম্যাক্সওয়েল ১০৬, গ্রিন ৮, কামিন্স ১২*, স্টার্ক ০, জাম্পা ১*; অতিরিক্ত ১২; আরিয়ান ৭-০-৫৯-১, আকারম্যান ৪-০-১৯-০, লোগান ১০-০-৭৪-৪, পল ১০-০-৬৪-০, বিক্রম ৪-০-২৭-০, মারউই ৫-০-৪১-০, লিডে ১০-০-১১৫-২)।

নেদারল্যান্ডস: ২১ ওভারে ৯০ (বিক্রম ২৫, দাউদ ৬, আকারম্যান ১০, এঙ্গেলব্রেখট ১১, লিডে ৪, এডওয়ার্ডস ১৪*, নিদামানুরু ১৪, লোগান ০, মারউই ০, আরিয়ান ১, পল ০; অতিরিক্ত ৭; স্টার্ক ৪-০-২২-১, হ্যাজেলউড ৬-০-২৭-১, কামিন্স ৪-০-১৪-১, মার্শ ৪-০-১৯-২, জাম্পা ৩-০-৮-৪)।

ফল: অস্ট্রেলিয়া ৩০৯ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ অফিসার নিহত অপর এক ঘটনায় নিহত ২

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ অফিসার নিহত অপর এক ঘটনায় নিহত ২

আখাউড়ায় রেলওয়ের জায়গা থাকা ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আখাউড়ায় রেলওয়ের জায়গা থাকা ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে